কুসুমপুরা ইউনিয়ন

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্যতম একটি আধুনিক ইউনিয়ন

কুসুমপুরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

কুসুমপুরা
ইউনিয়ন
৬নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদ
কুসুমপুরা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কুসুমপুরা
কুসুমপুরা
কুসুমপুরা বাংলাদেশ-এ অবস্থিত
কুসুমপুরা
কুসুমপুরা
বাংলাদেশে কুসুমপুরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৮′৮″ উত্তর ৯১°৫৩′৫৫″ পূর্ব / ২২.৩০২২২° উত্তর ৯১.৮৯৮৬১° পূর্ব / 22.30222; 91.89861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাপটিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানজাকারিয়া ডালিম
আয়তন
 • মোট৮.৯২ বর্গকিমি (৩.৪৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩০,৯০৮
 • জনঘনত্ব৩,৫০০/বর্গকিমি (৯,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৭.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কুসুমপুরা ইউনিয়নের আয়তন ২,২০৫ একর (৮.৯২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুসুমপুরা ইউনিয়নের মোট জনসংখ্যা ৩০,৯০৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,২৫৯ জন এবং মহিলা ১৫,৬৪৯ জন। মোট পরিবার ৫,৭৩২টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

পটিয়া উপজেলার পশ্চিমাংশে কুসুমপুরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হাবিলাসদ্বীপ ইউনিয়নকোলাগাঁও ইউনিয়ন, পশ্চিমে জিরি ইউনিয়ন, দক্ষিণে জিরি ইউনিয়নকাশিয়াইশ ইউনিয়ন এবং পূর্বে বড়লিয়া ইউনিয়নজঙ্গলখাইন ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

কুসুমপুরা ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • কুসুমপুরা
  • থানামহিরা
  • বিনানিহারা
  • গোরনখাইন
  • হরিণখাইন
  • মনসা
  • মেহেরআটি

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুসুমপুরা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭.৩%।[] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
স্কুল এন্ড কলেজ[]
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়[]
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর হরিণখাইন জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোরনখাইন সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • থানামহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম কুসুমপুরা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব মনসা আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিনিনিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হরিণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

কুসুমপুরা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

কুসুমপুরা ইউনিয়নে ৪৮টি মসজিদ, ১টি মন্দির ও ১টি বিহার রয়েছে।

খাল ও নদী

সম্পাদনা

কুসুমপুরা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আরাকান খাল। এই খালের উপর নির্ভর করে এই উপজেলা সহ পুরো পটিয়া পৌরসভার কৃষি ব্যবস্থা। তাই এই খালকে পটিয়ার প্রাণ বলা হয়। আবার জনশ্রুতি আছে যে, এই খালের সংযোগ কর্ণফুলি থেকে হওয়ায় একে পটিয়ার দুঃখ বলা হয়ে থাকে।[]

হাট-বাজার

সম্পাদনা

কুসুমপুরা ইউনিয়নের প্রধান হাট/বাজার শান্তিরহাট বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

কুসুমপুরা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

  • পেঠান সর্দার জামে মসজিদ
  • ছৈয়দ আহমদ চৌধুরীর পুরাতন বাড়ী
  • হযরত শাহসুফী চাঁন মিয়া (রহ.) মাজার

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান:জাকারিয়া ডালিম []
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ ছৈয়দ আহমদ চৌধুরী ১৯৭২-১৯৭৪
০২ ফরিদুল আলম চৌধুরী ১৯৭৪-১৯৮৬
০৩ এজহারুল হক চৌধুরী ১৯৮৬
০৪ আনু মিয়া ১৯৮৬-১৯৮৯
০৫ নুরুল আমিন ১৯৮৯
০৬ মোহাম্মদ আলমগীর চৌধুরী ১৯৮৯-১৯৯২
০৭ রেজাউল করিম নেছার ১৯৯২-২০১৫
০৮ মুহাম্মদ ইব্রাহীম বাচ্চু ২০১৬-২০২১
০৯ জাকারিয়া ডালিম ২০২১-

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০ 
  2. "মাধ্যমিকবিদ্যালয় - কুসুমপুরা ইউনিয়ন - কুসুমপুরা ইউনিয়ন"kusumpuraup.chittagong.gov.bd 
  3. "খাল ও নদী - কুসুমপুরা ইউনিয়ন - কুসুমপুরা ইউনিয়ন"kusumpuraup.chittagong.gov.bd। ১৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  4. "হাট বাজারের তালিকা - কুসুমপুরা ইউনিয়ন - কুসুমপুরা ইউনিয়ন"kusumpuraup.chittagong.gov.bd 
  5. "দর্শনীয়স্থান - কুসুমপুরা ইউনিয়ন - কুসুমপুরা ইউনিয়ন"kusumpuraup.chittagong.gov.bd। ১৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  6. "মুহাম্মদ ইব্রাহীম - কুসুমপুরা ইউনিয়ন - কুসুমপুরা ইউনিয়ন"kusumpuraup.chittagong.gov.bd। ১৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  7. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কুসুমপুরা ইউনিয়ন - কুসুমপুরা ইউনিয়ন"kusumpuraup.chittagong.gov.bd। ১৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা