ঈশান চন্দ্র মাণিক্য

ত্রিপুরা রাজ্যের রাজা

মাণিক্য রাজবংশের মহারাজা ঈশান চন্দ্র মাণিক্য ১৮৪৯ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ত্রিপুরার রাজা ছিলেন [১] [২]

H.R.H. মহারাজা ঈশান চন্দ্র মাণিক্য দেববর্মা
ত্রিপুরার রাজা
রাজত্ব১৮৪৯-১৮৬২
পূর্বসূরিকৃষ্ণ কিশোর মাণিক্য
উত্তরসুরীবীর চন্দ্র মাণিক্য
রাজবংশমাণিক্য রাজবংশ
ধর্মহিন্দু

তিনি ছিলেন কৃষ্ণ কিশোর মাণিক্যের পুত্র। তার পুত্র নবদ্বীপচন্দ্র দেব বর্মণ ছিলেন একজন বিখ্যাত সেতারবাদক এবং ধ্রুপদ গায়ক এবং সুরকার এস. ডি. বর্মণের পিতা ও আরেক সুরকার আর. ডি. বর্মণের দাদা। এভাবে তিনি বিখ্যাত বলিউড সুরকার আর. ডি. বর্মণের প্রপিতামহ।

তিনি তিনজন মণিপুরী রানীকে বিয়ে করেছিলেন যারা রাজকীয় বংশোদ্ভূত ছিলেন না।[১] তারা হলেন মৈরাংথেমের মুক্তাবলি, কিশামের চানু যতিশ্বরী এবং খুমানথেমের চন্দ্রেশ্বরী। ১৮৬২ সালে তার মৃত্যুর পর, তার নিজের পুত্রদের পরিবর্তে তার ভাই বীর চন্দ্র মাণিক্য সিংহাসনে আরোহণ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sanajaoba, Naorem, ed. Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization. Vol. 4. Mittal Publications, 1988.
  2. Kingdom of Tripura - University of Queensland

বহিঃসংযোগ

সম্পাদনা