লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দর
লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর (আইএটিএ: GAU, আইসিএও: VEGT) ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির মহানগরের সমীপবর্তী বরঝার নামক স্থানে অবস্থিত। এই বিমানবন্দরটি গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। এইটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মুখ্য আন্তর্জাতিক বিমান বন্দর। স্বাধীনতা সংগ্রামী “লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের নামে এই বিমান বন্দরটির নামকরণ করা হয়। এই বিমানবন্দরটি ভারতীয় বিমান প্রাধিকরন দ্বারা পরিচালিত এবং ভারতীয় বায়ুসেনাও এই বন্দরটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে।
লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর, গুয়াহাটী | |||||||||||
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | সরকারি | ||||||||||
মালিক | অসম সরকার | ||||||||||
পরিচালক | ভারতীয় বিমানবন্দর প্রাধিকরন | ||||||||||
অবস্থান | গুয়াহাটী, অসম, ভারত | ||||||||||
এএমএসএল উচ্চতা | ১৬২ ফুট / ৪৯ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২৬°০৬′২২″ উত্তর ০৯১°৩৫′০৯″ পূর্ব / ২৬.১০৬১১° উত্তর ৯১.৫৮৫৮৩° পূর্ব | ||||||||||
ওয়েবসাইট | www.aai.aero/guwahati | ||||||||||
মানচিত্র | |||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
পরিসংখ্যান (Apr '10 - Mar '11) | |||||||||||
| |||||||||||
বিবরনসম্পাদনা
সাত ভনী রাজ্য ও Nine Perfect Jewel হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলে সেবা প্রদানকারী বিমান সমূহের জন্য গুয়াহাটি আন্তঃরাষ্ট্রীয় বিমান বন্দর একটি মূখ্য কেন্দ্র । এই বিমানবন্দর থেকে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে যাতায়ত করার জন্য হেলিকাপ্টারের সুবিধা আছে। এই স্থান থেকে শিলং (৩০ মিনিট) তুরা (৫০মিনিট), নাহরলাগুন, ইটানগর এবং টায়াং (৭৫ মিনিট) যাওয়ার জন্য পবন হংস নামক হেলিকাপ্টার সেবার ব্যবস্থা রয়েছে। মনিপুর ইম্ফল বিমানবন্দর আন্তর্জাতিক পর্যায়ে উপনীত হওয়ার পূর্বে উত্তর পূর্বাঞ্চলে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরটি ছিল একমাত্র আন্তর্জাতিক বিমান বন্দর। বর্তমান এই বিমানবন্দরটি উন্নতির জন্য উন্নতিকরন পরিকল্পনা চালু করা হয়েছে।
এয়ারলাইন্স ও গন্তব্যস্থলসমূহসম্পাদনা
- যাত্রীবাহী বিমান
- চার্টার
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
নর্থইষ্ট সাটলস | কোচ বিহার |
পবন হংস | শিলং |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪।
- ↑ http://www.aai.aero/traffic_news/mar2k11annex4.pdf.pdf[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]