মিশি বাতশুয়ায়ি

বেলজীয় ফুটবলার

মিশি বাতশুয়ায়ি-আটুঙ্গা (ওলন্দাজ: Michy Batshuayi; জন্ম: ২ অক্টোবর ১৯৯৩; মিশি বাতশুয়ায়ি নামে সুপরিচিত) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব চেলসি এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

মিশি বাতশুয়ায়ি
২০১৯ সালে বেলজিয়ামের হয়ে বাতশুয়ায়ি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মিশি বাতশুয়ায়ি-আটুঙ্গা[১]
জন্ম (1993-10-02) ২ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩০)
জন্ম স্থান ব্রাসেলস, বেলজিয়াম
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
চেলসি
যুব পর্যায়
২০০৩–২০০৫ এভেরে
২০০৫–২০০৬ স্খারবেক
২০০৬–২০০৭ ব্রাসেলস
২০০৭–২০০৮ আন্ডারলেখট
২০০৮–২০০৯ ব্রাসেলস
২০০৯–২০১১ স্ট্যান্ডার্ড লিয়েজ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৪ স্ট্যান্ডার্ড লিয়েজ ৯৭ (৩৯)
২০১৪–২০১৬ মার্সেই ৬২ (২৯)
২০১৬– চেলসি ৪৮ (৮)
২০১৮বরুসিয়া ডর্টমুন্ড (ধার) ১০ (৭)
২০১৮–২০১৯ভালেনসিয়া (ধার) ১৫ (১)
২০১৯ক্রিস্টাল প্যালেস (ধার) ১১ (৫)
২০২০–২০২১ক্রিস্টাল প্যালেস (ধার) ১৮ (২)
২০২১–২০২২বেশিকতাশ (ধার) ৩৩ (১৪)
জাতীয় দল
২০১২–২০১৪ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ ১৩ (৭)
২০১৫– বেলজিয়াম ৪৫ (২৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৩১, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৩১, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তিনি ২০১১ সালে স্ট্যান্ডার্ড লিয়েজের হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। উক্ত ক্লাবের হয়ে সকল প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১২০ ম্যাচে ৪৪টি গোল করেছেন। ২০১৩–১৪ মৌসুমে, তিনি ২১টি গোল করে উক্ত মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন, এবং এর ফলে তিনি ইবোনি শ্যু পুরস্কার জয়লাভ করেন। পরবর্তীতে তিনি ফরাসি ক্লাব মার্সেইয়ে ৪.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন। তিনি মার্সেইকে ২০১৬ সালের কুপ দে ফ্রান্সের ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছেন। ২০১৬ সালের জুলাই মাসে, চেলসি তাকে ৩৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্বাক্ষর করে, এবং ২০১৬–১৭ মৌসুমে, তিনি ক্লাবকে লিগ ট্রফি জয়লাভ করতে সাহায্য করেন।

২০১২ সালে, বাতশুয়ায়ি বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৩ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৫ ম্যাচে ২৫টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মিশি বাতশুয়ায়ি-আটুঙ্গা ১৯৯৩ সালের ২রা অক্টোবর তারিখে বেলজিয়ামের ব্রাসেলসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

বাতশুয়ায়ি বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১৩ ম্যাচে অংশগ্রহণ করে ৭টি গোল করেছেন।

২০১৫ সালের ২৮শে মার্চ তারিখে, ২১ বছর, ৫ মাস ও ২৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বাতশুয়ায়ি সাইপ্রাসের বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[২] উক্ত ম্যাচের ৭৭তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় খ্রিস্টিয়ান বেন্টেকের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ২০ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি বেলজিয়াম ৫–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে বাতশুয়ায়ি সর্বমোট ২ ম্যাচে ২টি গোল করেছেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

 
২০১৮ ফিফা বিশ্বকাপের ম্যাচ ৪৫, ইংল্যান্ড বনাম বেলজিয়াম, মিচি বাতশুয়াই

বাতশুয়ায়ির ডাক নাম হচ্ছে "ব্যাটসম্যান", জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যান থেকে তার এই নামকরণ করা হয়েছে।[৬] তার ছোট ভাই আরন লেয়া ইসেকা একই অবস্থানে খেলে থাকেন, যিনি আন্ডারলেখট হতে মার্সেইয়ে ধারে এসেছিলেন। এর প্রায় এক মাস পূর্বে বাতশুয়ায়ি মার্সেই হতে স্থানান্তরিত হয়েছিলেন।[৭][৮][৯]

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বেলজিয়াম ২০১৫
২০১৬
২০১৭
২০১৮ ১০
২০১৯
২০২০
২০২১
২০২২
সর্বমোট ৪৫ ২৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭ 
  2. https://int.soccerway.com/matches/2015/03/28/europe/european-championship-qualification/belgium/cyprus/1653260/
  3. https://www.worldfootball.net/report/em-qualifikation-2014-2015-gruppe-b-belgien-zypern/
  4. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2429442
  5. https://www.national-football-teams.com/matches/report/12793/Belgium_Cyprus.html
  6. Atchinson, Jack (২৮ জুন ২০১৬)। "Profile of West Ham transfer target Michy Batshuayi of Marseille"। Sky Sports। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬ 
  7. "Aaron Leya Iseka – Zulte Waregem – UEL"UEFA.com (ইংরেজি ভাষায়)। UEFA। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮ 
  8. "Aaron Leya Iseka – Belgium's latest prodigy"। UEFA। ৭ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬ 
  9. "Le petit frère de Batshuayi, Aaron Leya Iseka, prêté à l'OM" [Batshuayi's younger brother, Aaron Leya Iseka, loaned to OM]। L'Equipe (French ভাষায়)। ২৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা