নাগরীপ্রচারিণী সভা
নাগরী প্রচারিণী সভা হিন্দি ভাষা ও সাহিত্য এবং দেবনাগরী লিপির প্রচার ও প্রসারের জন্য ভারতের অন্যতম প্রধান সংস্থা। ভারতেন্দু যুগ থেকে হিন্দি সাহিত্যের সব উল্লেখযোগ্য প্রবণতা প্রবিধান, নিয়ন্ত্রণ ও পরিচালনায় এই সমাবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সভার প্রধান কার্যালয় বারাণসীতে এবং এর শাখাগুলি রয়েছে নয়াদিল্লি ও হরিদ্বারে।
প্রতিষ্ঠিত | ১৬ জুলাই, ১৮৯৩ |
---|---|
অবস্থান | নাগরীপ্রচারিনী সভা, বিশ্বেশ্বর গঞ্জ প্রধান ডাকঘর বিপরীতে, বারাণসী- ২২১০০১ উত্তর প্রদেশ , কাশী , ভারত |
হিন্দি বিশ্বকোষ, হিন্দি শব্দসাগর এবং সংজ্ঞাগত শব্দকোষ নাগরিক প্রচারিণী সভার পৃষ্ঠপোষকতায় তৈরি করা হয়েছিল। সভা আর্যভাষা গ্রন্থাগার ও ছাপাখানা প্রতিষ্ঠা করে এবং সরস্বতী নামে বিখ্যাত পত্রিকা চালু করে। হস্তলিখিত বইয়ের সন্ধান ও সংরক্ষণের জন্য, ১৯০০ সাল থেকে, সভা কোন জায়গায় কোন গ্রন্থ পাওয়া যায় তা খুঁজে বের করার জন্য গ্রাম থেকে গ্রামে এবং শহরে শহরে গবেষক পাঠাতে শুরু করে। সভার প্রচেষ্টার কারণে, ১৯০০ সাল থেকে উত্তর প্রদেশে (তৎকালীন যুক্তপ্রদেশ) নাগরির ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল এবং সরকারি কর্মচারীদের জন্য হিন্দি এবং উর্দু উভয় ভাষাই জানা বাধ্যতামূলক করা হয়েছিল। সংগঠন এবং সর্বভারতীয় হিন্দি সাহিত্য সম্মেলনের প্রথম সভাও সংগঠন আয়োজন করেছিল। প্রাথমিক নয় বছর ধরে, এই সমাবেশটি ভারত কলা ভবন নামে আন্তর্জাতিকভাবে বিখ্যাত প্রত্নতত্ত্ব ও চিত্রকলার সংগ্রহ সংরক্ষণ, লালন ও প্রচার অব্যাহত রাখে।
প্রতিষ্ঠা
সম্পাদনাকাশী নাগরীপ্রচারিণী সভা প্রতিষ্ঠার ধারণাটি বারাণসীর কুইন্স কলেজের নবম শ্রেণির তিনজন ছাত্র - বাবু শ্যামসুন্দর দাস, পন্ডিত রামনারায়ণ মিশ্র এবং শিবকুমার সিং কলেজের হোস্টেলের বারান্দায় বসেছিলেন। পরবর্তীতে ১৬ জুলাই, ১৮৯৩ সালে, এই মহান ব্যক্তিত্ববর্গের দ্বারা এর প্রতিষ্ঠার তারিখ নির্ধারণ করা হয়েছিল এবং আধুনিক হিন্দির জনক, ভারতেন্দু হরিশ্চন্দ্রের কাকাতো ভাই বাবু রাধাকৃষ্ণ দাস এর প্রথম সভাপতি হয়েছিলেন। এর সভা হতো কাশীর সপ্তসাগর এলাকার ঘুডসালে। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের একটি স্বতন্ত্র ভবন নির্মিত হয়। প্রথম বছরেই যারা এর সদস্য হয়েছিলেন তাদের মধ্যে মহামহোপাধ্যায় পণ্ডিত সুধাকর দ্বিবেদী, জর্জ গ্রিয়ারসন, অম্বিকাদত্ত ব্যাস, চৌধুরী প্রেমঘন ছিলেন ভারতের খ্যাতিসম্পন্ন পণ্ডিত।
এই সময়টা ছিল যখন ইংরেজি, উর্দু এবং ফার্সি ভাষার আধিপত্য ছিল এবং যারা হিন্দি ব্যবহার করত তাদের অবজ্ঞার চোখে দেখা হত। সে সময়ের পরিস্থিতিতে উদ্দেশ্য পূরণে প্রথম থেকেই প্রতিকূলতার মধ্যেই পথ খুঁজতে হয়েছিল বৈঠকটিকে। কিন্তু সভা প্রথম থেকেই তৎকালীন শিক্ষাবিদ ও জনসমাজ থেকে সহানুভূতি ও সক্রিয় সহযোগিতা পেতে শুরু করে, তাই প্রতিষ্ঠার পরপরই সভাটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কাজগুলি শুরু করে।
কাজ এবং সাফল্য
সম্পাদনাপ্রতিষ্ঠার পরপরই, সভা অত্যন্ত সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কাজগুলি শুরু করে। সভা তার জীবনের শেষ বছরগুলিতে যে কাজগুলি করেছে তার সংক্ষিপ্ত বিবরণ নীচে দেওয়া হল।
সরকারী ভাষা এবং সরকারী লিপি
সম্পাদনাসভা প্রতিষ্ঠার সময় পর্যন্ত উত্তরপ্রদেশের আদালতে শুধুমাত্র ইংরেজি ও উর্দুই চলত। সভার প্রচেষ্টায় যার মধ্যে মহামনা পণ্ডিত মদন মোহন মালব্যের একটি বিশেষ অবদান ছিল, ১৯০০ সাল থেকে, উত্তর প্রদেশে (তৎকালীন যুক্তপ্রদেশ ) নাগরী ব্যবহারের অনুমতি পাওয়া যায় এবং সরকারি কর্মচারীদের জন্য হিন্দি এবং উর্দু উভয় ভাষাই জানা বাধ্যতামূলক করা হয়েছিল।
দেওয়ানি আদালতের চরিত্র
সম্পাদনা১৮৯৬ সালে, ব্রিটিশ সরকার সরকারি অফিস ও আদালতে ফার্সি অক্ষরের পরিবর্তে রোমান হরফে লেখার আদেশ জারি করে। সরকারের এই আদেশের কারণে নাগরী প্রচারিণী সভা ও হিন্দি কর্মীদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। নাগরী ভাষার সমর্থকদের ভয় ছিল আদালত ও সরকারি অফিসে রোমান লিপি কার্যকর হলে আদালতে নাগরী ভাষার দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। নাগরী প্রচারিণী সভা রোমান লিপির বিরুদ্ধে আদালতে আন্দোলন শুরু করে। বাবু শ্যামসুন্দর দাস মুজাফফরপুরে গিয়ে আন্দোলনকে সোচ্চার করে তোলেন; সেখানে তিনি পরমেশ্বর নারায়ণ মেহতা এবং বিশ্বনাথ প্রসাদ মেহতার সাথে দেখা করেন এবং কিছু অর্থ সংগ্রহ করে কাশীতে ফিরে আসেন। এখানে বাবু রাধাকৃষ্ণ দাস নাগরী ক্যারেক্টর প্রবন্ধটি প্রস্তুত করেন। বাবু শ্যামসুন্দর দাস এই প্রবন্ধের পুস্তিকা ছাপিয়ে জনগণের মধ্যে বিতরণ করেন। নাগরী প্রচারিণী সভা এবং হিন্দি সেবাইয়ের আন্দোলনের প্রভাবে সরকার ১৮৯৬ সালের জুলাই মাসে আদালতে রোমান লিপি লেখা নিষিদ্ধ করার আদেশ জারি করে।
নাগরী প্রচারিণী সভার সদস্যরা গভীরভাবে আলোচনা করছিলেন কিভাবে আদালতে নাগরী ভাষার ব্যবহার বাস্তবায়ন করা যায়। ১৮৯৬ সালে, ভারতীয় ভবনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যার চেয়ারম্যান ছিলেন বিচারপতি নক্স। তিনি সমবেত ও পণ্ডিত মদনমোহন মালব্যকে বলেন, আপনারা আদালতে নাগরী ভাষা বাস্তবায়নের চেষ্টা করুন। পণ্ডিত মদন মোহন মালভিয়া অত্যন্ত কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে 'উত্তর পশ্চিম প্রদেশ ও অবধে আদালতের ক্যারেক্টার এবং প্রাথমিক শিক্ষা' প্রস্তুত করেন। ১৮৯৮ সালে, বাবু শ্যামসুন্দর দাস এই স্মারকটির সারসংক্ষেপ হিন্দিতে 'আদালতি অক্ষর এবং উত্তর-পূর্ব প্রদেশ তথা অবধে প্রাথমিক শিক্ষা' শিরোনামে প্রকাশ করে নাগরিকদের অনুকূলে পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নাগরী প্রচারিণী সভা এই নিবন্ধে, আদালতে নাগরী ভাষা প্রয়োগের পক্ষে অনেক উদাহরণ এবং যুক্তি উপস্থাপন করা হয়েছিল এবং এটিও বলা হয়েছিল যে উত্তর-পশ্চিম প্রদেশের আদালতে নাগরী ভাষা প্রয়োগ না হওয়ার কারণে জনসাধারণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে..
'আদালিত অক্ষর এবং উত্তর-পশ্চিম প্রদেশে তথা অবধে প্রাথমিক শিক্ষা ' প্রবন্ধে ১৮৩০ সালের ৩০ সেপ্টেম্বর তারিখের আদালতের আদেশের উল্লেখ করে বলা হয়েছিল যে
- এখানকার বাসিন্দাদের বিচারকের ভাষা শেখার চেয়ে বিচারকের পক্ষে ভারতীয়দের ভাষা শেখা অনেক সহজ হবে, তাই আমরা মনে করি যে আদালতের সমস্ত কার্যক্রম সেই ভাষায় হওয়া উচিত যা জনসাধারণ বুঝতে সক্ষম।
নাগরী প্রচারিণী সভার কর্মীরা বিভিন্ন শহরে ঘুরে সিভিল কোর্ট মেমোরিয়ালে ষাট হাজার লোকের সই সংগ্রহ করেন। কেদারনাথ পাঠক সিভিল কোর্ট মেমোরিয়ালে স্বাক্ষর করার জন্য অনেক অবদান রেখেছিলেন। ব্রিটিশ সরকার নির্বিশেষে, তিনি কানপুর, লখনউ, বালিয়া, গাজিপুর, গোরখপুর, ইটাওয়া, আলিগড়, মিরাট, হারদোই, দেরাদুন, ফৈজাবাদের মতো শহরে ঘুরে বেড়ান এবং স্মারকটিতে স্বাক্ষর করার জন্য লোকেদের নিয়ে আসেন। এ সময় তাকে রাষ্ট্রদ্রোহ মামলার মুখোমুখি হতে হয় এবং জেলে যেতে হয়।
ষাট হাজার ব্যক্তির স্বাক্ষর সহ ষোল খণ্ডের 'সিভিল কোর্ট ক্যারেক্টার মেমোরিয়াল' উত্তর-পশ্চিম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর অ্যান্টনি ম্যাকডোনেলের কাছে হস্তান্তর করার কথা বিবেচনা করা হয়েছিল। ম্যাকড্যানিয়েলকে স্মারকটি উপস্থাপন করার জন্য একটি সতেরো জনের প্রতিনিধি দল গঠন করা হয়েছিল। সরস্বতী পত্রিকার ১৯০০ সালের এপ্রিল সংখ্যায় প্রকাশিত 'উত্তর-পশ্চিম প্রদেশ এবং অবধে নাগরী অক্ষরের প্রচার ' শিরোনামের নিবন্ধে এই প্রতিনিধিদলের অন্তর্ভুক্ত সতের জনের তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকা নিম্নরূপ-
- ১. মহারাজ স্যার প্রতাপনারায়ণ সিং বাহাদুর, কে.কে. সি.আই.ই., অযোধ্যা
- ২. রাজা রামপ্রতাপ সিং বাহাদুর, মান্দা এলাহাবাদ
- ৩. রাজা ঘনশ্যাম সিং, মুরসান, আলীগড়
- ৪. রাজা রামপাল সিং সদস্য আইন পরিষদ, রাপুর, প্রতাপগড়
- ৫. রাজা শেঠ লক্ষ্মণদাস, C.I.E., মথুরা
- ৬. রাজা বলবন্ত সিং, C.I.E., ইটা
- ৭. রায় সিদ্ধেশ্বরী প্রসাদ নারায়ণ সিং বাহাদুর, গোরখপুর
- ৮. রায় কৃষ্ণ সহায় বাহাদুর, সভাপতি দেবনাগরী প্রচারিণী সভা, মিরাট
- ৯. রায় কানওয়ার হরিচরণ মিশ্র বাহাদুর, বেরেলি
- ১০. রায় নিহালচাঁদ বাহাদুর, মুজাফফর নগর
- ১১. মাননীয় রায় শ্রীরাম বাহাদুর, M.A.B.L. অ্যাডভোকেট অবধ, সদস্য প্রাদেশিক আইন পরিষদ, এবং ফেলো এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, লখনউ
- ১২. রায় প্রমদাদাস মিত্র বাহাদুর, ফেলো এলাহাবাদ বিশ্ববিদ্যালয়
- ১৩. মাননীয় শেঠ রঘুবর্দায়ন, সদস্য প্রাদেশিক আইন পরিষদ, সীতাপুর
- ১৪. মুন্সী মাধবলাল, রইস, কাশী
- ১৫. মুন্সি রমনপ্রসাদ, অ্যাডভোকেট এবং চেয়ারম্যান কায়স্থ পাঠশালা কমিটি, এলাহাবাদ
- ১৬. পণ্ডিত সুন্দরলাল বি.এ. অ্যাডভোকেট এবং ফেলো এলাহাবাদ বিশ্ববিদ্যালয়
- ১৭. পণ্ডিত মদন মোহন মালব্য, বি.এ. এলএলবি, অ্যাডভোকেট হাইকোর্ট, এবং প্রতিনিধি কাশী নাগরী প্রচারিণী সভা।
১৮৯৮ সালের ২ মার্চ, মদন মোহন মালভিয়ার নেতৃত্বে ১৭ জনের একটি প্রতিনিধি দল উত্তর পশ্চিম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর অ্যান্টনি ম্যাকডোনেলের কাছে 'উত্তর পশ্চিম প্রদেশে আদালতের অক্ষর এবং প্রাথমিক শিক্ষা' জমা দেয়। নাগরী প্রচারিণী সভা এবং মহামনার নেতৃত্বে এই আন্দোলনের ফলে উত্তর পশ্চিম প্রদেশের আদালত ও প্রাথমিক বিদ্যালয়ে হিন্দি ভাষার জন্য দরজা খুলে যায়। ১৮ এপ্রিল, ১৯০০-এ, উত্তর-পশ্চিম প্রদেশ এবং আওয়াধের লেফটেন্যান্ট গভর্নর, অ্যান্টনি ম্যাকডোনেল, 'বোর্ড অফ রেভিনিউ' এবং হাইকোর্ট এবং 'অবধের বিচার বিভাগীয় কমিশনার'-এর সম্মতিতে একটি ডিক্রি জারি করেন। [১]
'সরস্বতী' পত্রিকার ১৯০০ সালের এপ্রিল সংখ্যায় 'উত্তর-পশ্চিম প্রদেশ ও অবধে নাগরী অক্ষরের প্রচার' প্রবন্ধে, গভর্নর অ্যান্টনি ম্যাকডোনেলের আদেশটি মৌখিকভাবে প্রকাশিত হয়েছিল। যে যায়-
- (১) সমস্ত মানুষ তাদের পছন্দ অনুযায়ী নাগরী বা ফার্সি অক্ষরে আবেদন-নিবেদন জমা দিতে পারে।
- (২) সমস্ত সমন, নোটিশ এবং অন্যান্য ধরণের চিঠি যা দেশের ভাষায় সরকারি আদালত বা প্রধান কর্মচারীদের তরফে প্রকাশিত হয় তা ফার্সি এবং নাগরী অক্ষরে জারি করা হবে এবং এই চিঠিগুলির অবশিষ্টাংশও হিন্দি ভাষায় প্রকাশিত হবে যতটা ফার্সি অক্ষরে করা হয়।
- (৩) ইংরেজ অফিসার ব্যতীত এখন থেকে কোন ব্যক্তিকে কোন আদালতে নিযুক্ত করা যাবে না, যদি না তিনি নাগরী ও ফারসি অক্ষর সাবলীলভাবে পড়তে ও লিখতে পারেন।
আর্যভাষা গ্রন্থাগার
সম্পাদনাসভার এই গ্রন্থাগারটি দেশের বৃহত্তম হিন্দি গ্রন্থাগার । ঠাকুর গদাধর সিং সভাকে তাঁর গ্রন্থাগার প্রদান করেন এবং সেখান থেকে এটি ১৮৯৬ খ্রিস্টাব্দে সভায় প্রতিষ্ঠিত হয়। ১৯০৩-০৪ সালে এটি বিশেষগড়গঞ্জের বর্তমান ভবনে স্থানান্তরিত হয়। [২] এই লাইব্রেরিটি হিন্দিতে প্রকাশিত গুরুত্বপূর্ণ বই এবং সাময়িকীর সংগ্রহে অনন্য, বিশেষ করে ১৮ শতকের শেষ বছর এবং ২০ শতকের শুরুতে। এত বড় পাণ্ডুলিপির সংগ্রহ আর কোথাও নেই। অনুপলব্ধ এবং দুর্লভ গ্রন্থের এমন সংকলন অন্য কোথাও পাওয়াও কঠিন। [৩]
মুদ্রিত বইগুলি ডিউয়ের দশমিক পদ্ধতি অনুসারে শ্রেণিবদ্ধ করা হয়। এর উপযোগিতা কেবলমাত্র এই সত্য থেকে স্পষ্ট যে হিন্দিতে গবেষণা করা কোনও ছাত্র এই লাইব্রেরিতে না যাওয়া পর্যন্ত তার গবেষণার কাজ শেষ করে না। স্ব. পণ্ডিত মহাবীরপ্রসাদ দ্বিবেদী, স্ব. জগন্নাথদাস 'রত্নাকর', স্ব. পন্ডিত মায়াশঙ্কর ইয়াগনিক, স্ব. হিরানন্দ শাস্ত্রী ও স্বয়ং ড. পন্ডিত রামনারায়ণ মিশ্রও এই লাইব্রেরিতে নিজের সংগ্রহ দিয়েছেন, যা এর উপযোগিতা আরও বাড়িয়ে দিয়েছে।
পাণ্ডুলিপি অনুসন্ধান করুন
সম্পাদনাএটি প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে সভার লক্ষ্য ছিল যে প্রাচীন পণ্ডিতদের পাণ্ডুলিপিগুলি শহর ও গ্রামের মানুষের বিছানায় বেঁধে ধ্বংস করা হচ্ছে। অতএব, ১৯০০ সাল থেকে, সভা গ্রাম থেকে গ্রামে এবং শহর থেকে শহরে গবেষকদের পাঠাতে শুরু করে যাতে কোন গ্রন্থগুলি কার জায়গায় পাওয়া যায় তা খুঁজে বের করার জন্য। উত্তরপ্রদেশে, এখন পর্যন্ত এই কাজটি খুব বিশদভাবে এবং ব্যাপকভাবে করা হচ্ছে। এ ছাড়া পাঞ্জাব, দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশেও এই কাজ করা হয়েছে। এই গবেষণার ত্রিবার্ষিক প্রতিবেদনও সভা প্রকাশ করেছে। ১৯৫৫ সাল পর্যন্ত অনুসন্ধানের সংক্ষিপ্ত বিবরণও সভা দুটি ভাগে প্রকাশ করেছে। এই পরিকল্পনার ফলস্বরূপ, হিন্দি সাহিত্যের একটি নিয়মতান্ত্রিক ইতিহাস তৈরি করা হয়েছে এবং অনেক অজানা লেখক এবং পরিচিত লেখকদের অনেক অজানা কাজ প্রকাশিত হয়েছে। আজ সভার ২০ হাজারেরও বেশি পাণ্ডুলিপি, ৫০ হাজারেরও বেশি পুরানো জার্নাল এবং ১.২৫ লক্ষেরও বেশি পাঠ্যের ভান্ডার রয়েছে। এই হিন্দি ভাষার এই বিপুল ঐশ্বর্য সংরক্ষণের জন্য সংস্থার কাছে পর্যাপ্ত তহবিল নেই। [৪]
প্রকাশনা
সম্পাদনাসর্বোত্তম বই ও ম্যাগাজিন প্রকাশ করা সভার অন্যতম মূল উদ্দেশ্য। এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রায় ৫০০ বই প্রকাশ করেছে সভা। ত্রৈমাসিক 'নাগরী প্রচারিণী পত্রিকা' হল সভার মুখপত্র এবং হিন্দিতে একটি সুপরিচিত গবেষণা জার্নাল। ভারতীয় ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের উপর গবেষণামূলক উপাদান এতে মুদ্রিত হয় এবং এটি নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে প্রাচীনতম। সভা কর্তৃক মাসিক 'হিন্দি', 'বিধান পত্রিকা' এবং 'হিন্দি রিভিউ' (ইংরেজি) নামে পত্রিকাগুলিও প্রকাশ করা হয়েছিল কিন্তু পরে সেগুলো বন্ধ হয়ে যায়। সভার উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে হিন্দি শব্দসাগর, হিন্দি ব্যাকরণ, বৈজ্ঞানিক শব্দভাণ্ডার, সুর, তুলসী, কবির, জয়সী, ভিখারী দাস, পদ্মাকর, যশবনসিংহ, মতিরাম প্রভৃতি প্রধান কবিদের বই, কাছারি-হিন্দি-কোষ, দ্বিবেদী অভিনন্দন অভিনন্দন গ্রন্থ, সম্পুর্নন্দন গ্রন্থ। গ্রন্থ, হিন্দি সাহিত্য।ইতিহাস ও হিন্দি বিশ্বকোষ ইত্যাদি গ্রন্থ প্রধান।
হিন্দি বিশ্বকোষ এবং হিন্দি শব্দসাগর
সম্পাদনাউপরোক্ত রচনাগুলি ছাড়াও , কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় সভা দ্বারা হিন্দি বিশ্বকোষ প্রকাশিত হয়েছে। এর বারোটি খণ্ড প্রকাশিত হয়েছে। হিন্দি অভিধানের সংশোধন-সংযোজন কেন্দ্রীয় সরকারের সহায়তায় সভা করেছে, যা দশটি খণ্ডে প্রকাশিত হয়েছে। এটি হিন্দির সবচেয়ে খাঁটি এবং ব্যাপক অভিধান। ছাত্রদের চাহিদা মেটাতে আরও দুটি ছোট অভিধান 'লাঘু শব্দসাগর' এবং 'লাঘুতার শব্দসাগর'ও প্রস্তুত করেছে সভা। সভাটি ভারতীয় ভাষায় দেবনাগরী লিপিতে এবং অন্যান্য ভারতীয় ভাষার লিপিতে হিন্দিতে সাহিত্য প্রকাশের জন্য পদ্ধতিগতভাবে সক্রিয়। প্রেমচাঁদ জির জন্য তাঁর জন্মস্থান লামহীতে (বারানসী) একটি স্মৃতিসৌধও নির্মিত হয়েছে।
শর্তাবলীর শব্দকোষ
সম্পাদনা৮ বছরের কঠোর পরিশ্রমে, কাশী নগর প্রচারণী সভা ১৮৯৮ সালে পরিভাষাটি তৈরি করে। হিন্দিতে পরিভাষাগত শব্দ তৈরি করার এই প্রথম সবচেয়ে সুপরিকল্পিত, প্রাতিষ্ঠানিক প্রচেষ্টায়, গুজরাটি, মারাঠি এবং বাংলা ভাষায়ও অনুরূপ কাজের তৎপরতা লক্ষ করা গিয়েছিল। সমাবেশের এই কাজটি দেশের প্রচলিত সকল ভাষায় বৈজ্ঞানিক পরিভাষা ও সাহিত্য সৃষ্টির ধারাবাহিক প্রক্রিয়ার সূচনা বলে প্রমাণিত হয়।
ছাপাখানা
সম্পাদনা১৯৫৩ সাল থেকে, সভা তার প্রকাশনা কাজ সঠিকভাবে চালানোর উদ্দেশ্যে নিজস্ব ছাপাখানাও চালাচ্ছে। পুরস্কার পদক - সর্বাধিক সংখ্যায় প্রকাশিত বিভিন্ন বিষয়ের সেরা বইগুলিকে উত্সাহিত করার উদ্দেশ্যে, প্রতি বছর সভা হিন্দি-বিশ্বে অত্যন্ত সম্মানিত লেখকদের অনেক পুরস্কার এবং স্বর্ণ ও রৌপ্য পদক দেয়।
অন্যান্য প্রবণতা
সম্পাদনাঅনুরূপ ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে অধিভুক্তি স্থাপন, অহিন্দিভাষী শিক্ষার্থীদের হিন্দি অধ্যয়নের জন্য বৃত্তি প্রদান, হিন্দি শর্টহ্যান্ড এবং টাইপিং (টাইপ রাইটিং) শেখানো, সময়ে সময়ে জনপ্রিয় বিষয়ের উপর সুস্পষ্ট বক্তৃতা আয়োজন, প্রাচীন ও সমসাময়িক পণ্ডিতদের সাথে দেখা করা, তৈলচিত্র স্থাপন। সভা ভবনে সভার অন্যান্য প্রবণতা।
১৯০৫ সালে, কাশীতে কংগ্রেসের অধিবেশন উপলক্ষে, স্যার রমেশ চন্দ্র দত্তের সভাপতিত্বে একটি ভাষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং লোকমান্য বালগঙ্গাধর তিলক ঘোষণা করেছিলেন যে হিন্দি ভারতের ভাষা হতে পারে এবং দেবনাগরী লিপি বিকল্পভাবে, এটি করা উচিত। ভারতের সমস্ত ভাষার জন্য ব্যবহার করা হবে এবং এটি হাউস দ্বারা করা উচিত।
সুপরিচিত মাসিক ম্যাগাজিন সরস্বতী চালু হয় এবং এর সম্পাদনার পুরো আয়োজন শুরুতে এই সমাবেশই করেছিল। সংগঠন এবং সর্বভারতীয় হিন্দি সাহিত্য সম্মেলনের প্রথম সংগঠনও সভা আয়োজন করেছিল। একইভাবে, এই সমাবেশটি বর্তমান হিন্দু বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভারত কলা ভবন নামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রত্নতত্ত্ব ও চিত্রকলার সংগ্রহের একটি যুগের সংরক্ষণ, লালন ও প্রচার অব্যাহত রেখেছে। অবশেষে, যখন তার স্বাধীন বিকাশ এখানে বাধাগ্রস্ত হতে শুরু করে এবং বিশ্ববিদ্যালয়ে তার ভবিষ্যত পদোন্নতির সম্ভাবনা দেখা দেয়, তখন সমাবেশ তাকে বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করে।
সুবর্ণ জয়ন্তী ও হীরক জয়ন্তী
