বৃহত্তর সিরিয়া (আরবি: سوريّة الكبرى) বা প্রাকৃতিক সিরিয়া (আরবি: سوريّة الطبيعية), বিলাদ আশ-শাম (আরবি: بلاد الشام) একটি জাতীয়তাবাচক পদ। এর দ্বারা উর্বর চন্দ্রকলা অঞ্চলে একটি যুক্তরাষ্ট্রের ধারণাকে বোঝানো হয়।[১] পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, লেভান্টপশ্চিম মেসোপটেমিয়াকে অন্তর্ভুক্ত করে মধ্যযুগের আরব প্রদেশ বিলাদ আশ-শামের পুনঃপ্রতিষ্ঠা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। ঐ সময় আরব মুসলিম সভ্যতা তার সর্বোচ্চ সীমায় পৌছেছিল।

আন্তুন সাদেহএসএসএনপির পরিকল্পনা অনুযায়ী একীভূত সিরিয়া। এটি নিও-অ্যাসিরিয়ান সাম্রাজ্যের সর্বোচ্চ সীমার সাথে সংশ্লিষ্ট (মিশর ছাড়া)।

উসমানীয়রা ইসলাম পূর্ব যুগের হেলেনিস্টিক নাম সিরিয়াকে ভিলায়েত অব সিরিয়া বলে ডাকত। ১৯১৮ সালে উসমানীয় সাম্রাজ্যের পতনের আগ পর্যন্ত এই নাম ব্যবহৃত হত। আরব জাতীয়বাবাদের ঢেউ এই অঞ্চলকে একটি নতুন “বৃহৎ সিরিয়া’ গঠনের দিকে নিয়ে যায়। ১৯২০ সালের মার্চে সম্পূর্ণ লেভান্টকে অন্তর্ভুক্ত ধরে এটি হাশেমী রাজতন্ত্র হিসেবে ঘোষিত হয়। ১৯২০ সালে ফরাসি-সিরিয়া যুদ্ধে ফরাসি সেনাবাহিনী নবগঠিত সিরিয়া আরব রাজতন্ত্রকে পরাজিত করে এবং দামেস্ক অধিকার করে ফলে এই আরব রাষ্ট্র অবলুপ্ত হয়। অধিকৃত এলাকা ব্রিটিশ ও ফরাসি মেন্ডেটের অধীনে বৃহত্তর লেবানন, বিভিন্ন সিরিয়ান অঞ্চল, প্যালেস্টাইন মেন্ডেটট্রান্সজর্ডানে বিভক্ত হয়। সিরিয়ান অঞ্চলগুলো ধীরে ধীরে এক হয়ে সিরিয়া রাষ্ট্র (১৯২৪ - ১৯৩০) গঠিত হয় এবং ১৯৪৬ সালে চূড়ান্তভাবে স্বাধীন সিরিয়া প্রজাতন্ত্রে পরিণত হয়।

ঐতিহাসিক পটভূমি সম্পাদনা

কিছু কিছু মত অনুযায়ী, নিও-অ্যাসিরিয়ান সাম্রাজ্য থেকে হেলেনিস্টিক শব্দ সিরিয়া উৎপত্তি হয়েছে। এই অর্থে “বৃহত্তর সিরিয়া” শব্দটিকে লেভান্টমেসোপটেমিয়াকে অন্তর্ভুক্ত ধরে নিও-অ্যাসিরিয়ান সাম্রাজ্য, বৃহত্তর অ্যাসিরিয়ার সাথে সংশ্লিষ্ট করা যায়।

বেশীরভাগ ঐতিহাসিক তথ্যমতে, সিরিয়া বলতে আলেক্সানদ্রেতাএন্টিওকসহ সম্পূর্ণ লেভান্টকে বোঝায়। বৃহৎ অর্থে মেসোপটেমিয়া ছাড়া লেভান্ট থেকে দক্ষিণে মিশরসহ অংশকে সিরিয়া বলা যায়।

সিরিয়াঅ্যাসিরিয়া এই দুই শব্দের ধ্বনিগত মিলের কারণে এই অনিশ্চয়তার সৃষ্টি হয়। এই দুই শব্দের ধ্বনিগত পরিচয়ের প্রশ্ন আজকের দিনেও চালু আছে। তবে হিরোডোটাসের সময় থেকে এই দুই শব্দকে সমার্থক হিসেবে ধরা হয়।[২] রোমান সাম্রাজ্যে সিরিয়া ও অ্যাসিরিয়া যথাক্রমে রোমান সিরিয়ারোমান অ্যাসিরিয়া নামক দুইটি ভিন্ন স্থান বোঝাতে ব্যবহৃত হত।

প্যান সিরিয়ান জাতীয়তাবাদ ও একীভূতকরণের প্রস্তাব সম্পাদনা

সিরিয়ান সোশ্যাল ন্যাশনালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা আন্তুন সাদেহ কর্তৃক প্রতিষ্ঠিত মত অনুযায়ী সিরিয়াকে সিরিয়ান উর্বর চন্দ্রকলা অঞ্চলের অন্তর্গত ভূ-সাংস্কৃতিক অংশ হিসেবে দেখা হয়।

সাদেহ ভাষা ও ধর্মকে জাতি গঠনের উপাদান হিসেবে মানতে রাজি ছিলেন না। বরং তিনি বলেন যে একটি ভূখন্ডে বসবাসকারী জনগণের মধ্যেকার সাধারণ ঐক্য জাতি গঠন করে। উত্তর পশ্চিমের তোরোস পর্বতমালা থেকে উত্তর পূর্বের জগ্রোস পর্বতমালা, দক্ষিণে সিনাই উপদ্বীপসহ সুয়েজ খাল, লোহিত সাগরআকাবা উপসাগর এবং পশ্চিমে সাইপ্রাসসহ পূর্ব ভূমধ্যসাগর থেকে পূর্বে আরব মরুভূমিপারস্য উপসাগর পর্যন্ত তিনি এর এই অঞ্চলের প্রাকৃতিক সীমা বিবেচনা করতেন।

১৯৪০ সালে ব্রিটেন গুপ্তভাবে বৃহত্তর সিরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মদদ দেয়। সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে ব্রিটিশদের স্বার্থ রক্ষা করা এর উদ্দেশ্য ছিল। বিনিময়ে ব্রিটিশরা চাইত যেন ফিলিস্তিনে ইহুদি আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টি হয়। ফ্রান্সমার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ব্রিটিশ আধিপত্যে বাধ সাধে। ফলে ইসরায়েল সৃষ্টির পথ প্রশস্ত হয়।[৩]

জর্ডানের রাজা প্রথম আবদুল্লাহ আরব বিদ্রোহের পর প্রস্তাবিত সিরিয়া রাজতন্ত্রের উপর ভিত্তি করে গঠিত বৃহত্তর সিরিয়ার একজন সমর্থক ছিলেন। হাফিজ আল-আসাদের বাথপন্থী শাসনকালে বৃহত্তর সিরিয়ার ধারণাকে গুরুত্ব দেয়া হয়। ফলশ্রুতিতে লেবানিজ গৃহযুদ্ধলেবাননে সিরিয়ান দখলদারিত্ব শুরু হয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. نشوء الأمم ، أنطون سعادة دار الركن
  2. Herodotus"Herodotus VII.63"। ৫ অক্টোবর ২০০০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। VII.63: The Assyrians went to war with helmets upon their heads made of brass, and plaited in a strange fashion which is not easy to describe. They carried shields, lances, and daggers very like the Egyptian; but in addition they had wooden clubs knotted with iron, and linen corselets. This people, whom the Hellenes call Syrians, are called Assyrians by the barbarians. The Chaldeans served in their ranks, and they had for commander Otaspes, the son of Artachaeus. 
  3. Britain’s treachery, France’s revenge