হাইলধর ইউনিয়ন
হাইলধর বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
হাইলধর | |
---|---|
ইউনিয়ন | |
১০নং হাইলধর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হাইলধর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১১′১৭″ উত্তর ৯১°৫৬′৩৯″ পূর্ব / ২২.১৮৮০৬° উত্তর ৯১.৯৪৪১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | আনোয়ারা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী |
আয়তন | |
• মোট | ১৫.৭২ বর্গকিমি (৬.০৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৫,৩১৫ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৩.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাহাইলধর ইউনিয়নের আয়তন ৩,৮৮৫ একর (১৫.৭২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হাইলধর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৩১৫ জন। এর মধ্যে পুরুষ ১১,৮৬৯ জন এবং মহিলা ১৩,৪৪৬ জন। মোট পরিবার ৪,৯৭৯টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাআনোয়ারা উপজেলার পূর্বাংশে হাইলধর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে বারখাইন ইউনিয়ন, আনোয়ারা ইউনিয়ন ও চাতরী ইউনিয়ন; উত্তরে বারখাইন ইউনিয়ন ও পরৈকোড়া ইউনিয়ন; পূর্বে পরৈকোড়া ইউনিয়ন, চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন ও বরমা ইউনিয়ন, সাঙ্গু নদী ও সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন এবং দক্ষিণে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাহাইলধর ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- খাসখামা
- কুনিরবিল
- হেটিখাইন
- উত্তর ইছাখালী
- দক্ষিণ ইছাখালী
- গুজরা
- তেকোটা
- মালঘর
- হাইলধর
- পীরখাইন
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাইলধর ইউনিয়নের সাক্ষরতার হার ৭৩.৭%।[১] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়
- নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়
- পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়
- বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র
- মাদ্রাসা
- আল জামিয়াতুল আরবিয়া বালক-বালিকা হাইলধর
- মালঘর আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর হাইলধর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুনির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাসখামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাইলধর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হেটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহাইলধর ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক আনোয়ারা-হাইলধর সড়ক ও পরৈকোড়া-হাইলধর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
সম্পাদনাহাইলধর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চাঁনখালী খাল, ইছাখালী-কোদালা খাল এবং ইউনুচ খাল।[৪]
হাট-বাজার
সম্পাদনাহাইলধর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মালঘর বাজার, ফকির হাট, পালের হাট এবং খোদার হাট।[৫]
দর্শনীয় স্থান
সম্পাদনাহাইলধর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৬]
- হযরত মিয়া হাজী দৌলত (রহ.) মাজার
- রহম আলী শাহী দরবার
- তিশরী ঘাট,কুনিরবিল
- হযরত পুতুন আলী শাহ রহ: এর মাজার শরীফ
- কুনিরবিল -হেটিখাইন -বরকল ব্রিজ সড়ক(চানখালী নদী ঘেঁষে)
- হযরত শায়ের মোহাম্মদ চৌধুরী রহ: এর মাজার শরীফ।(পূর্ব হেটিখাইন , ছিদ্দিক মাষ্টারের বাড়ি সংলগ্ন)
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- আখতারুজ্জামান চৌধুরী –– রাজনীতিবিদ;
- সাইফুজ্জামান চৌধুরী –– রাজনীতিবিদ এবং মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়।
- হযরত শায়ের মোহাম্মদ চৌধুরী (রহ:)
–-শিক্ষাবিদ, দরবেশ ,দানবীর ও সমাজ সংস্কারক]]
- মাষ্টার মোহাম্মদ ছিদ্দিক আহমদ ‐-শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ]]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মুহাম্মদ কলিম উদ্দীন চৌধুরী।
|-
|চেয়ারম্যানগণের তালিকা |- !ক্রম নং !চেয়ারম্যানের নাম !সময়কাল |- |০১ |নবাব উদ্দীন চৌধুরী |১৯৭৪-১৯৭৬ |- |০২ |আখতারুজ্জামান চৌধুরী |১৯৭৭-১৯৮৪ |- |০৩ |আবুল বশর চৌধুরী |১৯৮৪-১৯৯২ |- |০৪ |রেজাউল করিম চৌধুরী |১৯৯২-১৯৯৮ |- |০৫ |ফরিদুল আলম চৌধুরী |১৯৯৮-২০০৩ |- |০৬ |মোহাম্মদ শাহজাহান চৌধুরী |২০০৩-২০১৬ |- |০৭ |মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী |২০১৬-২০২১ |- |০৮ |মুহাম্মদ কলিম উদ্দিন চৌধুরী |২০২২-বর্তমান
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হাইলধর ইউনিয়ন - হাইলধর ইউনিয়ন"। haildharup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - হাইলধর ইউনিয়ন - হাইলধর ইউনিয়ন"। haildharup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - হাইলধর ইউনিয়ন - হাইলধর ইউনিয়ন"। haildharup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - হাইলধর ইউনিয়ন - হাইলধর ইউনিয়ন"। haildharup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - হাইলধর ইউনিয়ন - হাইলধর ইউনিয়ন"। haildharup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।