পদুয়া ইউনিয়ন, দাউদকান্দি

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার একটি ইউনিয়ন

পদুয়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি উপজেলার একটি ইউনিয়ন

পদুয়া
ইউনিয়ন
পদুয়া ইউনিয়ন পরিষদ
পদুয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
পদুয়া
পদুয়া
পদুয়া বাংলাদেশ-এ অবস্থিত
পদুয়া
পদুয়া
বাংলাদেশে পদুয়া ইউনিয়ন, দাউদকান্দির অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৭′৫২″ উত্তর ৯০°৪২′৪৯″ পূর্ব / ২৩.৪৬৪৪৪° উত্তর ৯০.৭১৩৬১° পূর্ব / 23.46444; 90.71361 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাদাউদকান্দি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫১৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটpoduaup.comilla.gov.bd
মানচিত্র
মানচিত্র

জনসংখ্যা

সম্পাদনা

ইতিহাস

সম্পাদনা

অবস্থান ও সীমানা

সম্পাদনা

দাউদকান্দি উপজেলার পশ্চিমাংশে পদুয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে গোয়ালমারী ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে দৌলতপুর ইউনিয়ন, দক্ষিণে পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়ন, পশ্চিমে ধনাগোদা নদীচাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদীমুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

পদুয়া ইউনিয়ন দাউদকান্দি উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দাউদকান্দি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

★উজিয়ারা প্রাথমিক বিদ্যালয়। ★উজিয়ারা কিন্ডারগার্টেন। ★রামাইতকান্দি আইডিয়াল কিন্ডারগার্টেন। ★মোল্লাকান্দি পাইলট হাই স্কুল এ্যান্ড কলেজ। ★মোলাকান্দি মাদ্রাসা। ★মোল্লাকান্দি প্রাথমিক বিদ্যালয় ★সোনাকান্দা প্রাথমিক বিদ্যালয়। ★সোনাকান্দা মাদ্রাসা। ★সোনাকান্দা এতিমখানা। ★ভংগার চক কিন্ডারগার্টেন। ★কয়রা পুর কিন্ডারগার্টেন। ★কয়রা পুর এতিমখানা। ★পদুয়া প্রাথমিক বিদ্যালয়।

== শিক্ষা সরকারী: ★উজিয়ারা প্রাথমিক বিদ্যালয়। ★পদুয়া প্রাথমিক বিদ্যালয় ★মোল্লাকান্দি পাইলট হাই স্কুল এ্যান্ড কলেজ। ★মোল্লাকান্দি প্রাথমিক বিদ্যালয় ★সোনাকান্দা প্রাথমিক বিদ্যালয়।

বেসরকারি: *মোলাকান্দি মাদ্রাসা। 
  • সোনাকান্দা মাদ্রাসা। *সোনাকান্দা এতিমখানা। *ভংগার চক কিন্ডারগার্টেন। *কয়রা পুর কিন্ডারগার্টেন। *কয়রা পুর এতিমখানা। *উজিয়ারা কিন্ডারগার্টেন।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। দাউদকান্দি টোল প্লাজা থেকে সি,এন,জি তে ২০-২৫ মিনিট সময় লাগবে।

পদুয়া ইউনিয়ন এর পশ্চিম পাশে গোমতী নদী অবস্থিত, তাই নৌকা বা ট্রলারের ব্যবহার রয়েছে। এবং প্রতিটি গ্রামে যাওয়ার জন্য রাস্তা আছে।

খাল ও নদী

সম্পাদনা

★ গোমতী নদী/ধনাগদা নদী। পদুয়া ইউনিয়নের পাশদিয়ে প্রবাহমান। গোমতী নদী থেকে কয়েকটি খাল প্রবাহমান পদুয়া ইউনিয়নয়ে।

সম্পাদনায় - জাহেদুল ইসলাম, জুয়েল।

হাট-বাজার

সম্পাদনা
★কয়রাপুর বাজার। 

পদুয়া ইউনিয়নের পাসে ই রয়েছে গোয়ালমারী বাজার। ওপর পাসে আছে গোমতী নদীর কোলে গড়ে উঠা শ্রী-রায়ের চর বাজার। সম্পাদনায় - জাহেদুল ইসলাম জুয়েল।

দর্শনীয় স্থান

সম্পাদনা

মোল্লাকান্দি কলেজ এরিয়া, যেখানে আছে অনাবিল প্রাকৃতিক দৃশ্য, নদী, পুরাতন মসজিদ চত্বর, শতবর্ষী পুরাতন দিতল বাড়ি।

জনপ্রতিনিধি

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা