জাতীয় সড়ক ৬০ (ভারত, পুরাতন সংখ্যায়ন)
ভারতীয় জাতীয় সড়ক
জাতীয় সড়ক ৬০ বা ৬০ নং জাতীয় সড়ক ভারতের একটি জাতীয় সড়ক। এই সড়কটি বালাসোরে ৫ নং জাতীয় সড়কের জংশন থেকে ২ নং জাতীয় সড়ক পর্যন্ত প্রসারিত। এই সড়ক জলেশ্বর, দাঁতন, বেলদা, খড়গপুর, শালবনী, বিষ্ণুপুর, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, মেজিয়া ও রাণীগঞ্জের উপর দিয়ে গেছে।
জাতীয় সড়ক ৬০ | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ৪৪৬ কিমি (২৭৭ মা) GQ: ১১৯ কিমি (৭৪ মা) (বালাসুর - খড়গপুর) | |||
প্রধান সংযোগস্থল | ||||
থেকে: | Balasore, Odisha at junction of NH 5 | |||
NH 6 at Kharagpur, NH 2 at Raniganj | ||||
পর্যন্ত: | Morgram at junction of NH 34 | |||
অবস্থান | ||||
রাজ্য | উড়িষ্যা, পশ্চিমবঙ্গ | |||
প্রাথমিক গন্তব্যস্থল | জলেশ্বর - খড়গপুর - মেদিনীপুর - বিষ্ণুপুর - বাঁকুরা - রানীগঞ্জ - সুরি - রামপুরহাট | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
চাঁদিপুর বালাসোর থেকে ১৭ কিলোমিটার (১১ মাইল) দূরে অবস্থিত। শেওড়াফুলি-কামারকুণ্ডু-তারকেশ্বর-আরামবাগ রোড বিষ্ণুপুরে ৬০ নং জাতীয় সড়কের সঙ্গে মিলিত হয়েছে। দুর্গাপুর-বাঁকুড়া রোড (৯ নং রাজ্য সড়ক) বাঁকুড়ায় ৬০ নং জাতীয় সড়কের সঙ্গে মিলিত হয়েছে। ৬০ নং জাতীয় সড়কের দৈর্ঘ্য ৩০৫ কিলোমিটার (১৯৫ মাইল); এর মধ্যে ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) ওড়িশায় এবং ২৪৮ কিলোমিটার (১৫৪ মাইল) পশ্চিমবঙ্গে।[১]
মনে করা হচ্ছে, পূর্বতন উড়িষ্যা ট্রাঙ্ক রোডের চার লেন-করণ বালেশ্বর জেলার বন্যার কারণ।[২]
পাদটীকা
সম্পাদনা- ↑ "National Highways and their lengths"। Ministry of Road Transport & Highways, Government of India। National Highways Authority of India। ২০১০-০২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১২।
- ↑ "NH-60, a road to disaster"। welcomeorissa.com। ২০১১-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৩।