কাশিয়াইশ ইউনিয়ন
কাশিয়াইশ বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
কাশিয়াইশ | |
---|---|
ইউনিয়ন | |
৮নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কাশিয়াইশ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৬′৪৪″ উত্তর ৯১°৫৫′১৬″ পূর্ব / ২২.২৭৮৮৯° উত্তর ৯১.৯২১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | পটিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ আবুল কাশেম |
আয়তন | |
• মোট | ১০.২২ বর্গকিমি (৩.৯৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,৭০১ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাকাশিয়াইশ ইউনিয়নের আয়তন ২,৫২৬ একর (১০.২২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাশিয়াইশ ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,৭০১ জন। এর মধ্যে পুরুষ ৫,২৯৭ জন এবং মহিলা ৫,৪০৪ জন। মোট পরিবার ২,২৪৪টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাপটিয়া উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে কাশিয়াইশ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে আশিয়া ইউনিয়ন; উত্তরে বড়লিয়া ইউনিয়ন, কুসুমপুরা ইউনিয়ন ও জিরি ইউনিয়ন; পশ্চিমে জিরি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন এবং দক্ষিণে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাকাশিয়াইশ ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- বাকখাইন
- ভাণ্ডারগাঁও
- বুধপুরা
- দ্বারক
- কাশিয়াইশ
- মহিরা পেরপেরা
- পেরপেরা
- পিঙ্গলা
ইতিহাস
সম্পাদনাচট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত ৮নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ স্বাধীনতার প্রায় ২১ বছর পূর্বে বর্তমান ৮নং (ক) আশিয়া ইউনিয়ন পরিষদ সহ একীভূত ছিল। অত্র ইউনিয়ন পরিষদ সৃষ্ট লগ্নে গ্রাম পঞ্চায়েতের ভিত্তিতে পিঙ্গলা গ্রামস্থ খাঁন পরিবারের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী আলহাজ্ব মুফিজুর রহমান খান ৩ মেয়াদে প্রায় ১৫ (পনের) বছর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। পরবর্তীতে আবদুর সবুর চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, মরহুম নুরুল আনোয়ার খান ও মরহুম মোহাম্মদ ইদ্রিস মিয়া প্রত্যেকে ১ বার করে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। এখানে উল্লেখ্য যে, আবদুস সবুর চৌধুরী চেয়ারম্যান থাকা অবস্থায় কাশিয়াইশ ইউনিয়ন থেকে আশিয়া ইউনিয়ন পরিষদ বিভক্ত হয়। কথিত আছে, কাশিয়াইশ নামক গ্রামের নামানুসারে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয় বলে জানা যায়।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাশিয়াইশ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.১%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- কাশিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দ্বারক পেরপেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পিঙ্গলা নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাকখাইন যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাকখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভাণ্ডারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহিরা পেরপেরা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- চিটাগাং চাইল্ড গ্রামার স্কুল
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকাশিয়াইশ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক কোলাগাঁও-পারৈকোড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাকাশিয়াইশ ইউনিয়নে ১৫টি মসজিদ, ৪টি মন্দির ও ৩টি বিহার রয়েছে।[৪]
খাল ও নদী
সম্পাদনাকাশিয়াইশ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাশিয়াইশ গরম লোটা খাল, কাশিয়াইশ ডিঙ্গাখালী খাল, কাশিয়াইশ করিৎখালী খাল, ভাণ্ডারগাঁও ভাণ্ডারখালী খাল, বাকখাইন নাপিতখালী খাল।[৬]
হাট-বাজার
সম্পাদনাকাশিয়াইশ ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল বুধপুরা বাজার এবং কাশিয়াইশ মহাকালী হাট (নয়া হাট)।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনাকাশিয়াইশ ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]
- কাশিয়াইশ রাম মোহন দীঘি
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আবুল কাশেম[৯]
- চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মুফিজুর রহমান খান | |
০২ | আবদুস ছবুর | |
০৩ | আনোয়ার খান | |
০৪ | মোহাম্মদ ইদ্রিস | |
০৫ | মোহাম্মদ আবুল কাশেম | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কাশিয়াইশ ইউনিয়ন - কাশিয়াইশ ইউনিয়ন"। kasiaisup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- ↑ "কাশিয়াইশ ইউনিয়নের ইতিহাস - কাশিয়াইশ ইউনিয়ন - কাশিয়াইশ ইউনিয়ন"। kasiaisup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- ↑ ক খ "এক নজরে - কাশিয়াইশ ইউনিয়ন - কাশিয়াইশ ইউনিয়ন"। kasiaisup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - কাশিয়াইশ ইউনিয়ন - কাশিয়াইশ ইউনিয়ন"। kasiaisup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - কাশিয়াইশ ইউনিয়ন - কাশিয়াইশ ইউনিয়ন"। kasiaisup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - কাশিয়াইশ ইউনিয়ন - কাশিয়াইশ ইউনিয়ন"। kasiaisup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - কাশিয়াইশ ইউনিয়ন - কাশিয়াইশ ইউনিয়ন"। kasiaisup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- ↑ "জনাব আলহাজ্ব মোঃ আবুল কাশেম - কাশিয়াইশ ইউনিয়ন - কাশিয়াইশ ইউনিয়ন"। kasiaisup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কাশিয়াইশ ইউনিয়ন - কাশিয়াইশ ইউনিয়ন"। kasiaisup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]