লরেন্স ক্লাইন
মার্কিন অর্থনীতিবিদ
লরেন্স রবার্ট ক্লাইন একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৮০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
লরেন্স রবার্ট ক্লাইন | |
---|---|
জন্ম | নেব্রাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র | সেপ্টেম্বর ১৪, ১৯২০
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
প্রতিষ্ঠান | পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মিশিগান বিশ্ববিদ্যালয় NBER Cowles Commission |
কাজের ক্ষেত্র | ব্যষ্টিক অর্থনীতি Econometrics |
বিদ্যালয় | Neo-Keynesian economics |
শিক্ষায়তন | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (পিএইচডি) ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে (বিএ) |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | পল স্যামুয়েলসন |
যাদের প্রভাবিত করেছেন | E. Roy Weintraub |
অবদানসমূহ | Macroeconometric forecasting models |
পুরস্কার | John Bates Clark Medal (1959) অর্থনীতিতে নোবেল পুরস্কার ১৯৮০ |
Information at IDEAS / RePEc |
জীবনী সম্পাদনা
ক্লাইস নেব্রাস্কায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে থেকে অর্থনীতিতে বিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৪৪ সালে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৮ সালে পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগে যোগ দেন।