বীর চন্দ্র মাণিক্য
ত্রিপুরার রাজা
মাণিক্য রাজবংশীয় মহারাজ বীর চন্দ্র মানিক্য ১৮৬২ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত ত্রিপুরার রাজা ছিলেন।
মহামান্য মহারাজ বীর চন্দ্র মাণিক্য দেববর্মণ বাহাদুর | |
---|---|
ত্রিপুরা রাজ্যের রাজা | |
রাজত্ব | ১৮৬২-১৮৯৬ |
পূর্বসূরি | ঈশান চন্দ্র মাণিক্য |
উত্তরসূরি | রাধা কিশোর মাণিক্য |
দাম্পত্য সঙ্গী |
|
বংশধর |
|
জীবনী
সম্পাদনামহারাজ বীর চন্দ্র মাণিক্য কে আধুনিক আগরতলা শহরের স্থপতি হিসাবে গণ্য করা হয়। [১] ১৮৬২ সালে বীরচন্দ্র মানিক্য আগরতলার নগরীকরণ শুরু করেন। ১৮৭১ সালে তিনি আগরতলা পৌরসভা প্রতিষ্ঠা করেন।
১৮৯০ সালে তিনি ত্রিপুরায় প্রথম পশ্চিমা শিক্ষার প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমী প্রতিষ্ঠা করেন। তিনি একজন উত্সাহী ফটোগ্রাফার ছিলেন। তিনি ভারতের প্রথম রাজা যিনি তার প্রাসাদে বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। [২]
উত্তরাধিকার
সম্পাদনামহারাজ বীরচন্দ্র সুনিল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস প্রথম আলো'র প্রধান চরিত্রগুলির মধ্যে একজন ছিলেন।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "AMC at a glance"। Agartala Municipal Corporation। ৬ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১২।
- ↑ http://www.the-south-asian.com/march2007/old_photographs_people_india.htm