বুড়া চাপরি বন্যপ্রাণ অভয়ারণ্য
বুড়া চাপরি অভয়ারণ্য (অসমীয়া: বুঢ়া চাপৰি অভয়াৰণ্য) অসমের শোণিতপুর জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণীর অভয়ারণ্য। এই অভয়ারণ্য লাউখোয়া-বুড়া সাপরি পরস্থিতিতন্ত্রের অন্তর্ভুক্ত।
বুড়া চাপরি অভয়ারণ্য | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী IV (বাসস্থান/প্রজাতি ব্যবস্থাপনা অঞ্চল) | |
অসমেবুড়া চাপরি অভয়ারণ্যের অবস্থান | |
অবস্থান | অসম, ভারত |
নিকটবর্তী শহর | তেজপুর |
স্থানাঙ্ক | ২৬°৫১′৫৭″ উত্তর ৯২°৫০′৫৩″ পূর্ব / ২৬.৮৬৫৮৩° উত্তর ৯২.৮৪৮০৬° পূর্ব |
আয়তন | ৪৪.০৬ বর্গ কিলোমিটার[১] |
স্থাপিত | ১৯৭৪[১] |
কর্তৃপক্ষ | পরিবেশ ও বন বিভাগ, আসাম |
ভৌগোলিক বিবরণ
সম্পাদনাবুড়া চাপরি অভয়ারণ্য অসমের ব্রহ্মপুত্র নদের উত্তরে শোণিতপুর জেলায় অবস্থিত। তেজপুর ও গুয়াহাটি থেকে এই বনাঞ্চলের দূরত্ব ক্রমে ৪০কি:মি ও ১৮১কি:মি:। এই বনাঞ্চলের মোট আয়তন প্রায় ৪০.০৬ বর্গকি:মি[২]। এখানে সাধারনত ঘাঁস জাতীয় ও অর্ধ চিরসবুজ বনাঞ্চল দেখা যায়[৩]।
ইতিহাস
সম্পাদনাবুড়া চাপরি অভয়ারণ্যকে ১৯৭৪ সনে সংরক্ষিত বনাঞ্চল ও ১৯৯৫ সনে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়[৪] ।
জৈব বৈচিত্র
সম্পাদনাবুড়া চাপরি অভয়ারণ্য জৈব বৈচিত্রে পরিপূর্ণ। এখানে নানান ধরনের পাখি দেখা যায়।
স্তন্যপায়ী প্রাণী
সম্পাদনাভারতীয় গণ্ডার, আসামি বানর, মোষ, চিতাবাঘ, বারশিঙ্গা, বনরুই, পাতিশিয়াল, সম্বর হরিণ, প্যারা হরিণ, উল্লুক, বাদুড়, লাল বান্দর, মায়া হরিণ, হাতি ইত্যাদি[৫]।
পাখি
সম্পাদনাকালো ফিঙে, নীলশির, মাছরাঙ্গা, লক্ষ্মীপেঁচা, এশীয় শামুকখোল, মেটে রাজহাঁস, পাতি সরালি, রাঙা মানিকজোড়, সবুজ টিয়া, হলদে পাখি, সাতভাই ছাতারে, ইউরেশীয় গেছোচড়ুই, চখাচখি, চন্দনা, পাতি তিলিহাঁস, কাও ধনেশ, বেগুনি কালেম, পিয়াং হাঁস ইত্যাদি[৬]।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "National Wildlife Database: List of Protected Areas in India" (পিডিএফ)। Wildlife Institute of India। ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ http://www.assaminfo.com/tourist-places/18/burachapori-wildlife-sanctuary.htm
- ↑ Wahid Saleh। "Indiawijzer"। Indiawijzer.nl। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-০২।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Bura Chapori Wildlife Sanctuary, Wildlife Sanctuary Assam, Bura Chapori Wildlife Reserve, Wildlife Conservation Bura Chapori Assam, Wildlife Parks Bura Chapori, Bura Chapori Wildlife National Park"। Naturesafariindia.com। ২০১৩-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-০২।