জ্যাক রাইডার

অস্ট্রেলীয় ক্রিকেটার

জন জ্যাক রাইডার, এমবিই (ইংরেজি: Jack Ryder; জন্ম: ৮ আগস্ট, ১৮৮৯ - মৃত্যু: ৩ এপ্রিল, ১৯৭৭) ভিক্টোরিয়ার কলিংউডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কত্ব করেন তিনি।

জ্যাক রাইডার
Jack Ryder cricketer c1930.jpg
আনুমানিক ১৯৩০ সালের সংগৃহীত স্থিরচিত্রে জ্যাক রাইডার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজন রাইডার
জন্ম(১৮৮৯-০৮-০৮)৮ আগস্ট ১৮৮৯
কলিংউড, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
মৃত্যু৩ এপ্রিল ১৯৭৭(1977-04-03) (বয়স ৮৭)
ফিটজরয়, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ডাকনামকলিংউডের রাজা
উচ্চতা১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ১১১)
১৭ ডিসেম্বর ১৯২০ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট৮ মার্চ ১৯২৯ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯১২-১৯৩২ভিক্টোরিয়া বুশর‌্যাঞ্জার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২০ ১৭৭
রানের সংখ্যা ১৩৯৪ ১০৪৯৯
ব্যাটিং গড় ৫১.৬২ ৪৪.২৯
১০০/৫০ ৩/৯ ২৪/৫৫
সর্বোচ্চ রান ২০১* ২৯৫
বল করেছে ১৮৯৭ ১৫৪৮১
উইকেট ১৭ ২৩৭
বোলিং গড় ৪৩.৭০ ২৯.৮০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/২০ ৭/৫৩
ক্যাচ/স্ট্যাম্পিং ১৭/০ ১৩২/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৯ জুলাই ২০১৬

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া বুশর‌্যাঞ্জার্সের পক্ষে খেলেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার ছিলেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ের অধিকারী জ্যাক রাইডার ড্রাইভে অভিজ্ঞতা প্রদর্শন করেন। তার মিডিয়াম-পেস বোলিং যথেষ্ট কার্যকর ছিল।

খেলোয়াড়ী জীবনসম্পাদনা

ডন ব্র্যাডম্যানের প্রথম টেস্ট অধিনায়কত্বের সময় তিনিও দলের সদস্য ছিলেন। তার টেস্ট গড় অ্যালান বর্ডারের চেয়েও বেশি। ইংল্যান্ডের বিপক্ষে ৪টি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১টি সিরিজে অংশগ্রহণ করেন। তন্মধ্যে ১৯২১-২২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিত সিরিজে তার ব্যাটিং গড় শতাধিক ছিল। ১৯২৪-২৫ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ২০১* রান করেন যা তার ব্যক্তিগত সর্বোচ্চ রান। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত ঐ খেলায় তিনি দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ক্রিজে অবস্থান করেন। এ রান সংগ্রহের সময় টমি অ্যান্ড্রুজের সাথে ১৩৪ ও বার্ট ওল্ডফিল্ডের সাথে ১০৮ রানের জুটি গড়েন।

সম্মাননাসম্পাদনা

স্থানীয় ক্রিকেট দলে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি 'কলিংউডের রাজা' নামে পরিচিতি পান। ৩৩টি জেলা খেলায় ১২,৬৭৭ রান ও ৬১২ উইকেট দখল করেন। এ রেকর্ডটি অদ্যাবধি অক্ষত রয়েছে। একমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে দুঃখজনকভাবে রান আউটের শিকার হন।[১] এছাড়াও প্রথম অস্ট্রেলীয় হিসেবে ৫০.০০-এর অধিক ব্যাটিং গড়ের অধিকারী হন। যে-কোন টেস্টের এক ইনিংসে সর্বাধিকসংখ্যক বল মোকাবেলা করার রেকর্ডের অধিকারী তিনি। সাত নম্বরে মাঠে নেমে তিনি ৪৬১ বল খেলেছিলেন।[২]

১৯৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত শতবার্ষিকী টেস্টে সাবেক খেলোয়াড়দের মধ্যে জ্যেষ্ঠতম ছিলেন। ঐ খেলার মাত্র কয়েক সপ্তাহ পর তার দেহাবসান ঘটে।

 
জ্যাক রাইডারের ব্যাটিংয়ের লেখচিত্র।

তথ্যসূত্রসম্পাদনা

  1. Frindall, Bill (২০০৯)। Ask Bearders (ইংরেজি ভাষায়)। BBC Books। পৃষ্ঠা 35–36। আইএসবিএন 978-1-84607-880-4। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১১ 
  2. "Batting records, Test matches, Cricinfo Statsguru, ESPN Cricinfo" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭ 

আরও দেখুনসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা

পূর্বসূরী
ওয়ারেন বার্ডসলি
অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক
১৯২৮-২৯
উত্তরসূরী
বিল উডফুল