আর্থার সি ক্লার্ক
আর্থার সি ক্লার্ক (ইংরেজি ভাষায়: Arthur Charles Clarke) (১৬ ডিসেম্বর, ১৯১৭ - ১৯ মার্চ, ২০০৮) একজন বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক এবং উদ্ভাবক। তিনি বিখ্যাত অডিসি সিরিজের স্রষ্টা। একাধিকবার হুগো ও নেবুলা পুরস্কার লাভ করেছেন। ২০০১: আ স্পেস অডিসি চলচ্চিত্রে চিত্রনাট্য রচনার জন্য স্ট্যানলি কুবরিকের সাথে যৌথভাবে একাডেমি পুরস্কার মনোনয়ন পেয়েছেন। জীবনের অধিকাংশ সময়ই ক্লার্ক শ্রীলঙ্কায় ছিলেন।
স্যার আর্থার সি ক্লার্ক | |
---|---|
জন্ম | ১৬ ডিসেম্বর, ১৯১৭ মাইনহেড, সমারসেট, যুক্তরাজ্য |
মৃত্যু | ১৯ মার্চ, ২০০৮ (৯০ বছর বয়সে) কলম্বো, শ্রীলঙ্কা |
ছদ্মনাম | চার্লস উইলিস,ই জি ও'ব্রিয়েন, "বুক্স অ্যান্ড রাইটার্স" |
পেশা | লেখক, উদ্ভাবক |
জাতীয়তা | ব্রিটিশ এবং শ্রীলঙ্কান |
ধরন | বিজ্ঞান কল্পকাহিনী, জনপ্রিয় বিজ্ঞান, রূপকথা |
বিষয় | বিজ্ঞান |
উল্লেখযোগ্য রচনাবলি | ২০০১: আ স্পেস অডিসি রেন্ডিজভাস উইথ রামা চাইল্ডহুড্স এন্ড দ্য ফাউন্টেইন্স অফ প্যারাডাইস |
দাম্পত্যসঙ্গী | মেরিলিন মেফিল্ড (১৯৫৩-১৯৬৪) |
ওয়েবসাইট | |
http://www.clarkefoundation.org/ |
১৯৪৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত একটি বিজ্ঞান প্রবন্ধে ক্লার্কই প্রথম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার ধারণা দেন, যদিও তিনি এই ধারণাকে পেটেন্ট করে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেননি। এই মহান সাহিত্যিক ও বিজ্ঞান গবেষক ২০০৮ সালের ১৯শে মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে মৃত্যুবরণ করেন।
জীবনী
সম্পাদনাপ্রথম জীবন
সম্পাদনাক্লার্কের জন্ম ইংলেন্ডর সমারসেটে ।[১]। বালক বয়সে তিনি আকাশদেখা আর আমেরিকার পুরোনো বিজ্ঞান কল্পকাহিনী পড়তে পছন্দ করতেন।
রচনাবলী
সম্পাদনা- সম্পূর্ণ তালিকার জন্য দেখুন: আর্থার সি ক্লার্কের রচনাবলী। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটির নাম দেয়া হলো।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ArthurCClarke.net : fan community & discussion site[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- Sir Arthur C. Clarke links & image archive
- Clarke's 1945 Communication Satellite Idea
- The Arthur C. Clarke Foundation
- Sir Arthur Clarke Awards 2005
- ইন্টারনেট স্পেকুলেটিভ ফিকশন ডাটাবেজে Arthur C. Clarke(ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Arthur C. Clarke (ইংরেজি)