যুক্তপ্রদেশ (১৯৩৭–১৯৫০)

যুক্তপ্রদেশ ছিল ব্রিটিশ ভারতের এবং পরবর্তীকালে স্বাধীনোত্তর ভারত অধিরাজ্যের একটি প্রদেশ।

যুক্তপ্রদেশ
संयुक्त प्रान्त

ব্রিটিশ ভারত (১৯৩৭–১৯৪৭)
ভারত অধিরাজ্য (১৯৪৭–১৯৫০) প্রদেশ
১৯৩৭–১৯৫০
রাজধানীলখনউ
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৯৩৭
• বিলুপ্ত
১৯৫০
পূর্বসূরী
উত্তরসূরী
ব্রিটিশ ভারতের যুক্তপ্রদেশ
রামপুর রাজ্য
কাশী রাজ্য
গাড়ওয়াল রাজ্য
উত্তরপ্রদেশ
বর্তমানে যার অংশউত্তরপ্রদেশ
উত্তরাখণ্ড (২০০০ থেকে)
Public Domain এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনেচিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। 

ইতিহাস

সম্পাদনা

১৯৩৭ সালের ১ এপ্রিল ব্রিটিশ ভারতের যুক্তপ্রদেশকে বিভাজি করে যুক্তপ্রদেশ গঠিত হয়। অধুনা ভারতীয় প্রজাতন্ত্রের উত্তরপ্রদেশউত্তরাখণ্ড রাজ্য নিয়ে এই প্রদেশ গঠিত হয়েছিল।[]

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর দেশীয় রাজ্য রামপুর, কাশীতেহরি-গাড়ওয়াল যুক্তপ্রদেশের সঙ্গে যুক্ত হয়। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি যুক্তপ্রদেশের নাম বদলে উত্তরপ্রদেশ রাখা হয়। ২০০০ সালে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাঞ্চল (অধুনা উত্তরাখণ্ড) রাজ্য সৃষ্টি হয়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা