ক্লাউদিও মোন্তেভের্দি

বারোক পর্বের ইতালীয় সুরকার

ক্লাউদিও জোভান্নি আন্তোনিও মোন্তেভের্দি (ইতালীয়: Claudio Giovanni Antonio Monteverdi; আ-ধ্ব-ব: [ˈklaudjo monteˈverdi]; শুনুন; ১৫ মে ১৫৬৭- ২৯ নভেম্বর ১৬৪৩) একজন ইতালীয় সুরকার, তারের বাদ্যযন্ত্রী, গির্জার সঙ্গীতদলের পরিচালক ও খ্রিস্টান পুরোহিত ছিলেন। তিনি ধর্মনিরপেক্ষ ও পবিত্র উভয় ধরনের সঙ্গীত রচনা করেন। তাকে ইউরোপীয় গীতিনাট্য তথা অপেরার বিকাশের একজন পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। তাঁকে পশ্চিমা সঙ্গীতের ইতিহাসের রেনেসাঁস ও বারোক পর্বের মধ্যবর্তী ক্রান্তিকালের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়।

মোন্তেভের্দির প্রতিকৃতি, বের্নার্দো স্ত্রোৎজির আঁকা (আনু. ১৬৩০)
Monteverdi's signature

মোন্তেভের্দি ক্রেমোনাতে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি তার প্রথম সঙ্গীতশিক্ষা সম্পন্ন করেন ও তার প্রথম দিককার সুরগুলি রচনা করেন। মান্তোয়ার শাসকের দরবারে (আনু. ১৫৯০–১৬১৩) তাঁর কর্মজীবন শুরু করেন। তারপরে মৃত্যুর আগ পর্যন্ত যেখানে তিনি ভেনিস প্রজাতন্ত্রের সান মার্কোর বাসিলিকা গির্জাতে "মায়েস্ত্রো দি কাপেল্লা" (গির্জাসঙ্গীত পরিচালক) হিসেবে কর্মরত ছিলেন। এসময় তাঁর লেখা চিঠিগুলিতে তৎকালীন ইতালিতে একজন পেশাদার সঙ্গীতবিদের জীবন কেমন ছিল (বিশেষ করে আয়, আর্থিক পৃষ্ঠপোষকতা, রাজনীতি), সে ব্যাপারে অন্তর্দৃষ্টি প্রদান করে।


তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

 * এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় ক্লাউদিও মোন্তেভের্দি

  • Free scores by Claudio Monteverdi
  • Free scores by Claudio Monteverdi
  • ভিডিও Monteverdi দ্বারা বিভিন্ন কাজ করে মূল যন্ত্র সম্পাদনা পাঁচমিশেলি ব্যবহার সঙ্গীত ভয়েসেস বারোক যন্ত্র, অলঙ্করণ, মেজাজ, ধনুক ও খেলার কৌশল।
  • "Discovering Monteverdi" । বিবিসি রেডিও 3 ।