বীর বিক্রম মাণিক্য দেববর্মা
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য দেববর্মা বাহাদুর জিবিই KCSI (১৯ আগস্ট ১৯০৮- ১৭ মে ১৯৪৭) ছিলেন ত্রিপুরা রাজ্যের একজন রাজা (বা মহারাজা )। [১] [২] [৩] [৪]
মহারাজা কর্নেল বীর বিক্রম কিশোর মাণিক্য দেব বর্মন বাহাদুর GBE, KCSI | |||||
---|---|---|---|---|---|
মহারাজা | |||||
![]() মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দেববর্মন বাহাদুর | |||||
রাজত্ব | ১৯২৩–১৯৪৭ | ||||
পূর্বসূরি | বীরেন্দ্র কিশোর মাণিক্য | ||||
উত্তরসূরী | কিরীট বিক্রম কিশোর দেব বর্মণ (রাজপ্রতিনিধি হিসেবে কাঞ্চন প্রভা দেবী সহকারে) ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত | ||||
জন্ম | ১৯ আগস্ট ১৯০৮ | ||||
মৃত্যু | ১৭ মে ১৯৪৭ | (বয়স ৩৮)||||
দাম্পত্য সঙ্গী | কাঞ্চন প্রভা দেবী | ||||
বংশধর | কিরীট বিক্রম কিশোর দেব বর্মণ | ||||
| |||||
পিতা | মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য দেববর্মা | ||||
মাতা | মহারানী অরুন্ধতী দেবী | ||||
ধর্ম | হিন্দু ধর্ম | ||||
পেশা | শাসক |
তাঁর স্থলাভিষিক্ত হন তাঁর পুত্র মহারাজা কিরীট বিক্রম কিশোর দেব বর্মণ, যিনি ১৯৪৯ সালে ভারতের সাথে ত্রিপুরা রাজ্যের একীভূত হওয়ার আগে পর্যন্ত দুই বছর নামমাত্র রাজা ছিলেন। যেহেতু ঐ সময়ে তার বয়স কম ছিল, তাই তার মায়ের নেতৃত্বে একটি রিজেন্সি কাউন্সিল দ্বারা রাজ্যটি পরিচালিত হয়েছিল। [৫]
উত্তরাধিকার
সম্পাদনা- বীর বিক্রম ইনস্টিটিউশন (স্কুল), ত্রিপুরা, ধর্মনগর
- মহারাজা বীর বিক্রম কলেজ
- মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়
- মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা
বীর বিক্রম কিশোর মাণিক্য যুগ
সম্পাদনাঅর্থনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে অবদানের কারণে মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর 'ত্রিপুরার স্থপতি' নামে পরিচিত ছিলেন। [৬] [৭]
তিনি ত্রিপুরা জনগোষ্ঠীর লোকদের জন্য জমি সংরক্ষণ করেছিলেন এবং বলা হয়ে থাকে এর ফলেই বর্তমান টিটিএএডিসি ( ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ ) এলাকা গঠিত হয়েছে। [৬] [৮]
উপাধি
সম্পাদনা- ১৯০৮-১৯০৯: প্রিন্স কিশোর
- ১৯০৯-১৯২৩: শ্রীলা-শ্রীযুক্ত বীর বিক্রম কিশোর দেব বর্মন যুবরাজ গোস্বামী বাহাদুর
- ১৯২৩-১৯৩৫: মহামান্য বিষম-সমর-বিজয়ী মহামোপাধ্যায় রাধাকৃষ্ণপদ পঞ্চ-শ্রীযুক্ত মহারাজা শ্রী শ্রী শ্রী বীর বিক্রম কিশোর দেব বর্মণ মাণিক্য বাহাদুর, ত্রিপুরার মহারাজা
- ১৯৩৫-১৯৩৭: মহামান্য বিষম-সমর-বিজয়ী মহামোপাধ্যায় রাধাকৃষ্ণপদ পঞ্চ-শ্রীযুক্ত মহারাজা শ্রী শ্রী শ্রী স্যার বীর বিক্রম কিশোর দেব বর্মণ মাণিক্য বাহাদুর, ত্রিপুরার মহারাজা, KCSI
