আশিয়া ইউনিয়ন

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার একটি ইউনিয়ন

আশিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আশিয়া
ইউনিয়ন
৮নং (ক) আশিয়া ইউনিয়ন পরিষদ
আশিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আশিয়া
আশিয়া
আশিয়া বাংলাদেশ-এ অবস্থিত
আশিয়া
আশিয়া
বাংলাদেশে আশিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৬′৪″ উত্তর ৯১°৫৬′৪১″ পূর্ব / ২২.২৬৭৭৮° উত্তর ৯১.৯৪৪৭২° পূর্ব / 22.26778; 91.94472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাপটিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানএম এ হাশেম
আয়তন
 • মোট৭.২০ বর্গকিমি (২.৭৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৩,৪২৮
 • জনঘনত্ব১,৯০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫০.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আশিয়া ইউনিয়নের আয়তন ১,৭৮০ একর (৭.২০ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আশিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১৩,৪২৮ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৩১ জন এবং মহিলা ৬,৯৯৭ জন। মোট পরিবার ২,৭৪৯টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

পটিয়া উপজেলার দক্ষিণাংশে আশিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ছনহরা ইউনিয়ন, উত্তরে বড়লিয়া ইউনিয়ন, পশ্চিমে কাশিয়াইশ ইউনিয়নআনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন এবং দক্ষিণে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

আশিয়া ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৮নং (ক) ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • আশিয়া মোল্লাপাড়া
  • আশিয়া মির্জাপাড়া
  • মধ্যম আশিয়া
  • আশিয়া কমলাপাড়া
  • দক্ষিণ আশিয়া (রশিদপুর)
  • পূর্ব আশিয়া
  • পূর্ব বাথুয়া
  • মধ্যম বাথুয়া
  • পশ্চিম বাথুয়া
  • বাথুয়া বড়ুয়াপাড়া
  • আশিয়া পশ্চিম মির্জাপাড়া
  • সাতগড় পাড়া

ইতিহাস

সম্পাদনা

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত আশিয়া ইউনিয়ন পরিষদ স্বাধীনতার পূর্বে বর্তমান ৮নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ সহ একীভূত ছিল। ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সাল থেকে পটিয়া উপজেলার অধীনে আশিয়া ও বাথুয়া এই ২টি গ্রাম নিয়ে আশিয়া ইউনিয়ন গঠিত হয়।[]

নামকরণ

সম্পাদনা

অনেক আগে থেকেই অত্র ইউনিয়নে লোক জন বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস শুরু করায় এই ইউনিয়নে নামকরণ করা হয় আশিয়া। আবার অনেকে বলেন, আছিয়া নাম থেকেই আশিয়া নামের উৎপত্তি।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আশিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৮%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা[]
প্রাথমিক বিদ্যালয়
  • আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আশিয়া ফারুক রিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ আশিয়া ছাদেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ পূর্ব আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাথুয়া সাবিত্রীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

আশিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান দুইটি সড়ক পটিয়া-পারৈকোড়া সড়ক এবং বাংলাবাজার-পিংগলা-শান্তিরহাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

আশিয়া ইউনিয়নে ২০টি মসজিদ, ৪টি ঈদগাহ ও ৪টি মন্দির রয়েছে।[]

খাল ও নদী

সম্পাদনা

আশিয়া ইউনিয়নের চার পাশে সীমারেখা হিসেবে খাল রয়েছে। খালগুলো হল চানপুর খাল, মুন্দরী খাল, কেরিঞ্জা খাল এবং আশিয়াখালী খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

আশিয়া ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল আশিয়া বাংলাবাজার এবং বাথুয়া টাঙ্গাপোল বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

আশিয়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

  • আশিয়া কেরিঞ্জা ব্রীজ
  • আশিয়া মির্জাপাড়া জামে মসজিদ

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান:রাশেদুল

আলম[১০]

চেয়ারম্যানগণের তালিকা[১১]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ কাদের বক্স সওদাগর
০২ আবু বকর চৌধুরী
০৩ মোহাম্মদ আব্দুল মালেক
০৪ মোহাম্মদ মুছা সওদাগর
০৫ জাফর আহমদ
০৬ এম এ হাশেম ২০১৬-বর্তমান

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ 
  3. "আশিয়া ইউনিয়নের ইতিহাস - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ 
  4. "এক নজরে - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"asiaup.chittagong.gov.bd 
  6. "মাদ্রাসা - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"asiaup.chittagong.gov.bd 
  7. "খাল ও নদী - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ 
  8. "হাট বাজারের তালিকা - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"asiaup.chittagong.gov.bd 
  9. "দর্শনীয়স্থান - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ 
  10. "জনাব এম এ হাশেম - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ 
  11. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - আশিয়া ইউনিয়ন - আশিয়া ইউনিয়ন"asiaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা