শার্লি বুথ

মার্কিন অভিনেত্রী

শার্লি বুথ (ইংরেজি: Shirley Booth জন্ম: মারজরি ফোর্ড,[১] ৩০ আগস্ট ১৮৯৮ - ১৬ অক্টোবর ১৯৯২) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন - এই তিন মাধ্যমেই অভিনয় করেছেন।

শার্লি বুথ
Shirley Booth
১৯৫০ সালে বুথ
জন্ম
মারজরি ফোর্ড

(১৮৯৮-০৮-৩০)৩০ আগস্ট ১৮৯৮
মৃত্যুঅক্টোবর ১৬, ১৯৯২(1992-10-16) (বয়স ৯৪)
নর্থ চ্যাটাম, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিমাউন্ট হেবরন সেমেটারি, মন্টেক্লেয়ার, নিউ জার্সি
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯২৫–১৯৭৪
দাম্পত্য সঙ্গীএড গার্ডনার
(বি. ১৯২৯; বিচ্ছেদ. ১৯৪২)

উইলিয়াম এইচ. বেকার জুনিয়র
(বি. ১৯৪৩; মৃ. ১৯৫১)

মূলত মঞ্চ অভিনেত্রী বুথ ১৯২৫ সালে ব্রডওয়ে মঞ্চে কাজ শুরু করেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল নাট্যধর্মী কাম ব্যাক, লিটল শেবা, যার জন্য তিনি ১৯৫০ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন। ১৯৫২ সালে তিনি এই মঞ্চনাটকের চলচ্চিত্রায়নে তার চলচ্চিত্রে অভিষেক হয়, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে উজ্জ্বল কর্মজীবন সত্ত্বেও তিনি মাত্র চারটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং মঞ্চে অভিনয়েই বেশি মনযোগী ছিলেন।

১৯৬১-৬৬ সালে তিনি টেলিভিশন সিটকম হ্যাজেল-এ নাম ভূমিকায় অভিনয় করেন এবং এই কাজের জন্য দুটি প্রাইমটাইম এমি পুরস্কার লাভ করেন। ফলে তিনি অভিনয়ের ত্রি-মুকুট (একাডেমি পুরস্কার, টনি পুরস্কার ও এমি পুরস্কার বিজয়ী) বিজয়ীদের একজন। তিনি পরবর্তীকালে ১৯৬৬ সালের টেলিভিশন ধারাবাহিক দ্য গ্লাস ম্যানেজারি-তে অভিনয় করেন সমাদৃত হন। তার সর্বশেষ কাজ ছিল ১৯৭৪ সালের অ্যানিমেটেড টেলিভিশন বিশেষ অনুষ্ঠান দ্য ইয়ার উইদাউট সান্টা ক্লজ

প্রারম্ভিক জীবন সম্পাদনা

বুথ ১৮৯৮ সালের ৩০শে আগস্ট নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে জন্মগ্রহণ করেন।[২][৩] তার পিতা অ্যালবার্ট জেমস ফোর্ড এবং মাতা ভার্জিনিয়া এম. ফোর্ড (প্রদত্ত নাম: রাইট)। তার ছোট বোন জিন (জ. ১৯১৪)। তিনি ব্রুকলিনের ফ্ল্যাটবাশে শৈশব কাটান এবং পাবলিক স্কুল ১৫২-এ পড়াশোনা করেন।[৪][৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. A copy of her birth certificate reflecting the true birth name and date is located in Booth's clippings file on the third floor of the New York Public Library for the Performing Arts at Lincoln Center.
  2. "Ancestry Library Edition"Search.ancestrylibrary.com। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৮ 
  3. "Ancestry Library Edition"Search.ancestrylibrary.com। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৮ 
  4. "Actress Shirley Booth, Star of TV's Hazel, Dies"The Seattle Times। অক্টোবর ২১, ১৯৯২। 
  5. Coughlan, Robert (ডিসেম্বর ১, ১৯৫২)। "New Queen of the Drama"Life33 (22): 129। আইএসএসএন 0024-3019 
  6. ডানিং, জন (১৯৯৮)। On the Air: The Encyclopedia of Old-Time Radio। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ২১৩। আইএসবিএন 0-199-84045-8। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা