ব্যবহারকারী আলাপ:Ahmad Kanik

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Ahmad Kanik (আলোচনা | অবদান) কর্তৃক ০২:১০, ১৭ মার্চ ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎সমস্যা: উত্তর)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


সাম্প্রতিক মন্তব্য: Ahmad Kanik কর্তৃক ১ বছর পূর্বে "সমস্যা" অনুচ্ছেদে

কোনো পরামর্শ, বিজ্ঞপ্তি দিতে বা আমার সম্পাদনা নিয়ে আপত্তি জানাতে বা আমার বটের (KanikBot) গন্ডগোল নিয়ে জানাতে বা কোনো প্রশ্ন করতে এই পাতায় বার্তা রাখতে পারেন। পূর্বের আলোচনা সংগ্রহশালায় পাওয়া যাবে।

কোয়েরি প্রয়োজন

একটা কোয়েরি দরকার যা দ্বারা কোন ব্যবহারকারী কয়টি সম্পাদনা রোলব্যাক করেছে তার সংখ্যা দেখা যাবে, যেমন ধরুন আমি। আমি চাইলে বিশেষ:অবদানে গিয়ে ট্যাগ ছাঁকনিতে mw-rollback দিয়ে বের করে গণনা করতে পারি কিন্তু সংখ্যা অনেক হলে হাত দিয়ে গণনা করা ঝামেলার। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৪৫, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

quarry:history/54563/564168/548865 কুয়েরিটি mw-rollback ট্যাগের ভিত্তিতে প্রথম ১০০ জনের পরিসংখ্যান দেখায়। শুধু নির্দিষ্ট একজন, যেমন আপনার mw-rollback ট্যাগের ভিত্তিতে (mw-rollback ট্যাগটি বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার শুরু হয় ২০১৭ সালের ডিসেম্বরে) রোলব্যাক সংখ্যা পেতে পারেন এভাবে:
SELECT COUNT(*) as cnt
FROM revision
JOIN change_tag
ON rev_id = ct_rev_id
JOIN actor
ON actor_id = rev_actor
WHERE actor_name = 'আফতাবুজ্জামান'
AND ct_tag_id = 
(SELECT ctd_id FROM change_tag_def
WHERE ctd_name = 'mw-rollback');
@আফতাবুজ্জামান:AKanik 💬 ০৪:৩৩, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ।
আর quarry:history/54413/679256/659596 কোয়েরিটা নতুন করে চালালে কাজ করছে না। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫৪, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: আপনাকেও ধন্যবাদ। মিডিয়াউইকির নতুন সংস্করণে mw:Manual:Templatelinks_table থেকে কিছু কলাম মুছে mw:Manual:linktarget_table তৈরি করা হয়েছে। তাই এখন quarry:history/54414/706891/686181 এভাবে কোয়েরি করতে পারবেন। — AKanik 💬 ০৫:৫৬, ২৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ভাই এটা দেখাচ্ছিল যে "টেমপ্লেট:ভারতীয় জাতীয় কংগ্রেস/মেটা/রঙ"-এর প্রতি আর কোনো সংযোগ নেই কিন্তু https://w.wiki/63E8 বলছে যে এখনো ৩৩টি সংযোগ আছে। আফতাবুজ্জামান (আলাপ) ২২:০১, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আরেকটি জিনিস, কোয়েরি বলছে প্রায় ২৬ হাজার নিবন্ধের আলাপ পাতা নেই। আপনি কী এইগুলিতে {{আলাপ পাতা}} যোগ করতে বট চালাতে পারবেন? আর আপনি চাইলে এটিকে বটের দৈনিক কাজেরও অংশ করতে পারেন। ধরুন, নিবন্ধ তৈরির পর বট ১-২ ঘণ্টা অপেক্ষা করবে, তারপর আলাপ পাতা তৈরি করে দিবে। আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৯, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: কোথাও বোঝার ভুল হয়েছে, কোয়েরিটা লিখেছি যেগুলোতে সংযোগ আছে সেগুলোর তালিকা। — AKanik 💬 ০২:২৬, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমার আসলে উল্টোটা দরকার। উল্টোটা সম্ভব? আফতাবুজ্জামান (আলাপ) ১৪:১৬, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: জ্বী। শুধু একটি স্থানে NOT যুক্ত হবে। quarry:history/54414/707634/686892। আর বট দ্বারা আলাপ পাতা তৈরির ব্যাপারে, কাজটি অপেক্ষাকৃত সহজ আছে। সময় পেলে এই কাজের আবেদন করতে পারি। — AKanik 💬 ১৫:৫১, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ভাই, আলাপ পাতায় টেমপ্লেট যোগের কাজটি মনে হয় বট এখনো শুরু করেনি। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫২, ১১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: আমি বটের অন্য তিনটি কাজের তুলনায় এই কাজে কম গুরুত্ব দিয়েছি। যার কারণে এখনো বাস্তব জীবনে অনেক কাজের মধ্যে আটকে আছে। নিশ্চিত বলতে পারছি না কবে শুরু করব, তবে প্রথমে অধিক পুরাতন নিবন্ধগুলোর তালিকা কোয়েরি করে অর্ধস্বয়ংক্রিয়ভাবে আলাপ পাতায় টেমপ্লেট যোগ করে তৈরি করব। পরে পূর্ণস্বয়ংক্রিয় স্ক্রিপ্ট তৈরি করব যা প্রতি শুক্রবার সচল হয়ে সাম্প্রতিক পরিবর্তন থেকে নতুন নিবন্ধের তালিকা নিয়ে ৭ দিন পুরনো নিবন্ধের আলাপ পাতা টেমপ্লেট দিয়ে তৈরি করবে। — AKanik 💬 ০৮:১২, ১২ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সময় কমানো

