১৫ মে
তারিখ
(মে ১৫ থেকে পুনর্নির্দেশিত)
<< | মে | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
২০২৪ |
১৫ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৫তম (অধিবর্ষে ১৩৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৩০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১০০৪ - দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত।
- ১৬২৫ - অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়।
- ১৭৭৬ - প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিলো।
- ১৮১৮ - বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।
- ১৯৫১ - দৈনিক সংবাদ-এর আত্মপ্রকাশ।
- ১৯৫৪ - আদমজি মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসাবে নিহত ৪০০, বেসরকারি মতে ৬০০।
- ১৯৬০ - কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন হয়।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল।
- ১৯৮৮ - আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু।
জন্ম
সম্পাদনা- ১৩৯৭ - রাজা সেজোং, কোরিয়ার রাজা। (মৃ. ১৪৫০)
- ১৫৬৭ - ক্লাউদিও মোন্তেভের্দি, ইতালীয় গীতিকার।
- ১৬০৮ - রেনে গোপিল, ফরাসি ক্যাথলিক ধর্মপ্রচারক।
- ১৭২০ - ম্যাক্সিমিলিয়ান হেল, স্লোভাকীয় জ্যোতির্বিজ্ঞানী।
- ১৭৭৩ - ক্লেমেন্স ভন মেটরনিখ, জার্মান-অস্ট্রিয়ান রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক এবং তার যুগের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক। (মৃ. ১৮৫৯)
- ১৭৮৬ - জেনারেল ডিমিট্রিস প্লাপাউটিস, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের মহান বিপ্লবী সেনানায়ক।
- ১৮১৭ - দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতের ধর্মীয় সংস্কারক; রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা।(মৃ.১৯০৫)
- ১৮৪৮ - ভিক্টর ভাসনেতসভ, রুশ চিত্রশিল্পী।
- ১৮৫৬ - এল ফ্রাঙ্ক বাম, মার্কিন লেখক।
- ১৮৫৭ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিজ্ঞানী।
- ১৮৫৯ - পিয়েরে কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।(মৃ.১৯০৬)
- ১৮৬২ - আর্থার শ্নিজলার, অস্ট্রীয় নাট্যকার।
- ১৮৯০ - ক্যাথেরিন অ্যান পোর্টার, মার্কিন লেখক।
- ১৮৯১ - মিখাইল বুলগাকভ, রুশ লেখক।
- ১৮৯২ - জিমি ওয়াইল্ড, মুষ্টিযোদ্ধা ।
- ১৮৯৫ - প্রেসকট বুশ, মার্কিন সিনেটর এবং জর্জ ডব্লিউ বুশের পিতামহ।
- ১৮৯৫ - উইলিয়াম ডি বায়রন, মার্কিন কংগ্রেসম্যান।
- ১৮৯৮ - আর্লেট্টি ফরাসি মডেল এবং অভিনয়শিল্পী।
- ১৮৯৯ - জিন ইটিন্নি ভ্যালুই, ফরাসি জেনারেল।
- ১৯০২ - রিচার্ড ডি ডেলেই, শিকাগোর মেয়র।
- ১৯০৩ - মারিয়া রাইখ, জার্মান বংশোদ্ভূত গণিতবিদ এবং প্রত্নতত্ত্ববিদ।
- ১৯০৫ -
- ভারতীয় বাঙালি লেখক ও সাহিত্যিক শ্যামলকৃষ্ণ ঘোষ। (মৃ.১৯৮৮)
- জোসেফ কটেন, মার্কিন অভিনেতা।
- ১৯০৭ - সুখদেব থাপার, ভারতীয় মুক্তিযোদ্ধা।(মৃ.১৯৩১)
- ১৯০৯ - জেমস মেসন, ইংরেজ অভিনেতা।
- ১৯১৫ - পল স্যামুয়েলসন, বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ ও আধুনিক অর্থনীতির জনক। (মৃ. ২০০৯)
- ১৯১৫ - চারু মজুমদার, ভারতীয় বিপ্লবীনেতা।(মৃ.২৮/০৭/১৯৭২)
- ১৯৩২ - প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেন ।(মৃ.০৪/০১/১৯৮৩)
- ১৯৩৫ - টেড ডেক্সটার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
- ১৯৬৭ - মাধুরী দীক্ষিত, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৮১ - প্যাট্রিস এভরা, ফরাসি-সেনেগালীয় আন্তর্জাতিক ফুটবলার।
মৃত্যু
সম্পাদনা- ১১৫৭ - রুশ যুবরাজ ইউরি ডলগোরুক।
- ১৮৮৬ - মার্কিন নারী কবি এমিলি ডিকিনসন।
- ১৮৯৪ - ভূদেব মুখোপাধ্যায়, একজন বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ।(জ.২২/০২/১৮২৭)
- ১৯৩৬ - স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়,ভারতের যশস্বী বাঙালী শিল্পপতি।(জ.২৩/০৬/১৮৫৪)
- ১৯৯৪ - সুরকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আবদুল আহাদ।
- ২০২৩ - বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। (জ. ১৮/০৮/১৯৪৮)
ছুটি ও অন্যান্য
সম্পাদনাআন্তর্জাতিক পরিবার দিবস।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১৫ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |