বেতনা এক্সপ্রেস
(বেনাপোল কমিউটার থেকে পুনর্নির্দেশিত)
বেতনা কমিউটার(ট্রেন নাম্বার-৫৩/৫৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। এই ট্রেনটি খুলনা-বেনাপোল-খুলনা রেলপথে চলাচল করে। এই ট্রেনটি আগে বেনাপোল কমিউটার ও খুলনা কমিউটার নামে চলাচল করতো।[১][২]
যাত্রাপথ
সম্পাদনাখুলনা থেকে যশোর হয়ে বেনাপোল ব্রডগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
সম্পাদনাবেতনা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
সময়সূচি
সম্পাদনা- ৫৩ নং বেতনা কমিউটার খুলনা থেকে ছাড়ে সকাল ০৬ টা ১৫ মিনিটে, বেনাপোল পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে।
- ৫৪ নং বেতনা কমিউটার বেনাপোল থেকে ছাড়ে বিকাল ৫ টায়, খুলনা পৌঁছায় ৭টা ৩০ মিনিটে।
সম্পর্কিত নিবন্ধ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ট্রেন দেখার পরও লাইনে উঠে যায় ট্রাক, নিহত ১"। Dhaka Tribune Bangla। ২০২০-০২-০৬। ২০২০-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১।
- ↑ "অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১।