নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে রাত্রিকালীন নেটওয়ার্কের নাট্যধর্মী ধারাবাহিকের কোন মৌসুমে সেরা প্রধান অভিনেতার অসামান্য অভিনয়ের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার | |
---|---|
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার |
প্রথম পুরস্কৃত | ১৯৫৪ |
বর্তমানে আধৃত | অলিভিয়া কলম্যান, দ্য ক্রাউন (২০২১) |
ওয়েবসাইট | emmys |
১৯৫৪ সালের ১১ই ফেব্রুয়ারি ৬ষ্ঠ প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয়। শুরুর বছরগুলোতে প্রদত্ত অভিনয়ের পুরস্কারগুলোর জন্য নির্দিষ্ট কোন ধারা ছিল না, নাট্যধর্মী বা হাস্যরসাত্মক ধারাবাহিকের অভিনেত্রীরা মনোনয়ন এবং পুরস্কার লাভ করতেন। ইভ আর্ডেন নারী অভিনয়ের বিভাগে প্রথম বিজয়ী ছিলেন, অন্যদিকে নাট্যধর্মী ধারাবাহিকে অভিনয় করে প্রথম বিজয়ী ছিলেন লরেটা ইয়াং। ১৯৬৬ সালের মধ্যে অভিনয়ের পুরস্কারগুলো নাট্যধর্মী ও হাস্যরসাত্মক এই দুই ভাগে বিভক্ত হয় এবং বর্তমান শিরোনামে আসার পূর্ব পর্যন্ত বেশ কয়েকবার নাম পরিবর্তিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে ৩৬ জন অভিনেত্রীকে এই পুরস্কার প্রদান করা হয়েছে, এবং ৩১টি নাট্যধর্মী ধারাবাহিকে অভিনয়ের জন্য তার এই পুরস্কার জয় করেছেন। চারবার পুরস্কার বিজয়ী টাইন ড্যালি এবং মাইকেল লার্নড এই বিভাগে সর্বাধিক জয়ের রেকর্ড ধরে রেখেছেন। ১২টি মনোনয়ন নিয়ে অ্যাঞ্জেলা ল্যান্সবারি এই বিভাগে সর্বাধিক মনোনীত অভিনেত্রী, যদিও তিনি কখনও পুরস্কার জিততে পারেননি। ২০১৫ সালে ভায়োলা ডেভিস "হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার" এ অ্যানালাইজ কিটিং চরিত্রে অভিনয় করে প্রথম আফ্রিকান-মার্কিন নারী হিসেবে এই পুরস্কার অর্জন করেন। ইউফোরিয়ায় অভিনয়ের জন্য পুরস্কার জয়ী জেনডায়া এই বিভাগে সর্বকনিষ্ঠ পুরস্কার বিজয়ী। সাম্প্রতিক বিজয়ী অলিভিয়া কলম্যান দ্য ক্রাউন-এ রানী দ্বিতীয় এলিজাবেথ চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
২০২০-এর দশক
সম্পাদনাবছর | অভিনেত্রী | ভূমিকা | অনুষ্ঠান | জমাকৃত পর্ব | অন্তর্জাল |
---|---|---|---|---|---|
২০২০ (৭২তম) | জেনডায়া | রু বেনেট | ইউফোরিয়া | "মেড ইউ লুক" | এইচবিও |
জেনিফার অ্যানিস্টন | অ্যালেক্স লেভি | মর্নিং শো | "ইন দ্য ডার্ক নাইট অব দ্য সোলস ইট্স অলওয়েজ ৩:৩০ ইন দ্য মর্নিং" | অ্যাপল টিভি+ | |
অলিভিয়া কলম্যান | রানী দ্বিতীয় এলিজাবেথ | দ্য ক্রাউন | "ক্রি দ্য কোর" | নেটফ্লিক্স | |
জোডি কামার | ভিলেনেল | কিলিং ইভ | "আর ইউ ফ্রম পিনার?" | বিবিসি আমেরিকা | |
লরা লিনি | ওয়েন্ডি বার্ড | ওজার্ক | "ফায়ার পিঙ্ক" | নেটফ্লিক্স | |
স্যান্ড্রা ও | ইভ পোলাস্ট্রি | কিলিং ইভ | "আর ইউ লিডিং অর অ্যাম আই?" | বিবিসি আমেরিকা | |
২০২১ (৭৩তম) | অলিভিয়া কলম্যান | রানী দ্বিতীয় এলিজাবেথ | দ্য ক্রাউন | "৪৮:১" | নেটফ্লিক্স |
উজো আদুবা | ড. ব্রুক টেলর | ইন ট্রিটমেন্ট | "ব্রুক - সপ্তাহ 5" | এইচবিও | |
এমা কোরিন | ডায়ানা, ওয়েলসের রাজকুমারী | দ্য ক্রাউন | "ফেয়ারি টেল" | নেটফ্লিক্স | |
এলিজাবেথ মস | জুন ওসবোর্ন | হ্যান্ডমেইডের গল্প | "হোম" | হুলু | |
এমজে রদ্রিগেজ | ব্লাঙ্কা রদ্রিগেজ | অঙ্গবিক্ষেপ | "সিরিজের সমাপ্তি" | এফএক্স | |
জুর্নি স্মোলেট | লেটিটিয়া "লেটি" লুইস | লাভক্রাফট কান্ট্রি | "হোলি গৌস্ট" | এইচবিও |
একাধিক পুরস্কার জয়ী অনুষ্ঠান
সম্পাদনা;৬টি জয়
|
;২টি জয়
|
একাধিকবার বিজয়ী অভিনেত্রী
সম্পাদনা;৪টি জয়
|
;২টি জয়
|
আরও দেখুন
সম্পাদনা- নাট্যধর্মী ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কার
- নাট্যধর্মী টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য ধারাবাহিক)