পল স্যামুয়েলসন

মার্কিন অর্থনীতিবিদ

পল অ্যান্থনি স্যামুয়েলসন (ইংরেজি: Paul Anthony Samuelson) (জন্ম ১৫ই মে, ১৯১৫)[১] আধুনিক অর্থনীতির জনক, বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ এবং ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী। [২]

পল অ্যান্থনি স্যামুয়েলসন
জন্ম (1915-05-15) মে ১৫, ১৯১৫ (বয়স ১০৮)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয় (পিএইচডি)
শিকাগো বিশ্ববিদ্যালয় (বিএ)
পরিচিতির কারণনব্যধ্রুপদী সংশ্লেষণ
গাণিতিক অর্থশাস্ত্র
অর্থনৈতিক পদ্ধতিবিদ্যা
উন্মোচিত পছন্দ তত্ত্ব
আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব
অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব
Public good তত্ত্ব
পুরস্কারজন বেটস ক্লার্ক পদক (১৯৪৭)
অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৭০)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রঅর্থনীতি
প্রতিষ্ঠানসমূহম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
ডক্টরাল উপদেষ্টাএডুইন বিডওয়েল উইলসন
ডক্টরেট শিক্ষার্থীস্ট্যানলি ফিশার
লরেন্স ক্লাইন
রবার্ট মের্টন

জীবনী সম্পাদনা

স্যামুয়েলসন ১৯৩৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৬ সালে স্নাতকোত্তর ও ১৯৪১ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৪০ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৪৪ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৪৭ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। প্রেসিডেন্ট কেনেডি এবং প্রেসিডেন্ট জনসন এর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৪৭ সালে প্রকাশিত ফাউন্ডেশন অভ ইকোনমিক অ্যানালিসিস Foundations of Economic Analysis নামের গ্রন্থটি তার জীবনের সেরা কাজ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Paul Samuelson | Biography, Nobel Prize, Books, Economics, & Facts | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২ 
  2. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 1970"NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২