ভাই, পুনর্নির্দেশিত বিষয়শ্রেণীর পাতাগুলো লক্ষ্য বিষয়শ্রেণীতে স্থানান্তর করতে বট মনে হয় ১ দিন সময় নেয়। এই সময় কমিয়ে ২-৩ ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব? আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩১, ২৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ধন্যবাদ। করা সম্ভব, স্বাগতম বার্তার স্ক্রিপ্টের মত। সংগ্রহশালা আর নির্বাচিত চিত্র স্ক্রিপ্ট টুলফোর্জে বাংলাদেশ সময় যথাক্রমে ১৬:৩০ ও ২১:৫০ এ সচল হচ্ছে। বিষয়শ্রেণী পুনর্নির্দেশ নিজের ডিভাইস থেকে করছিলাম, সব ঠিক থাকলে আজকে সার্ভারে দিব। স্ক্রিপ্টটি এখন পুনর্নির্দেশ লুপ এড়িয়ে যায় এবং লক্ষ্য বিষয়শ্রেণী অস্তিত্বহীন হলে এড়িয়ে যায়। আমি সার্ভারে প্রতিদিন একবার করে সচল হবার জন্য নির্ধারণ করতে চেয়েছিলাম। ২-৩ ঘন্টাও করা যাবে। তবে একটি সমস্যা হল কেউ যদি বড় বিষয়শ্রেণী ভুলভাবে স্থানান্তর করেন (নতুন হওয়ায় বা ধ্বংসপ্রবণতার জন্য) তাহলে বট অনেকগুলো পাতায় অনর্থক সম্পাদনা করবে। সাম্প্রতিক পরিবর্তন টহলকারীদের এরকম পুনর্নির্দেশ শনাক্ত ও বাতিলে সময় দেয়া উচিত। এই সমস্যা সমাধানে আমার মত,

৭০ এর কম পাতাযুক্ত বিষয়শ্রেণীগুলো ২ ঘণ্টার মধ্যে এবং ৭০-৫০০ পাতাযুক্ত বিষয়শ্রেণীগুলো এক দিনের মধ্যে স্থানান্তর করবে। ৫০০ এর চেয়ে বেশি পাতাযুক্ত বিষয়শ্রেণী স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করবে না। এমন স্থানান্তরের জন্য আলোচনা করা ভাল।

আপনার বটও সম্ভবত বিষয়শ্রেণী স্থানান্তর করতে পারে, পার্থক্য শুধু পূর্ণস্বয়ংক্রিয় নয়। তাহলে আলোচনা পর আমি বা আপনি এগুলো আলাদাভাবে স্থানান্তর করে দিব। আপনার কি মত? — AKanik 💬 ০৫:৫৩, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, সমস্যাটি সমাধানে যা বললেন (৭০ এর কম পাতাযুক্ত বিষয়শ্রেণীগুলো ২ ঘণ্টার মধ্যে ... ৫০০ এর চেয়ে বেশি পাতাযুক্ত বিষয়শ্রেণী স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করবে না) তাই করুন। এটিই ভালো হবে। আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৪, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ধন্যবাদ। সার্ভারে যুক্ত করেছি। বাংলাদেশ সময় ১:২০, ৩:২০, ৫:২০ ... এভাবে সচল হবে এবং স্থানান্তরযোগ্য বিষয়শ্রেণী পেলে স্থানান্তর করবে। পূর্ণস্বয়ংক্রিয় স্ক্রিপ্টে সীমাবদ্ধতা রেখে দিতেই হয়, তবে সংখ্যাগুলো পরবর্তীতেও বাড়ানো কমানো যেতে পারে। — AKanik 💬 ০৪:৪৬, ২৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

 

প্রিয় Ahmad Kanik,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার সাথে যোগাযোগ করা যাবে?

আসসালামু আলাইকুম ভাইজান।

আমি আপনার সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করতে চাই। NazmulHoqueZim (আলাপ) ০৪:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@NazmulHoqueZim: ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে শুধু ইমেইল ব্যবহার করতে পারবেন। তবে লক্ষ্য করুন, নিবন্ধ তৈরির অনুরোধ আমি প্রত্যাখ্যান করে থাকি। উইকিপিডিয়ায় আমার কাজ মুলত ভুল থাকা নিবন্ধ ও সম্পাদনা অপসারণ এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা বা প্রশাসকদের কাছে সমস্যাগুলো তুলে ধরা। — AKanik 💬 ০৫:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

তথ্য

তথ্য 202.86.218.74 (আলাপ) ২১:৫০, ৭ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সমস্যা

পুনর্নির্দেশিত বিষয়শ্রেণী:বাংলা ভাষার বিজ্ঞান কল্পকাহিনী লেখক সরিয়ে "বিষয়শ্রেণী:বাংলাদেশী বিজ্ঞান কল্পকাহিনী লেখক" স্থাপন প্রসঙ্গে...

অনেক বাংলা ভাষার বিজ্ঞান কল্পকাহিনী লেখক বাংলাদেশী নয়। ভারতীয় বা ভারত ভাগের আগে মৃত। যেমন জগদীশ চন্দ্র𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:০৯, ১৬ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR: KanikBot একটি বট (মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাও নেই)। কখনো একজন ব্যবহারকারী একটি বিষয়শ্রেণীকে অন্য বিষয়শ্রণীতে পুনর্নির্দেশ করলে পাতাগুলো KanikBot স্বয়ংক্রিয়ভাবে (সাধারণত দু ঘন্টার মধ্যে) এক বিষয়শ্রেণী থেকে অন্য বিষয়শ্রেণীতে নিয়ে যায়। আপনি যেসব পাতার কথা বলছেন, তা ঘেটেছে এই স্থানান্তরের কারণে পুনর্নির্দেশ তৈরি হওয়ায়। পুনর্নির্দেশ তৈরি না হলে KanikBot কিছু করত না। তাই আপনি প্রথমে বিষয়শ্রেণী:বাংলা ভাষার বিজ্ঞান কল্পকাহিনী লেখক থেকে {{বিষয়শ্রেণী পুনর্নির্দেশ}} মুছুন, তারপর বটের ভুল সম্পাদনাগুলো রোলব্যাক করতে পারেন। — AKanik 💬 ০২:১০, ১৭ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"Ahmad Kanik"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।