জ্যাকি দু প্রিজ

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

জন হারকোর্ট জ্যাকি দু প্রিজ (ইংরেজি: Jackie du Preez; জন্ম: ১৪ নভেম্বর, ১৯৪২) রোডেশিয়ার সলসবারি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬৭ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

জ্যাকি দু প্রিজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জন হারকোর্ট দু প্রিজ
জন্ম (1942-11-14) ১৪ নভেম্বর ১৯৪২ (বয়স ৮১)
সলসবারি, রোডেশিয়া
(বর্তমানে - হারারে, জিম্বাবুয়ে)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক গুগলি
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৩০)
৩ ফেব্রুয়ারি ১৯৬৭ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২৪ ফেব্রুয়ারি ১৯৬৭ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১২০ ২০
রানের সংখ্যা ৪০৬৩ ১৬০
ব্যাটিং গড় ০.০০ ২৩.৭৬ ১৭.৭৭
১০০/৫০ ০/০ ১/১৯ ০/০
সর্বোচ্চ রান ১১২ ২৭
বল করেছে ১৪৪ ১৮১০৪ ৬৫৮
উইকেট ২৯৬ ১৬
বোলিং গড় ১৭.০০ ৩১.১৩ ২৩.৬২
ইনিংসে ৫ উইকেট ১১
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ২/২২ ৮/৯২ ৫/৪২
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ৮০/- ১১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১ অক্টোবর ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে রোডেশিয়া দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন জ্যাকি দু প্রিজ

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

লেগ স্পিনার ও নিচেরসারির কার্যকরী ব্যাটসম্যান জ্যাকি দু প্রিজ প্রিন্স এডওয়ার্ড স্কুলে পড়াশুনো করেছেন। ১৯৬১-৬২ মৌসুম থেকে ১৯৭৯-৮০ মৌসুম পর্যন্ত জ্যাকি দু প্রিজের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। অল-রাউন্ডার ছিলেন তিনি।

১৮ বছর বয়সে রোডেশিয়ার পক্ষে প্রথম খেলেন। এ পর্যায়ে অক্টোবর, ১৯৬১ সালে বুলাওয়েতে সফররত নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে মুখোমুখি হন তিনি।[] কারি কাপে রোডেশিয়ার প্রধান চালিকাশক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৯৭৩-৭৪ মৌসুমে ২০০০ রান ও ১০০ উইকেট লাভের ন্যায় দূর্লভ ডাবল কৃতিত্ব প্রদর্শন করেছিলেন। দুই দশকেরও অধিক সময় রোডেশিয়ার প্রতিনিধিত্ব করেছেন। এ সময়ে তিন সহস্রাধিক রান ও দুই শতাধিক উইকেট সংগ্রহ করতে পেরেছিলেন তিনি।

রোডেশিয়ার পক্ষে রেকর্ডসংখ্যক ১১২ খেলায় অংশ নেন। এরপর ১৯৭৯ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটকে বিদেয় জানান।[]

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন জ্যাকি দু প্রিজ।[] ৩ ফেব্রুয়ারি, ১৯৬৭ তারিখে জোহেন্সবার্গে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ২৪ ফেব্রুয়ারি, ১৯৬৭ তারিখে পোর্ট এলিজাবেথে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৬৬-৬৭ মৌসুমে দুই টেস্টে অংশ নিলেও প্রত্যেক ক্ষেত্রেই শূন্য রানের সন্ধান পেয়েছিলেন তিনি।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর হারারেভিত্তিক তামাক প্রতিষ্ঠানে কাজ করেছেন। এরপর জিম্বাবুয়ে ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর সদস্যরূপে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Glen Byrom, সম্পাদক (১৯৮০), Rhodesian Sports Profiles 1907- 1979, Bulawayo: Books of Zimbabwe, পৃষ্ঠা 95–101 .
  2. Jonty Winch (১৯৮৩), Cricket's Rich Heritage: A History of Rhodesian and Zimbabwean Cricket 1890-1982, Bulawayo: Books of Zimbabwe, পৃষ্ঠা 220 
  3. "Jackie Du Preez"। www.cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১০-০২-০৭ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা