সাধারণ বীমা কর্পোরেশন


সাধারণ বীমা কর্পোরেশন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বা নন-লাইফ বীমা প্রতিষ্ঠান যা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি ১৯৭৩ সালের ১৪ মে বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ এর অধীনে গঠিত হয়। []

সাধারণ বীমা কর্পোরেশন
সংক্ষেপেSBC
গঠিত১৯৭৩
ধরনসরকারী
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
  • ৩৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশ।
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
মালিকগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চেয়ারম্যান
দুলাল কৃষ্ণ সাহা
ব্যবস্থাপনা পরিচালক
মো. হারুন অর রশিদ
প্রধান প্রতিষ্ঠান
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়
ওয়েবসাইটhttp://www.sbc.gov.bd
মন্তব্যবাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন নন-লাইফ বীমাকারী এবং পুনর্বীমাকারী প্রতিষ্ঠান

ইতিহাস

সম্পাদনা

সরকারি এই বীমা সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৪ সাল পর্যন্ত একমাত্র সাধারণ বা নন-লাইফ বীমা ব্যবসায় পরিচালনা করে আসছিলো। বাংলাদেশের বীমা বাজারের প্রায় ২০ শতাংশ এই প্রতিষ্ঠানটির দখলে। বাংলাদেশের সরকারি বীমা ব্যাবসায়ের ৫০% নিয়ে এটি কাজ করে। বীমা কর্পোরেশন আইন (সংশোধীত) ১৯৯০ অনুসারে দেশের সরকারি সম্পত্তির ঝুঁকি বীমা সাধারণ বীমা কর্পোরেশনে করা বাধ্যতামূলক।

পরবর্তীতে বীমা কর্পোরেশন আইন ২০১৯ -এর ১৭ ধারা সাধারণত বীমা কোম্পানিগুলোকে তাদের পুনর্বীমা ব্যবসার ৫০% রাষ্ট্র-মালিকানাধীন সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি)-এ হস্তান্তর করতে নির্দেশ দেয়। বীমার ধরণের উপর নির্ভর করে এই নির্দিষ্ট শতাংশ পরিবর্তিত হবে বলে আইনে বলা হয়েছে। []

পরিচালনা

সম্পাদনা

সাধারণ বীমা কর্পোরেশন পরিচালনার জন্য ৭ সদস্যের একটি পরচালনা পর্ষদ আছে যার মধ্যে এক জন খণ্ড-কালীন চেয়ারম্যান।  প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান জনাব জনাব দুলাল কৃষ্ণ সাহা, এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুন-অর-রশিদ[]

সেবাসমূহ

সম্পাদনা

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান হিসাবে সাধারণ বীমা কর্পোরেশন বৃহৎ পরিসরে বাংলাদেশের বীমা ব্যবসার উন্নতির জন্য বীমা, পুনঃবীমা ও প্রয়োজনীয় ঝুঁকি ব্যবস্থাপনা এবং বীমা সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করে। ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি দেশি বিদেশী অন্যান্য বীমা কোম্পানির সাথে পরামর্শ ও সহযোগিতা নিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মুল বীমা সেবাসমুহ হচ্ছেঃ

  • অগ্নি বীমা
  • নৌ-বীমা
  • মোটরযান বীমা
  • শস্য বীমা
  • অন্যান্য বীমা

এছাড়াও প্রতিষ্ঠানটি এসকল বীমার পুনঃবীমা করে থাকে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সাধারণ বীমা কর্পোরেশন"www.sbc.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯ 
  2. "সাধারণ বীমা কর্পোরেশন এর পুনর্জাগরণ নিয়ে একটি বিশ্লেষণ"www.InsuranceNews24.com। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৪ 
  3. "মোঃ হারুন-অর-রশিদ - সাধারণ বীমা কর্পোরেশন এর নয়া ম্যানেজিং ডিরেক্টর"মোঃ হারুন-অর-রশিদ - সাধারণ বীমা কর্পোরেশন এর নয়া ম্যানেজিং ডিরেক্টর | Insurancenews24.com। ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০৭ সেপ্টেম্বর ২০২৩  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা