ব্যান্ডেল–কাটোয়া লাইন

(ব্যাণ্ডেল-কাটোয়া লাইন থেকে পুনর্নির্দেশিত)

ব্যান্ডেল - কাটোয়া লাইন কলকাতা শহরতলি রেল এর একটি সম্প্রসারিত অংশ এবং পূর্ব রেল এর হাওড়া ডিভিশনের অন্তর্গত। [১]

ব্যান্ডেল - কাটোয়া লাইন
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিসক্রিয়
মালিকভারতীয় রেল এর পূর্ব রেল
অঞ্চলহুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া
বিরতিস্থল
স্টেশন২৮
পরিষেবা
ধরনদ্বৈত বৈদ্যুতিক ব্রড গেজ ট্র্যাক
ব্যবস্থাবৈদ্যুতিক
সেবাব্যান্ডেল - অম্বিকা কালনা - নবদ্বীপ ধাম - কাটোয়া
পরিচালকহাওড়া রেল বিভাগ
ডিপো
  • ব্যান্ডেল জংশন
  • কাটোয়া জংশন
রোলিং স্টক
  • লোকাল ট্রেন ১৯ টি
  • যাত্রী ট্রেন ১ টি
  • এক্সপ্রেস ট্রেন ১৩ টি
  • মোট ৩৩ টি
ইতিহাস
চালু১৯১৩; ১১১ বছর আগে (1913)
কারিগরি তথ্য
রেলপথের দৈর্ঘ্য১০৪ কিমি (৬৫ মা)
ট্র্যাকসংখ্যা
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রডগেজ
বিদ্যুতায়ন১৯৯৪ - ৯৬
চালন গতিপ্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত
সর্বোচ্চ উচ্চতাগড়ে ১৪ মিটার

ইতিহাস সম্পাদনা

প্রাথমিকভাবে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অন্তর্গত কলকাতা (শিয়ালদহ)-কুষ্টিয়া রেলপথ ১৮৬২ সালে যাত্রী পরিবহনের জন্য খোলা হয়েছিল। হুগলি - কাটোয়া শাখা রেলপথ ১৯১৩ সালে হাওড়া শাখার একটি সম্প্রসারিত অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৪ - ৯৬ সালের মধ্যে এই শাখাটি বৈদ্যুতিক ট্রেন চলার উপযুক্ত করা হয়।[২]

স্টেশন সম্পাদনা

ব্যান্ডেল থেকে দূরত্ব (কিমি) স্টেশনের নাম স্টেশনের কোড শাখা স্থানীয় ট্রেনগুলো দাঁড়ায় এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায়[ক] ঠিকানা ছবি
৪০ হাওড়া জংশন HWH দক্ষিণ পূর্ব রেল
পূর্ব রেল
 Y  Y
ব্যাণ্ডেল জংশন BDC পূর্ব রেল  Y  Y
বাঁশবেড়িয়া BSAE পূর্ব রেল  Y  না
ত্রিবেণী TBAE পূর্ব রেল  Y  না
১১ কুন্তীঘাট KJU পূর্ব রেল  Y  না
১৪ ডুমুরদহ DMLE পূর্ব রেল  Y  না
১৬ খামারগাছি KMAE পূর্ব রেল  Y  না
২১ জিরাট JIT পূর্ব রেল  Y  না
২৪ বলাগড় BGAE পূর্ব রেল  Y  না
২৭ সোমড়া বাজার SOAE পূর্ব রেল  Y  না
৩২ বেহুলা BHLA পূর্ব রেল  Y  না
৩৪ গুপ্তিপাড়া GPAE পূর্ব রেল  Y  না
৪১ অম্বিকা কালনা ABKA পূর্ব রেল  Y  Y
৪৫ বাঘনাপাড়া BGRA পূর্ব রেল  Y  না
৫০ ধাত্রীগ্রাম DTAE পূর্ব রেল  Y  না
নান্দাইগ্রাম হল্ট NDIM পূর্ব রেল  Y  না
৫৭ সমুদ্রগড় SMAE পূর্ব রেল  Y  না
৬১ কালীনগর KLNT পূর্ব রেল  Y  না
65 নবদ্বীপ ধাম NDAE পূর্ব রেল  Y  Y নবদ্বীপ ধাম স্টেশন রোড, নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ  
৬৭ বিষ্ণুপ্রিয়া হল্ট VSPR পূর্ব রেল  Y  না
৭০ ভান্ডারটিকুরী BFZ পূর্ব রেল  Y  না
৭৩ পূর্বস্থলী PSAE পূর্ব রেল  Y  না
76 মেড়তলা ফলেয়া MTFA পূর্ব রেল  Y  না
৭৯ লক্ষীপুর LKX পূর্ব রেল  Y  না
৮১ বেলেরহাট BQY পূর্ব রেল  Y  না
৮৬ পাটুলী PTAE পূর্ব রেল  Y  না
৯১ অগ্রদ্বীপ AGAE পূর্ব রেল  Y  না
৯৪ সাহেবতলা SHBA পূর্ব রেল  Y  না
৯৭ দাঁইহাট DHAE পূর্ব রেল  Y  না
১০৪ কাটোয়া জংশন KWAE পূর্ব রেল  Y  Y
প্রান্তীয় স্টেশন
* স্থানান্তরণ স্টেশন (ভারতীয় রেলওয়ের স্থানান্তরণ ছাড়া)
†* প্রান্তীয় এবং স্থানান্তরণ স্টেশন

টীকা সম্পাদনা

  1. দীর্ঘ দূরত্ব নির্দেশ করে যে স্থানীয় ট্রেন ছাড়াও অন্য ট্রেন এই স্টেশনে থামে। এই ট্রেনগুলি সাধারণত ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের অংশ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পূর্ব ভারতের রেলপথগুলির উন্নয়নের কালক্রম"। রেলইন্ডিয়া। ২ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১২ 
  2. "Nabadwip Dham-Patuli DL Railway Line"। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৮