সম্পাদনাসংবত ২০০০ V. (১৯৪৩) সালে সভা তার সুবর্ণ জয়ন্তী এবং মহারাজা বিক্রমাদিত্যের দ্বি-সহস্রাব্দ জন্মবার্ষিকী উদযাপন করেছিল। একইভাবে জীবনের ৬০ বছর পূর্ণ করার উপলক্ষ্যে ন. ২০১০ সালে (১৯৫৩ খ্রিস্টাব্দ), তিনি তার হীরক জয়ন্তী খুব জাঁকজমকভাবে আয়োজন করেছিলেন। এই দুটি অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে এই অনুষ্ঠানগুলি নিছক উৎসব ছিল না, তবে এই উপলক্ষ্যে সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুনির্দিষ্ট এবং সৃজনশীল কাজ শুরু করেছিল। উদাহরণস্বরূপ, সুবর্ণ জয়ন্তীতে, সভা তার ৫০ বছরের বিস্তারিত ইতিহাস এবং নাগরীপাচারিণী পত্রিকার বিক্রমাঙ্ক (দুটি খণ্ডে) প্রকাশ করে। ৫০ বছরের অনুসন্ধানে জানা উপাদানগুলির একটি বিবরণ এবং ভারত কলা ভবন এবং আর্যভাষা গ্রন্থাগারে সংগৃহীত উপাদানগুলির একটি পদ্ধতিগত তালিকা প্রকাশ করার পরিকল্পনাও তাঁর ছিল, তবে এই কাজগুলি টুকরো টুকরো করা যেতে পারে। পরিব্রাজক স্বামী, সত্যদেব জি এই উপলক্ষে তাঁর আশ্রম সত্যজ্ঞান নিকেতনকে সভাকে দান করেছিলেন যাতে এটিকে দেশের পশ্চিমাঞ্চলে প্রচার কাজের কেন্দ্র করে তোলা হয়। একইভাবে, হীরক জয়ন্তীতে, সভার ৬০ বছরের ইতিহাসের সাথে, সভার পরিকল্পনা ছিল হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষার সাহিত্যের এই ৬০ বছরের ইতিহাস, নারী প্রচারিণী পত্রিকার একটি বিশেষ সংখ্যা, সংশোধন- হিন্দি শব্দসাগরের সংযোজন এবং আকারে পাঠ্যের একটি সিরিজ। সভাতে যথাযথ সরকারি সহযোগিতাও ছিল, ফলস্বরূপ, সভা এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করছে।
বুদ্ধিবৃত্তিক এবং অর্থনৈতিক সহযোগিতা
সম্পাদনাদেশের অনেক নেতা নাগরী প্রচারিণী সভায় যোগদান করেন এবং বুদ্ধিবৃত্তিক ও আর্থিকভাবে সাহায্য করেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় সভার ট্রাস্টি বোর্ডের সভাপতি হন এবং পরে লালা লাজপত রায় এই পদে আসেন। স্যার তেজ বাহাদুর সপ্রু সেই যুগে সভাকে আর্থিক ও নৈতিকভাবে সাহায্য করেছিলেন, যার মূল্য তখন হাজার হাজার টাকা। গোবিন্দবল্লভ পন্ত ১৯০৮ সাল থেকে প্রতি মাসে দেড় টাকা দিয়ে সভাকে সাহায্য করতে শুরু করেন। নাগরী প্রচারিণী সভার সঙ্গে তাঁর সংগঠন 'প্রেম সভা' যুক্ত করে তিনি তাঁর সামাজিক ও রাজনৈতিক জীবন শুরু করেন। তৎকালীন রাজা ও সম্রাটদের মধ্যে যেখানে কাশী, উদয়পুর, গোয়ালিয়র, খেত্রী, যোধপুর, বিকানের, কোটা, বুন্দি, রেওয়া প্রভৃতির রাজারা আর্থিক সহায়তা দিয়েছিলেন, সেখানে মোহনদাস করমচাঁদ গান্ধীও এর কার্যনির্বাহী সদস্য হিসেবে সাহায্য করেছিলেন এবং ইন ইয়াং। ভারত ১৯৩৪ সালে, তিনি তার স্বাক্ষর দ্বারা সভাকে সাহায্য করার জন্য আবেদন করেছিলেন। মতিলাল নেহেরুও সভাকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। সি.ওয়াই. চিন্তামণি আইন পরিষদে বিধানসভার ভাষা সম্পর্কিত ধারণাগুলিকে সমানভাবে সমর্থন করেছিলেন এবং স্যার সুন্দরলাল প্রমুখ এতে অনেক সাহায্য করেছিলেন।
বর্তমান পরিস্থিতি
