বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক
(বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হলো বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠতম এবং সর্বোচ্চ পদবি। তিনি বাংলাদেশ পুলিশের প্রধান ও সারা দেশে সব পুলিশ কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত হন। তিনি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন করেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক | |
---|---|
আইজিপি | |
মেয়াদকাল | ৪ বছর |
গঠন | ১৯৭১ |
প্রথম | আবদুল খালেক |
ডেপুটি | অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি) |
ওয়েবসাইট | www |
আইজিপিদের তালিকা
সম্পাদনাবাংলাদেশ পুলিশ প্রধান একজন মহাপরিদর্শক, যা বাংলাদেশ পুলিশের একমাত্র তিন তারকা র্যাঙ্ক। নিম্নে পুলিশের মহাপরিদর্শকদের তালিকা দেওয়া হয়েছে:[১]
ক্রমিক | নাম | অধিকৃত কার্যালয় | পদত্যাগ |
---|---|---|---|
১ | আবদুল খালেক | ১৬ ডিসেম্বর ১৯৭১ | ২৩ এপ্রিল ১৯৭৩ |
২ | এ রহিম | ২৩ এপ্রিল ১৯৭৩ | ৩১ ডিসেম্বর ১৯৭৩ |
৩ | এ এইচ এম নুরুল ইসলাম | ৩১ ডিসেম্বর ১৯৭৩ | ২১ নভেম্বর ১৯৭৫ |
৪ | হোসাইন আহমেদ | ২১ নভেম্বর ১৯৭৫ | ২৬ আগস্ট ১৯৭৮ |
৫ | এ বি এম জি কিবরিয়া | ২৬ আগস্ট ১৯৭৮ | ৭ ফেব্রুয়ারি ১৯৮২ |
৬ | এ এম আর খান | ৮ ফেব্রুয়ারি ১৯৮২ | ৩১ জানুয়ারি ১৯৮৪ |
৭ | ই এ চৌধুরী | ১ ফেব্রুয়ারি ১৯৮৪ | ৩০ ডিসেম্বর ১৯৮৫ |
৮ | এ আর খন্দকার | ৩১ ডিসেম্বর ১৯৮৬ | ২৮ ফেব্রুয়ারি ১৯৯০ |
৯ | তৈয়ব উদ্দিন আহমেদ | ২৮ ফেব্রুয়ারি ১৯৯০ | ৪ জানুয়ারি ১৯৯১ |
১০ | এ এম চৌধুরী | ৮ জানুয়ারী ১৯৯১ | ২০ জুলাই ১৯৯১ |
১১ | এনামুল হক | ১৬ অক্টোবর ১৯৯১ | ৮ জুলাই ১৯৯২ |
১২ | এ এস এম শাহজাহান | ৯ জুলাই ১৯৯২ | ২২ এপ্রিল ১৯৯৬ |
১৩ | এম. আজিজুল হক | ২২ জুলাই ১৯৯৬ | ১৬ নভেম্বর ১৯৯৭ |
১৪ | মোঃ ইসমাইল হোসেন | ১৬ নভেম্বর ১৯৯৭ | ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ |
১৫ | এ ওয়াই বি আই সিদ্দিকী | ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ | ৭ জুন ২০০০ |
১৬ | মুহাম্মদ নুরুল হুদা | ৭ জুন ২০০০ | ৬ নভেম্বর ২০০১ |
১৭ | মোদাব্বির হোসেন চৌধুরী | ১৬ নভেম্বর ২০০১ | ২২ এপ্রিল ২০০৩ |
১৮ | শহুদুল হক | ২২ এপ্রিল ২০০৩ | ১৫ ডিসেম্বর ২০০৪ |
১৯ | আশরাফুল হুদা | ১৫ ডিসেম্বর ২০০৪ | ৭ এপ্রিল ২০০৫ |
২০ | মোহাম্মদ হাদিস উদ্দিন | ৭ এপ্রিল ২০০৫ | ৭ মে ২০০৫ |
২১ | আব্দুল কাইয়ুম | ৭ মে ২০০৫ | ৬ জুলাই ২০০৬ |
২২ | আনোয়ারুল ইকবাল | ৬ জুলাই ২০০৬ | ২ নভেম্বর ২০০৬ |
২৩ | খোদা বকশ চৌধুরী | ২ নভেম্বর ২০০৬ | ২৯ জানুয়ারি ২০০৭ |
২৪ | নুর মোহাম্মদ | ২৯ জানুয়ারি ২০০৭ | ৩১ আগস্ট ২০১০ |
২৫ | হাসান মাহমুদ খন্দকার, বিপিএম, পিপিএম, এনডিসি | ৩১ আগস্ট ২০১০ | ৩১ ডিসেম্বর ২০১৪ |
২৭ | এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম | ৩১ ডিসেম্বর ২০১৪ | ৩১ জানুয়ারি ২০১৮ [২][৩][৪] |
২৮ | মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) | ৩১ জানুয়ারি ২০১৮ | ১৫ এপ্রিল ২০২০ [৫][৬][৭] |
২৮ | বেনজীর আহমেদ, বিপিএম (বার) | ১৫ এপ্রিল ২০২০ | ৩০ সেপ্টেম্বর ২০২২ [৮] |
২৯ | চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম | ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৬ আগস্ট ২০২৪[৯] |
৩০ | মোঃ ময়নুল ইসলাম এনডিসি | ৭ আগস্ট ২০২৪ | বর্তমান |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Former IGPs"। www.police.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০২।
- ↑ "Bangladesh Police"। www.police.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৭।
- ↑ "Shahidul new IGP, Benazir RAB DG"। Banglanews24.com। ৩০ ডিসেম্বর ২০১৪। ২০১৮-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৭।
- ↑ "New IGP, RAB DG, DMP commissioner named in a major police shake-up"। ২০১৬-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৭।
- ↑ "IGP: Police stations will be the center of service"। Dhaka Tribune। ২০১৯-০২-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- ↑ "IGP asks police to monitor social media during Durga Puja"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- ↑ "Javed Patwary new IGP"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- ↑ "আইজিপির ব্যাজ পেলেন বেনজীর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ এপ্রিল ২০২০।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "নতুন আইজিপি ময়নুল ইসলাম"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।