ধোপাখোলা রেলওয়ে স্টেশন
ধোপাখোলা রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি অব্যবহৃত রেলওয়ে স্টেশন।[১]
ধোপাখোলা রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | যশোর জেলা, খুলনা বিভাগ বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°০৮′১৭″ উত্তর ৮৯°০৯′৪১″ পূর্ব / ২৩.১৩৭৯৯° উত্তর ৮৯.১৬১৪২° পূর্ব |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | দর্শনা জংশন-খুলনা লাইন |
প্ল্যাটফর্ম | ২ |
ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | পরিত্যক্ত |
পার্কিং | নাই |
সাইকেলের সুবিধা | নাই |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | নাই |
ইতিহাস | |
চালু | ১৮৮৪ |
অবস্থান | |
দর্শনা জংশন-যশোর-খুলনা লাইন |
---|
সূত্র: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র |
ইতিহাস
সম্পাদনাযশোর থেকে কলকাতা ১৮৮২-১৮৮৪ সালের মধ্যে রেল চালু হয়। প্রথমে এখানে কয়লা চালিত ট্রেন চলাচল করত। সেন্টাল বেঙ্গল রেলওয়ে নামে এক রেল কোম্পানি এই রেলপথ তৈরি শুরু করে। ১৯০৩ সালে এই রেলপথের দায়িত্ব পায় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। যশোর থেকে বেনাপোল পর্যন্ত যেতে পথে ছিল ধোপাখোলা, ঝিকরগাছা, গদখালী, নাভারন রেলস্টেশন। বর্তমান ধোপাখোলা এবং গদখালী রেল স্টেশনটি বন্ধ হয়ে গেছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ জাকি, হোসাইন মোহাম্মদ। "কালের সাক্ষী 'গদখালী রেলস্টেশন'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯।