ক্লেমেন্স ভন মেটরনিখ

অস্ট্রীয় কূটনীতিক

সম্রাট অষ্টাদশ লুইয়ের মৃত্যুর ( ১৮২৪ খ্রি. ) পর তার ভাই সম্রাট দশম চার্লস ( ১৮২৪-৩০ খ্রি . ) ফ্রান্সের সিংহাসনে বসেন । জুলাই বিপ্লবের কারণ / পটভূমি . তীব্র প্রতিক্রিয়াশীল দশম চার্লসের বিরুদ্ধে ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব ঘটে । এই বিপ্লবের বিভিন্ন কারণ ছিল— [ ১ ] মধ্যপন্থা নীতি বাতিল : পূর্ববর্তী সম্রাট অষ্টাদশ লুই - এর মধ্যপন্থা নীতি বাতিল করে দশম চার্লস ফ্রান্সে নিরঙ্কুশ স্বৈরতন্ত্র , অভিজাততন্ত্র ও ক্যাথােলিক গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন । বহু সাংবাদিককে কারারুদ্ধ করা হয় । [ ২ ] ধর্মীয় উদ্যোগ : দশম চার্লস ‘ ধর্মবিরােধী আইন ’ ( ১৮২৭ খ্রি. ) পাস করে— [ i ] শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা করেন । [ i ] গির্জার বিরুদ্ধে সমালােচনার অধিকার কেড়ে নেন । [ ii ] জেসুইট নামক নির্বাসিত ধর্মীয় সম্প্রদায়ের লােকেদের দেশে ফিরিয়ে এনে উচ্চ রাজপদে নিয়ােগ করেন । ক্ষতিপূরণ : বিপ্লবের সময় ফ্রান্সের দেশত্যাগী অভিজাতদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের বিতরণ করা হয়েছিল । দশম চার্লস অ্যাক্ট অব জাস্টিল ’ নামে এক আইন পাশ করে সেই বাজেয়াপ্ত।

ক্লেমেন্স ভন মেটরনিখ
মেটরনিখের প্রতিকৃতি (১৮১৫) [১]) by Sir Thomas Lawrence
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৭৭৩-০৫-১৫)১৫ মে ১৭৭৩
কোব্লেনৎজ ত্রিএরের এলেক্তোরেত
মৃত্যু১১ জুন ১৮৫৯(1859-06-11) (বয়স ৮৬)
ভিয়েনা, অস্ট্রিয়া সাম্রাজ্য
জাতীয়তাজার্মান, অস্ট্রিয়ান
যে জন্য পরিচিতভিয়েনা কংগ্রেস, প্রতিমন্ত্রী, রক্ষনশীলতা, ইউরোপের কনসার্ট

তথ্যসূত্র সম্পাদনা

  1. ছবিটি সম্ভবত ১৮১৮/১৯ সালে অধিবেশনের দ্বিতীয় সেটের সময় সংশোধন করা হয়। (Royal Collection 2013)