পরৈকোড়া ইউনিয়ন
পরৈকোড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
পরৈকোড়া | |
---|---|
ইউনিয়ন | |
৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পরৈকোড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯১°৫৫′৫৭″ পূর্ব / ২২.২৩৩৩৩° উত্তর ৯১.৯৩২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | আনোয়ারা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃআজিজুল হক বাবুল |
আয়তন | |
• মোট | ১৫.৯২ বর্গকিমি (৬.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,৬৩৫ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাপরৈকোড়া ইউনিয়নের আয়তন ৩,৯৩৫ একর (১৫.৯২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পরৈকোড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,৬৩৫ জন। এর মধ্যে পুরুষ ৯,৪৮৮ জন এবং মহিলা ১০,১৪৭ জন। মোট পরিবার ৪,০৫৫টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাআনোয়ারা উপজেলার সর্ব-পূর্বে পরৈকোড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে হাইলধর ইউনিয়ন ও চাতরী ইউনিয়ন; পশ্চিমে চাতরী ইউনিয়ন; উত্তরে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন ও আশিয়া ইউনিয়ন এবং পূর্বে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন, ছনহরা ইউনিয়ন, শোভনদণ্ডী ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাপরৈকোড়া ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- পরৈকোড়া
- ভিংরোল
- কৈখাইন
- পূর্ব কন্যারা
- বাথুয়াপাড়া
- মাহাতা
- তালসরা
- চেনামতি
- দেওতলা
- পাটনীকোঠা
- তিশরী
- শিলালিয়া
- তাতুয়া
- ওষখাইন
- মামুরখাইন
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পরৈকোড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৫%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা
- ওষখাইন শাহ্ আলী রজা (র.) আলিম মাদ্রাসা
- ওষখাইন তা-লিমুদ্দীন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা
- মামুর খাইন ছমুদা খাতুন ও হাজী আফ্জালুন্নেছা এবতেদায়ি ফোরকানিয়া মাদ্রাসা ও হেফজখানা
- ভিংরোল জামেয়াতুল উলুম মাদ্রাসা
- মাহাতা তাজবিদুল কোরআন নুরানী মাদ্রাসা
- কৈখাইন আজিজিয়া এশায়াতুল উলুম মাদ্রাসা
- কৈখাইন খদিজাতুল খোবরা (রা) বালিকা মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়
- মাহাতা পাটনিকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- ওষখাইন ইউছুপ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৈখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুজরা তিশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চেনামতি গিরিবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তালসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পরৈকোড়া চারুশীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পরৈকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাটনীকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মামুরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাহাতা পাটনীকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিলালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাপরৈকোড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক আনোয়ারা-পটিয়া সড়ক ও ছত্তারহাট-শান্তিরহাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।তবে দীর্ঘদিন পরে তালসরা মুরালী ঘাট বাসস্টেশন চালু হওয়ায় বাসে করে সরাসরি আনোয়ারা হয়ে চট্টগ্রাম শহরের সাথে যোগাযোগ গড়ে উঠেছে।
যেটা পরৈকোড়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করেছে।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাপরৈকোড়া ইউনিয়নে ৪২টি মসজিদ, ৩৩টি মন্দির ও ৫টি বিহার রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাপরৈকোড়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কর্ণফুলী নদী থেকে প্রবাহিত মুরালি খাল ও শাখা-প্রশাখা খালসমূহ। যার মধ্যে সর্বশেষ মিলিত হয়েছে সাঙ্গু নদীর সাথে।[৪]
দর্শনীয় স্থান
সম্পাদনা- কানু শাহ (রহ.) মাজার[৫]
- তালসরা দরবার শরীফ
- পরৈকোড়া জমিদার বাড়ি
- আনোয়ারা-পটিয়ার সংযোগস্থল মুরালি ব্রীজ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- আলী রজা–– কবি এবং মরমী সাধক
- যোগেশ চন্দ্র রায় বাহাদুর–– জমিদার
- প্রসন্ন কুমার রায় বাহাদুর–– জমিদার
- মোহাম্মদ হোসেন খান–– শিক্ষাবিদ
- ড. মোঃ নজরুল ইসলাম–– শিক্ষাবিদ
- আলহাজ্ব নুরুল হক চৌধুরী–– শিক্ষানুরাগী ও সমাজসেবক
- এম. নুরুল হুদা চৌধুরী–– শিক্ষানুরাগী,সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ
- আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন সুজন-- শিক্ষানুরাগী,সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোঃআজিজুল হক বাবুল
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - পরৈকোড়া ইউনিয়ন - পরৈকোড়া ইউনিয়ন"। paraikoraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - পরৈকোড়া ইউনিয়ন - পরৈকোড়া ইউনিয়ন"। paraikoraup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - পরৈকোড়া ইউনিয়ন - পরৈকোড়া ইউনিয়ন"। paraikoraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - পরৈকোড়া ইউনিয়ন - পরৈকোড়া ইউনিয়ন"। paraikoraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে [http://
%5b%5b#পন্ডিত প্রজ্ঞাতিষ্য স্মৃতি মন্দির
তালসরা মুৎসুদ্দী পাড়া বিবেকারাম বিহার।
%5d%5dparaikoraup.chittagong.gov.bd/site/view/tourist_spot মূল]
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭। line feed character in|ইউআরএল=
at position 8 (সাহায্য)