হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রীকে এই পুরস্কার প্রদান করা হয়। ১৮তম প্রাইমটাইম এমি পুরস্কার থেকে হাস্যরসাত্মক ধারাবাহিকের প্রধান অভিনেত্রীরা এই বিভাগের প্রতিযোগিতার জন্য মনোনীত হতেন। এর পূর্বে মিনি ধারাবাহিক, টেলিভিশন চলচ্চিত্র এবং অতিথি অভিনেত্ররাওও মূল অভিনয়শিল্পীদলের সাথে এই বিভাগে প্রতিযোগিতা করতেন।

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৫৪
বর্তমানে আধৃতজিন স্মার্ট,
হ্যাকস (২০২১)
ওয়েবসাইটemmys.com

জুলিয়া লুই-ড্রাইফাস এই বিভাগে সর্বাধিক চারবার পুরস্কৃত হন এবং সর্বাধিক ১২ বার এই পুরস্কারের মনোনয়ন পান। সাম্প্রতিক বিজয়ী জিন স্মার্ট হ্যাকস টিভি ধারাবাহিকে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন।

২০২০-এর দশক সম্পাদনা

বছর অভিনেত্রী ভূমিকা অনুষ্ঠান জমাকৃত পর্ব অন্তর্জাল
২০২০



</br> (Nd২ তম)
ক্যাথরিন ও'হারা মইরা রোজ শিট্‌স ক্রিক "দ্য ইনসিডেন্ট" পপ টিভি
ক্রিস্টিনা অ্যাপলেগেট জেন হার্ডিং ডেড টু মি "ইট্‌স নট ইউ, ইট্‌স মি" নেটফ্লিক্স
রেচেল ব্রসনাহ্যান মরিয়ম "মিডজ" মাইজেল দ্য মার্ভেলাস মিসেস মেইজেল "আ জিউইশ গার্ল ওয়াকস ইনটু দি অ্যাপোলো..." অ্যামাজন প্রাইম ভিডিও
লিন্ডা কার্ডেলিনি জুডি হেল ডেড টু মি "ইফ অনলি ইউ ন্যু" নেটফ্লিক্স
ইসা রে ইসা ডি ইনসিকিউর "লোকি হ্যাপি" এইচবিও
ট্রেসি এলিস রস ড. রেইনবো জনসন ব্ল্যাক-ইশ "কিড লাইফ ক্রাইসিস" এবিসি
২০২১



</br> (73 তম)
জিন স্মার্ট ডেবরা ভ্যান্স হ্যাকস "১.৬৯ মিলিয়ন" HBO সর্বোচ্চ
এইডি ব্রায়ান্ট অ্যানি ইস্টন শ্রিল "র‍্যাঞ্চার্স" হুলু
ক্যালি কুওকো ক্যাসি বাউডেন দ্য ফ্লাইট অ্যাটেনড্যান্ট "ইন কেস অব ইমার্জেন্সি" HBO সর্বোচ্চ
অ্যালিসন জ্যানি বোনি প্লাঙ্কেট মম "মাই কাইন্ডা পিপল অ্যান্ড বিগ টু-ডো" সিবিএস
ট্রেসি এলিস রস ড. রেইনবো জনসন ব্ল্যাক-ইশ "বেবস ইন বয়ল্যান্ড" এবিসি

একাধিক পুরস্কার জয়ী অনুষ্ঠান সম্পাদনা

একাধিকবার জয়ী অভিনেতা সম্পাদনা

নেটওয়ার্ক অনুযায়ী মোট পুরস্কার সম্পাদনা

  • সিবিএস - ২৬
  • এনবিসি - ১৬
  • এবিসি - ৭
  • এইচবিও - ৭
  • শো টাইম - ২
  • আমাজন - ২
  • পপ টিভি - ১

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা