১৩ ফেব্রুয়ারি
তারিখ
(ফেব্রুয়ারি ১৩ থেকে পুনর্নির্দেশিত)
<< | ফেব্রুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ||
২০২৪ |
১৩ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৪তম দিন। বছর শেষ হতে আরো ৩২১ (অধিবর্ষে ৩২২) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১২৫৭ - হালাকু খানের মোঙ্গল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে।
- ১৬০১ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন।
- ১৬৩৩ - ইনকুইজিশনের পূর্বে বিচারের জন্য গ্যালিলিও গ্যালিলি রোম ফিরে আসেন।
- ১৭৩৯ - কারণালের যুদ্ধ: ইরানি শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
- ১৭৮৮ - ওয়েস্ট মিনিস্ট্রিতে ওয়ারেন হেস্টিংসের বিচার শুরু।
- ১৮৩২ - লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব।
- ১৮৮০ - টমাস আলভা এডিসন এডিসন এফেক্ট পর্যবেক্ষণ করেন।
- ১৮৮২ - কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত।
- ১৮৮৩ - জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।
- ১৮৯০ - বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩১ - ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন।
- ১৯৩৪ - সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।
- ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি।
- ১৯৫৫ - ইসরায়েল সাতটি ডেড সী স্ক্রলের মধ্যে চারটি লাভ করে।
- ১৯৬০ - ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ।
- ১৯৭২ - বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা।
- ১৯৭২ - ঢাকা-মস্কো সরাসরি টেলিযোগাযোগ স্থাপন।
- ১৯৮২ - গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যা সংঘটিত।
- ১৯৮৫ - ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আততায়ীদের গুলিতে নিহত হন।
- ১৯৯০ - জার্মান পুনঃএকত্রীকরণ: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুইস্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।
- ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ: দুইটি লেজার নিয়ন্ত্রিত বোমার আঘাতে বাগদাদের আমিরিয়া বাংকার ধ্বংস হয়। এতে ৪০০ জনেরও বেশি ইরাকি বেসামরিক লোক নিহত হলেও মিত্রবাহিনী দাবি করে যে বাংকারটি সামরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছিল।
- ২০০৭ - সংশোধিত জরুরি ক্ষমতাবিধি জারি করে সরকার।
জন্ম
সম্পাদনা- ১৫৯৯ - পোপ সপ্তম আলেক্সান্ডার (মৃত্যু ১৬৬৭)।
- ১৮৭৯ - সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী। (মৃ.১৯৪৯)
- ১৮৮৫ - বেস ট্রুমান, যুক্তরাষ্ট্রের ৩৫তম ফার্স্টলেডি (মৃত্যু ১৯৮২)।
- ১৮৯১ - গ্রান্ট উড, আমেরিকান চিত্রশিল্পী ও একাডেমিক (মৃত্যু ১৯৪২)।
- ১৮৯২ - রবার্ট এইচ. জ্যাকসন, আমেরিকান আইনজীবী, বিচারক ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ৫৭তম এটর্নি জেনারেল (মৃত্যু ১৯৫৪)।
- ১৯১১ - ফয়েজ আহমেদ ফয়েজ, পাকিস্তানি কবি ও সাংবাদিক (মৃত্যু ১৯৮৪)।
- ১৯১৩ - খালিদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ (মৃত্যু ১৯৮২)।
- ১৯১৫ - অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।
- ১৯১৯ - মনিরউদ্দীন ইউসুফ, কবি ও প্রাবন্ধিক।
- ১৯২১ - আহমদ শরীফ, বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী।
- ১৯২৮ - গেরাল্ড রিগান, কানাডীয় আইনজীবী ও রাজনীতিবিদ, নোভা স্কটিয়ার ১৯তম প্রিমিয়ার।
- ১৯২৯ - গাজীউল হক, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক।
- ১৯৪৮ - নীলুফার ইয়াসমিন, কণ্ঠশিল্পী।
মৃত্যু
সম্পাদনা- ৮৫৮ - কেনেথ ম্যাকআলপিন, স্কটিশ রাজা (জন্ম ৮১০)
- ৯০৪ - ইয়ায়িয়া ইবনে জিকরাওয়াহ,কারমাতি নেতা
- ৯৪২ - মুহাম্মদ ইবনে রাইক, মুসলিম সামরিক কর্মকর্তা
- ১১৩০ - পোপ দ্বিতীয় হনোরিয়াস
- ১৫৮৫ - অলফনসো সালমেরন, স্প্যানিশ যাজক ও পণ্ডিত (জন্ম ১৫১৫)
- ১৭২৭ - উইলিয়াম উটন, ইংরেজ ভাষাবিদ ও পণ্ডিত (জন্ম ১৬৬৬)
- ১৮৮৩ - জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।
- ১৯৫০ - রাফায়েল সাবাতিনি, ইতালীয়-সুইস লেখক (জন্ম ১৮৭৫)
- ১৯৬৪ - অসিতকুমার হালদার বাংলার নবজাগরণের প্রথম দিকের প্রধান চিত্রশিল্পী।(জ.১৮৯০)
- ১৯৬৯ - পরেশচন্দ্র ভট্টাচার্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান।(জ.১৯০৩)
- ১৯৭৪ - উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ। (জ.১৯১২)
- ১৯৭৭ - সাংবাদিক আবদুস সালাম মৃত্যুবরণ করেন।
- ১৯৮৬ - বৃটিশ বিরোধী সক্রিয় কর্মী, কবি ও সমাজকর্মী আশালতা সেন ।(জ.০৫/০২/১৮৯৪)
- ১৯৯৬ - মার্টিন বেলসাম, আমেরিকান অভিনেতা (জন্ম ১৯১৯)
- ২০১২ - হুমায়ুন ফরীদি, বাংলাদেশি অভিনেতা (জন্ম ১৯৫২)
- ২০১৫ - কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক (জন্ম ১৯৪৬)
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১৩ ফেব্রুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |