এবিএমজি কিবরিয়া
এবিএমজি কিবরিয়া (মৃত্যু:২৮ জুন ২০১৪) বাংলাদেশের শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
পড়ালেখা
সম্পাদনাকিবরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[১]
কর্মজীবন
সম্পাদনা১৯৫২ সালে কিবরিয়া সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় পাস করার পর পাকিস্তানের পুলিশ সার্ভিসে যোগ দেন। পূর্ব পাকিস্তান স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। পূর্ব পাকিস্তানের গভর্নর শেরে বাংলা এ কে ফজলুল হকের এইড-ডি-ক্যাম্প হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। কলকাতায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি হিসাবে ১৮ বছর দায়িত্ব পালন করেছেন। ১৯৮৫ সালে সাধারণ বীমা কর্পোরেশন সভাপতি হন। শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন এবং যোগাযোগ ও টেলিযোগাযোগ মন্ত্রানালয়ের দায়িত্বে ছিলেন।[১]
মৃত্যু
সম্পাদনা২৮ জুন ২০১৪ তারিখে ইউনাইটেড হাসপাতালে মারা যান।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Huda, Muhammad Nurul (৩ জুলাই ২০১৫)। "Remembering a conscientious public servant"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০।
- ↑ "Former IGP Kibria passes away"। The New Nation (ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০। একের অধিক
|archiveurl=
এবং|আর্কাইভের-ইউআরএল=
উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক|archivedate=
এবং|আর্কাইভের-তারিখ=
উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক|url-status=
এবং|ইউআরএল-অবস্থা=
উল্লেখ করা হয়েছে (সাহায্য)