শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যে বিভাগে একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্য রচনার জন্য প্রদত্ত একটি একাডেমি পুরস্কার। এটি এমন চিত্রনাট্যের জন্য প্রদান করা হয় যা পূর্বে প্রকাশিত হয় নি। ১৯৪০ সালে লেখনীর পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ কাহিনী বিভাগে একাডেমি পুরস্কার থেকে ভিন্ন এই পুরস্কার প্রদান শুরু হয়। ১৯৫৭ সাল থেকে এই দুটি পুরস্কার একত্র করে শুধু চিত্রনাট্যের জন্য পুরস্কার প্রদান করা হয়। ২০০২ সালে এই পুরস্কারের নাম লেখনী (সরাসরি চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য) থেকে পরিবর্তন করে লেখনী (মৌলিক চিত্রনাট্য) করা হয়।
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার | |
---|---|
![]() ২০১৯-এর বিজয়ীদের একজন: বং জুন হো | |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস (এএমপিএএস) |
প্রথম পুরস্কৃত | ১৯৪০ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ |
বর্তমানে আধৃত | বং জুন-হো ও হান জিন-ওন প্যারাসাইট (২০১৯) |
ওয়েবসাইট | oscars |
উল্লেখযোগ্য মনোনয়নসম্পাদনা
এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রাপ্ত প্রসিদ্ধ ঔপন্যাসিক ও নাট্যকারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: জন স্টেইনব্যাক, নোয়েল কাওয়ার্ড, রেমন্ড চ্যান্ডলার, অ্যালাইন রবি-গ্রিলেট, এডওয়ার্ড বন্ড, আর্থার সি. ক্লার্ক, লিলিয়ান হেলম্যান, নেল সিমন, প্যাডি চ্যায়েফ্স্কি, টম স্টপার্ড, ও টেরেন্স র্যাটিগ্যান।
বিজয়ী ও মনোনীতগণসম্পাদনা
২০১০-এর দশকসম্পাদনা
একাধিকবার বিজয়ী ও মনোনীতসম্পাদনা
নিম্নোক্ত ব্যক্তিবর্গ শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাধিক পুরস্কার অর্জন করেছেন:
|
নিম্নোক্ত ব্যক্তিবর্গ শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য তিন বা ততোধিক মনোনয়ন অর্জন করেছেন:
|
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "The 83rd Academy Awards (2011) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- ↑ "The 84th Academy Awards (2012) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- ↑ "The 85th Academy Awards (2013) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- ↑ "The 86th Academy Awards (2014) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- ↑ "The 87th Academy Awards (2015) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- ↑ "The 88th Academy Awards (2016) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- ↑ "The 89th Academy Awards (2017) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- ↑ "The 90th Academy Awards (2018) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- ↑ "The 91st Academy Awards (2019) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "The 92nd Academy Awards (2020) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।