- ১৯৩৭-১৯৪২: মহামান্য ক্যাপ্টেন বিষম-সমর-বিজয়ী মহামোপাধ্যায় রাধাকৃষ্ণপদ পঞ্চ-শ্রীযুক্ত মহারাজা শ্রী শ্রী শ্রী স্যার বীর বিক্রম কিশোর দেব বর্মণ মাণিক্য বাহাদুর, ত্রিপুরার মহারাজা, KCSI
- ১৯৪২-১৯৪৪: মহামান্য মেজর বিষম-সমর-বিজয়ী মহামোপাধ্যায় রাধাকৃষ্ণপদ পঞ্চ-শ্রীযুক্ত মহারাজা শ্রী শ্রী শ্রী স্যার বীর বিক্রম কিশোর দেব বর্মণ মাণিক্য বাহাদুর, ত্রিপুরার মহারাজা, KCSI
- ১৯৪৪-১৯৪৬: মহামান্য লেফটেন্যান্ট-কর্নেল বিষম-সমর-বিজয়ী মহামোপাধ্যায় রাধাকৃষ্ণপদ পঞ্চ-শ্রীযুক্ত মহারাজা শ্রী শ্রী শ্রী স্যার বীর বিক্রম কিশোর দেব বর্মন মাণিক্য বাহাদুর, ত্রিপুরার মহারাজা, KCSI
- ১৯৪৬-১৯৪৭: মহামান্য কর্নেল বিষম-সমর-বিজয়ী মহামোপাধ্যায় রাধাকৃষ্ণপদ পঞ্চ-শ্রীযুক্ত মহারাজা শ্রী শ্রী শ্রী স্যার বীর বিক্রম কিশোর দেব বর্মণ মাণিক্য বাহাদুর, ত্রিপুরার মহারাজা, GBE, KCSI
সম্মাননা
সম্পাদনা- রাজা পঞ্চম জর্জ সিলভার জুবিলি মেডেল, ১৯৩৫
- নাইট কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া, ১৯৩৫
- ১৯৩৯-১৯৪৫ তারকা - ১৯৪৫
- বার্মা স্টার - ১৯৪৫
- যুদ্ধ পদক ১৯৩৯-১৯৪৫ - ১৯৪৫
- নাইট গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, ১৯৪৬
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Deb Barma, Aloy; Debroy, Prajapita (২০২২)। Cinema as Art and Popular Culture in Tripura: An Introduction (ইংরেজি ভাষায়)। Tribal Research and Cultural Institute। পৃষ্ঠা 12–14। আইএসবিএন 978-81-958995-0-0।
- ↑ "Maharaja Bir Bikram Kishore Manikya Debbarman - the Modern Architect of Tripura"। www.oknortheast.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৭।
- ↑ "Bīr Bikram Kishore Māṇikya | king of Tripura | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৭।
- ↑ Today, North East (২০২১-০৮-১৯)। "113th Birth Anniversary Of Maharaja Bir Bikram Kishore Manikya Observed In Tripura"। Northeast Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৭।
- ↑ "Birthday of Bir Bikram Kishore Manikya Bahadur around the world in 2022"। Office Holidays (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৭।
- ↑ ক খ "Maharaja Bir Bikram Kishore Manikya Debbarman Bahadur- the Modern Architect of Tripura"।
- ↑ Debbarma, Khapang (২০২২-০৯-২২)। "Maharaja Bir Bikram's Progressive Ideas Were The Basis Of Modern Tripura"। Adivasi Lives Matter (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৭।
- ↑ "History TTAADC | Tripura Tribal Areas Autonomous District Council"। ttaadc.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৭।