পেট্রাপোল রেলওয়ে স্টেশন
পেট্রাপোল স্থলবন্দরের কাছে অবস্থিত একটি রেল স্টেশন
পেট্রাপোল রেলওয়ে স্টেশন হল পেট্রাপোল স্থলবন্দর এর কাছে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।এটি পুরাতন দমদম-খুলনা লাইনের উপর অবস্থিত একটি স্টেশন।স্টেশনটি বনগাঁ শহর ও বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত।
পেট্রাপোল রেলওয়ে স্টেশন | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
অবস্থান | পেট্রাপোল, বনগাঁ, পশ্চিমবঙ্গ, ভারত | ||||||||||
উচ্চতা | ১০ মিটার (৩৩ ফু) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | ||||||||||
পরিচালিত | পূর্ব রেল | ||||||||||
প্ল্যাটফর্ম | ১ | ||||||||||
রেলপথ | ১ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | আদর্শ | ||||||||||
পার্কিং | না | ||||||||||
সাইকেলের সুবিধা | না | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | সক্রিয় (শুধু পণ্য পরিষেবা) | ||||||||||
ভাড়ার স্থান | পূর্ব রেল | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
ইতিহাস
সম্পাদনাদমদম খুলনা রেল লাইন এর একটি স্টেশন হিসাবে স্টেশনটি চালু হয়।এর পর স্টেশনটি শেষ যাত্রী পরিষেবা প্রদান করে ১৯৭৬ সালে।পরবর্তীতে স্টেশনটি বন্ধ হয়ে যায়।২০০১ সালে স্টেশনটি পুনরায় চালু হয়।[১] বর্তমানে স্টেশনটির মাধ্যমে ভারত ও বাংলাদেশ এর মাঝে পণ্য পরিবহন হয়।যাত্রী পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Petrapole-Benapole rail link re-opens after 24 year"। দ্যা হিন্দু। সংগ্রহের তারিখ ৩০-০৮-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)