সম্পাদনাবর্তমানে সভার অবস্থা ভালো নয়। এর কর্মকর্তাদের নিয়ে বিরোধ রয়েছে যা আদালতে বিচারাধীন। [৫] এদিকে, ২০২০ সালের জানুয়ারিতে, একটি খবর এসেছিল যে কাশীর নাগরিক প্রচারিণী সভার গৌরব, যা পরাধীন ভারতে হিন্দির কপালে বিন্দু হয়ে উঠেছে, ফিরে আসতে চলেছে। এ জন্য কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ সরকার উদ্যোগী হয়েছে। রাজ্য সরকার এতে ভারতেন্দু অ্যাকাডেমি খোলার ঘোষণা করেছে, তাই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এতে সংরক্ষিত দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণ করবে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের বিশেষ প্রকল্পের অধীনে এটি সজ্জিত করা হবে। [৬] ২০২১ সালের জুন মাসে, জেলা ম্যাজিস্ট্রেট ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের নির্দেশ দিয়েছিলেন। [৭] কিন্তু ২০২১ সালের জুলাই মাসে এলাহাবাদ হাইকোর্ট এই আদেশের ওপর স্থগিতাদেশ দেয়। [৮]
অন্যান্য সুশীল সমাজের সভা
সম্পাদনাকিছু সংগঠন ভারতের অন্যান্য অঞ্চলে 'নাগরী প্রচরিণী সভা' নামে কাজ করছে, যেমন-
- আরা নগরী প্রচার সমাবেশ
- নাগরিপ্রচারিণী সভা আর্যভাষা গ্রন্থাগার, দেওরিয়া, উত্তরপ্রদেশ [৯]
উল্লেখিত বই
সম্পাদনা- অর্ধ শতাব্দীর ইতিহাস, নাগরিক প্রচারিণী সভা, কাশী
- হীরক জয়ন্তী বই, সিভিল প্রমোশন কাউন্সিল, কাশী
- সম্বত ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত নারী প্রচারিণী সভার বার্ষিক বিবরণ, কাশী।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "नागरी प्रचारिणी सभा और हिन्दी अस्मिता का निर्माण : सुरेश कुमार"।
- ↑ "आर्यभाषा पुस्तकालय, वाराणसी"। 1 मार्च 2022 তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 1 मार्च 2022। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=, |আর্কাইভের-তারিখ=
(সাহায্য) - ↑ नागरी प्रचारिणी सभा के आर्यभाषा पुस्तकालय को अब संरक्षण की दरकार
- ↑ काशी में हिंदी की सबसे बड़ी पीठ बदहाल
- ↑ नागरी प्रचारिणी सभा में लोकतंत्र की बहाली, हिंदी प्रेमियों में खुशी की लहर (१२ जून २०२१)
- ↑ लौटेगा नागरी प्रचारिणी सभा का वैभव
- ↑ वाराणसी : छह दशकों बाद गैरकानूनी कब्जे से आजाद हुई नागरीप्रचारिणी संस्था (१३ जून २०२१)
- ↑ वाराणसी : नागरी प्रचारिणी सभा के चुनाव पर हाईकोर्ट ने दिया स्थगन का आदेश
- ↑ हिन्दी साहित्य यात्रा की साक्षी है देवरिया की नागरी प्रचारिणी
আরও দেখুন
সম্পাদনা- হিন্দি সাহিত্য সম্মেলন, প্রয়াগ
- হিন্দি শব্দ মহাসাগর
- হিন্দি বিশ্বকোষ
- দেবনাগরী
- হিন্দি
- ঠাকুর শিবকুমার সিং
- বাবু শ্যাম সুন্দর দাস
- শ্রদ্ধেয় মদনমোহন মালব্য
- আরা নগরী প্রচার সমাবেশ
- হিন্দি প্রচারিণী সভা, মরিশাস
- জাতীয় ভাষা প্রচার কমিটি, ওয়ার্ধা
- দক্ষিণ ভারত হিন্দি প্রচার সমাবেশ
বহিঃসংযোগ
সম্পাদনা- নাগরিক পরিষদ : সংক্ষিপ্ত ভূমিকা
- নাগরী প্রচারিণী সভার ভাষা নীতি
- হিন্দি শব্দসাগর - দেবনাগরী বা রোমান ভাষায় লেখা হিন্দি শব্দের অর্থ খুঁজুন।
- হিন্দি বিশ্বকোষ - নাগরীপচারিণী সভা এর তৈরিতে একটি বড় অবদান রয়েছে।
- হিন্দি ও নাগরী প্রচারিণী সভার উন্নতি
[[বিষয়শ্রেণী:হিন্দি]]