বাংলাদেশের সুফিদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(বাংলাদেশের সূফীদের তালিকা থেকে পুনর্নির্দেশিত)
এটি একটি পরীক্ষিত সংস্করণ, যা ১১ মে ২০২৫ তারিখে পরীক্ষিত হয়েছিল।

বাংলাদেশ অসংখ্য অলি আউলিয়া, সুফির আগমন ঘটেছে তাদের মাঝে অন্যতম হচ্ছেন :

দেওবন্দি ধারার সুফি

সম্পাদনা

শাহজালাল ও তার সফরসঙ্গীগণ

সম্পাদনা
  1. শাহজালাল ইয়ামেনি, সিলেট;

ইসলাম প্রচারকগণ অন্যান্য প্রধান সূফীগণ

সম্পাদনা
  1. খান জাহান আলী[] - খুলনা;
  2. শাহ কারামত আলী জৌনপুরী - রংপুর;
  3. শাহ আলী -মিরপুর, ঢাকা;
  4. মখদুম শাহদৌলা - শাহজাদপুর, সিরাজগঞ্জ;
  5. শাহ শামসুদ্দিন - শাহজাদপুর, সিরাজগঞ্জ;
  6. খাজা ইউনুস আলী এনায়েতপুরী - এনায়েতপুর, সিরাজগঞ্জ

অন্যান্য সুফিগণ

সম্পাদনা
  1. সৈয়দ আহমদ উল্লাহ - মাইজভান্ডার, চট্টগ্রাম;
  2. হাফিজ আহমদ জৌনপুরী[] - চকবাজার, ঢাকা;
  3. সৈয়দ মুহাম্মদ আজিজুল হক - হাটহাজারী, চট্টগ্রাম;
  4. আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী - সিলেট;[]
  5. সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী - মাইজভান্ডার, চট্টগ্রাম;
  6. শাহ সাহেব [] - চুনতী, লোহাগাড়া, চট্টগ্রাম;
  7. শিতালং শাহ- সিলেট;
  8. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী - কুমিল্লা;

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মাওলানা শাহ্ সুফি জমির উদ্দিন নানুপুরী (রহ) | ধর্ম চিন্তা"ittefaq। ২০২০-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৬ 
  2. খান, মাওলানা দৌলত আলী। "এক দুনিয়া বিমুখ আধ্যাত্মিক রাহবার"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২১ 
  3. প্রতিবেদক, নিজস্ব। "ওলিয়ে কামেল হযরত মাওলানা হারুন বাবুনগরী রহ."DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৩ 
  4. রহমান, ওলিউর (২০১৯-০৯-২৬)। "পটিয়ার মুফতি আযীযুল হক রহ: ইলম ও আধ্যাত্মিকতার উজ্জ্বল নক্ষত্র"ইসলাম টাইমস (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৬ 
  5. খান জাহান, মুয়ায্‌যম হুসায়ন খান; বাংলাপিডিয়া। প্রকাশকাল: ১৭ এপ্রিল ২০১৫। পরিদর্শনের তারিখ: ৬ জুন ২০১৭।
  6. "জৌনপুরী, হাফিজ আহমদ - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  7. আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (র)-এর রচনায় ইসলামী ভাবধারা ও সমাজ-সংস্কার শীর্ষক পিএইচডি অভিসন্দর্ভ, গবেষক : মোঃ নজরুল ইসলাম, আল-কুরআন এ- ইসলামিক স্টাডি বিভাগ, থিওলজি এ- ইসলামিক স্টাডিজ অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ, ২০১০-২০১১ পৃ:৮২-৮৩।
  8. "চুনতি ইউনিয়নের প্রখ্যাত ব্যাক্তিদের সংক্ষিপ্ত তালিকা - চুনতি ইউনিয়ন - চুনতি ইউনিয়ন"chunatiup.chittagong.gov.bd। ৩০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১