বিশেষ:পার্থক্য/7100722

সম্পাদনা

সম্পাদনা পূর্বাবস্থায় নেওয়ার সময় সারাংশে কারণ উল্লেখ করা উচিত ছিল। (نقاش) عبد الله ০১:৩০, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমীমাংসিত পরিবর্তন থেকে নিতে গিয়ে ভুলে রোলব্যাক করেছিলাম। আমি দুঃখিত, কিন্তু মূলত ব্যবহারের পার্থক্য বলা হয়েছে। মুসলিমরা স্বাগত জানাতে আসসালামু আলাইকুম বলেন আর হিন্দুরা নমস্কার বলেন। মৌলিক অর্থগত সাংঘর্ষিকতা বা আকিদাগত বিরোধের বিষয় উভয় ধর্মের নিবন্ধগুলো থেকে জানা যেতে পারে; বাংলা ভাষার নিবন্ধতে এটা মুখ্য না বলেই মনে করি। ― 💬 кคקย๔คภ קครђค (কাপুদান পাশা)  ☪  ০৮:৪৩, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান অর্থগত দিক থেকে অবশ্যই সাংঘর্ষিকতা রয়েছে। না হলে নামাজ আর পূজাকে একে অপরের সমর্থক বলা যেত! তবে আমি মনে করি এখানে বিভ্রান্তি এড়ানোর জন্য টীকা ব্যবহার করা উচিত। (نقاش) عبد الله ০৩:১৬, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Abazizfahad যদি নামাজ আর পূজা (উভয়টার অর্থ একই) ধর্মীয় বিষয় ব্যতীত অন্য বিষয়ে আসে তাহলে অবশ্যই উভয়টাকে সামনেই দাঁড় করানো হবে; যেভাবে আপনি সামনে আনলেন! এটা সালাম বা নমস্কার সংক্রান্ত বিষয়ে নয়, বরঞ্চ বাংলা ভাষা নিবন্ধ; তাই এটি এখানে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেনা। ―  ☪  কাপুদান পাশা () ০৪:৩২, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান নামাজ আর পূজার সংজ্ঞা বা অর্থ ভিন্ন, এগুলো কখনোই সমার্থক হতে পারে না। ধর্মীয় তুলনামূলক অর্থে হিসেবে বলা যেতে পারে। (نقاش) عبد الله ০৪:৪৬, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Abazizfahad এখানে বলা হচ্ছিল যে, মুসলিমরা ও হিন্দুরা ভাষার ক্ষেত্রে ভিন্ন পরিভাষা ব্যবহার করে। তাহলে বলুন, মুসলিমরা অভিবাদন জানাতে কী বলে? আর হিন্দুরা কী বলে?
প্রসঙ্গতঃ নামাজ মূলত পারসিক ধর্মের ইবাদতের নাম ছিল। এটা ইসলামের নিজস্ব কিছু নয়। অর্থগত দিক থেকে উভয়ের অর্থই এক। আপনি সংজ্ঞার কথা বলছেন, এখানে সংজ্ঞামূলক কিছুই আসেনি। অনুগ্রহ করে পুরো প্যারা পড়ে দেখুন। ―  ☪  কাপুদান পাশা () ০৮:০৪, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান আমি বলেছি যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সালাম আর নমস্কারের মধ্যে পার্থক্য আছে, দুইটার অর্থ ও তাৎপর্য ভিন্ন। দুইটাকে আপনি তুলনা করতে পারবেন কিন্তু সমার্থক বলতে পারবেননা। আর নামাজ দিয়ে মূলত সালাতকেই বোঝানো হয় (এটা নিয়ে আবার প্রসঙ্গ তোলার কি আছে)। যেমন: সিয়াম কে রোজা বলি আমরা। ইসলামের নিজস্ব পরিভাষায় সালাতের যে সংজ্ঞা সেটাই নামাজ হিসেবে পরিচিত ও প্রচলিত। আমি সংজ্ঞা বলতে সালাম ও নমস্কারের অর্থগত পার্থক্যকে বুঝিয়েছি। নিবন্ধে সংজ্ঞা রয়েছে এরকম কিছু বলিনি।‌‌ তাই আমার মতে টীকা উল্লেখ করা দরকার। (نقاش) عبد الله ০৮:২২, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Abazizfahad টীকায় কী লেখা হবে? "এটির অর্থ এই এই?" আমার প্রশ্ন হচ্ছে ঐ প্যারাটা পড়ে দেখুন; অর্থের প্রসঙ্গ আসতে পারে কিনা- তারপর বলবেন। ―  ☪  কাপুদান পাশা () ০৮:২৪, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান ভিন্ন অর্থ প্রকাশ করে এমন দুটি শব্দ তালিকায় পাশাপাশি রাখলে টীকায় আলাদা আলাদা ভাবে অর্থ উল্লেখ করতে হবে কেন? টীকায় বলা যেতে পারে, "আসসালামু আলাইকুম" এবং "নমস্কার" ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুটি ভিন্ন পরিভাষা, পরস্পরকে সম্বোধন করতে মুসলমানরা "আসসালামু আলাইকুম" ও হিন্দুরা "নমস্কার" বলে থাকে। ব্যাস। আপনি লক্ষ্য করলে দেখবেন তালিকার অন্যান্য শব্দগুলো একে অপরের সমার্থক যেমন: জল-পানি, অতিথি-মেহমান ইত্যাদি। (نقاش) عبد الله ০৯:০০, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় খাত্তাব হাসান,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অনুরোধ

সম্পাদনা

সুধী, নিম্নোক্ত গুরুত্বপূর্ণ নিবন্ধগুলোতে বেশ কয়েকদিন যাবত বিতর্কিত এবং বিশেষজ্ঞদের মনোযোগ প্রয়োজন এমন তথ্য আছে। দয়া করে সেগুলো পর্যালোচনা করে দিন:

আপনার সময় এবং সুযোগমতো এসব নিবন্ধের সমস্যা সমাধানের জন্য কাজ করার অনুরোধ রইল। তানভীর (আলাপঅবদান) ০৯:২৬, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Tanvir 360 ভাই, আমি বর্তমানে একটু বেশিই ব্যস্ত থাকি; তাই মনে হয়না আমার সময় দেয়া সম্ভব হবে। যদি সময় পাই এগুলিকে নিরপেক্ষতায় আনতে চেষ্টা করব। এখানে একরোখা ইসলামবিরোধীদের মন্তব্য উল্লেখ করা হয়েছে। ―  ☪  কাপুদান পাশা () ১৬:৪৫, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা

প্রিয় খাত্তাব হাসান,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:আশরাফ কানসুহ ঘুরি সম্পর্কে

সম্পাদনা

  সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাসে কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে স১৩ ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ১৩:৫০, ১০ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

সম্পাদনা

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন