ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ

ভারতের সরকারি সংস্থা
(Airports Authority of India থেকে পুনর্নির্দেশিত)

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ হলো ভারত সরকারের, ভারতের বেসামরিক বিমানচালন মন্ত্রকেরর অধীনস্থ একটি সংস্থা যা বেসামরিক বিমানবন্দর তৈরি, উন্নয়ন, দেখভাল এবং ভারতের বেসামরিক বিমান পরিবহন পরিকাঠামো পরিচালনার জন্য দায়ী। এই সংস্থাটি ভারতীয় আকাশসীমা ও তৎসংলগ্ন মহাসাগরীয় অঞ্চলে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেবাও প্রদান করে। এছাড়াও ১৮টি আন্তর্জাতিক বিমানবন্দর[১], ৭টি কাস্টম, ৭৮টি অন্তর্দেশীয়, এবং ২৬টি অধাবেসামরিক বিমানবন্দর সহ মোট ১২৫টি বিমানবন্দর এই সংস্থার পরিচালনাধীন।[১] এছাড়াও বিমান অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিমানবন্দরে এবং আরও ২৫টি অন্য স্থানে এর কার্যালয় অবস্থিত।

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ
Airports authority of India
भारतीय विमानपत्तन प्राधिकरण
পিএসইউ রূপরেখা
গঠিত১ এপ্রিল ১৯৯৫; ২৯ বছর আগে (1995-04-01)
ধরন Aviation sector
যার এখতিয়ারভুক্তবিমানবন্দর
সদর দপ্তররাজীব গান্ধী ভবন,
সফদরজং বিমানবন্দর, নতুন দিল্লী- ১১০ ০০৩
নীতিবাক্যসুরক্ষা সহ পরিষেবা
(Service with Security)
কর্মী২২,০০০
পিএসইউ নির্বাহী
  • এস রাহেজা, চেয়ারম্যান ও ইনচার্জ
  • এম সাথিয়াভাঠী, DGCA Profile
  • অনুজ অগ্রবাল, Member(HR)
    একে দত্তা, Member(ANS)
মূল বিভাগবেসামরিক বিমানচালন মন্ত্রক (ভারত)
ওয়েবসাইটwww.aai.aero

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ গগন প্রকল্পে প্রযুক্তিগতভাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থারও সহযোগীতায় নিয়জিত।

ইতিহাস সম্পাদনা

১৯৭২ সালে ভারত সরকার ভারতীয় আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নামক একটি সংস্থা গঠন করে এবং ১৯৮৬ অন্তর্রাষ্ট্রীয় বিমানবন্দরগুলির দেখাশোনার জন্য জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের গঠন করা হয়।[২][৩] এরপর ১৯৯৫ সালে সংস্থার নাম ও কর্মপদ্ধতি পরিবর্তন কোরে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ করা হয় এবং এর দায়িত্ব হয় ভারতের বিমানবন্দরসমূহের উন্নয়ন, পুনর্গঠন, যত্ন করা ও বিমানবন্দর তৈরিকরা।

আন্তরাষ্ট্রীয় প্রকল্প সম্পাদনা

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ভারতের বাহিরেও বিভিন্ন দেশ যেমন লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন, মালদ্বীপ ইত্যাদি দেশেরও বিভিন্ন প্রকল্পে কাজ করছে। এছাড়াও এইসব দেশে বিমানবন্দর নির্মাণ, পুনর্গঠন ও দেখরেখ সম্বন্ধীয় প্রশিক্ষণ দিয়ে থাকে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Airports Authority of India"www.aai.aero। ২০১৬-১১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২০ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২২ জুলাই ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬ 
  3. http://pib.nic.in/newsite/efeatures.aspx?relid=69345

বহিঃসংযোগ সম্পাদনা