কালীনগর রেলওয়ে স্টেশন
কালীনগর রেলওয়ে স্টেশন হল পূর্ব রেল জোনের ব্যান্ডেল কাটোয়া রেলপথের একটি রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত স্টেশনটি নবদ্বীপের দক্ষিণ অংশ এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে।[১] যাত্রী ট্রেন (প্যাসেঞ্জার) ট্রেনগুলি রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যায়।
কলকাতা ও কলকাতা শহরতলীর রেলওয়ে স্টেশনের তালিকা | |||||||||||
অবস্থান | স্টেট হাইওয়ে ৬, নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২৩°২১′৫৭″ উত্তর ৮৮°২০′০৯″ পূর্ব / ২৩.৩৬৫৮৬১° উত্তর ৮৮.৩৩৫৮১৯° পূর্ব | ||||||||||
উচ্চতা | ৯ মিটার (৩০ ফুট) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | ||||||||||
পরিচালিত | পূর্ব রেলওয়ে | ||||||||||
লাইন | ব্যান্ডেল কাটোয়া লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | স্ট্যান্ডার্ড | ||||||||||
পার্কিং | নেই | ||||||||||
সাইকেলের সুবিধা | হ্যাঁ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | সক্রিয় | ||||||||||
স্টেশন কোড | KLNT | ||||||||||
অঞ্চল | পূর্ব | ||||||||||
বিভাগ | হাওড়া | ||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৯৪ ২৫ কিলো ভোল্ট | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
ইতিহাস
সম্পাদনাপ্রাথমিকভাবে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অন্তর্গত কলকাতা (শিয়ালদহ)-কুষ্টিয়া রেলপথ ১৮৬২ সালে যাত্রী পরিবহনের জন্য খোলা হয়েছিল। হুগলি - কাটোয়া শাখা রেলপথ ১৯১৩ সালে হাওড়া শাখার একটি সম্প্রসারিত অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৪ - ৯৬ সালের মধ্যে এই শাখাটি বৈদ্যুতিক ট্রেন চলার উপযুক্ত করা হয়।[২] এই স্টেশনটি পরে যাত্রীদের সুবিধার জন্য করা হয়।
অবস্থান
সম্পাদনাকালীনগর রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের নবদ্বীপ শহরের দক্ষিণে অবস্থিত। হাওড়া-ব্যান্ডেল-নবদ্বীপ ধাম- কাটোয়া-নিউ জলপাইগুড়ি মধ্য দিয়ে রেলপথটি অগ্রসর হয়েছে। স্টেশন শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ১০৯ কিলোমিটার ও হাওড়া থেকে ১০১ কিমি দুরে অবস্থিত এবং ব্যান্ডেল থেকে ৫৬কিমি দূরে নদিয়া জেলায় অবস্থিত।[৩]
পরিকাঠামো
সম্পাদনাদ্বৈত রেল ট্র্যাক স্থাপন করার পর রেলওয়ে স্টেশনে ২ টি প্ল্যাটফর্ম রয়েছে।
বৈদ্যুতিকীকরণ
সম্পাদনাকাটোয়া-ব্যান্ডেল বিভাগকে ১৯৯৪-১৯৯৬ সালে বিদ্যুতায়িত করা হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "NDAE/Nabadwip Dham"। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৮।
- ↑ "Nabadwip Dham-Patuli DL Railway Line"। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৮।
- ↑ DJ। "Kalinagar Station - 2 Train Departures ER/Eastern Zone - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০২।