বাঁকুড়া
বাঁকুড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
বাঁকুড়া | |
---|---|
শহর | |
![]() এক্তেশ্বর শিব মন্দির | |
ডাকনাম: বাংলার মন্দিরনগরী | |
পশ্চিমবঙ্গের মানচিত্রে বাঁকুড়া শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৫′ উত্তর ৮৭°০৪′ পূর্ব / ২৩.২৫° উত্তর ৮৭.০৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বাঁকুড়া |
সরকার | |
• ধরন | পুরসভা |
• শাসক | বাঁকুড়া পুরসভা |
আয়তন[১] | |
• মোট | ১৯.০৬ বর্গকিমি (৭.৩৬ বর্গমাইল) |
উচ্চতা | ৭৮ মিটার (২৫৬ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,৩৭,৩৮৬ |
• জনঘনত্ব | ৭,২০০/বর্গকিমি (১৯,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
পিন কোড | ৭২২১০১, ৭২২১০২, ৭২২১৪৬ ও ৭২২১৫৫ (শহরতলি) |
দূরভাষ কোড | ০৩২৪২ |
লোকসভা কেন্দ্র | বাঁকুড়া |
বিধানসভা কেন্দ্র | বাঁকুড়া |
ওয়েবসাইট | www |
নামের উত্পত্তি সম্পাদনা
প্রাচীন মহাভারতে বাঁকুড়া সুহ্নভূমি নামে পরিচিত ছিল। 'লাঢ়' বা 'রাঢ়' নামটি ষষ্ঠ শতকে প্রচলিত হয়।প্রাচীন অস্ট্রিক ভাষায় ráŕhá বা ráŕho কথাটির অর্থ ' লাল মাটির দেশ '।
ভৌগোলিক উৎপত্তি সম্পাদনা
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°১৫′ উত্তর ৮৭°০৪′ পূর্ব / ২৩.২৫° উত্তর ৮৭.০৭° পূর্ব।[২] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৭৮ মিটার (২৫৫ ফুট)।
জনসংখ্যার উপাত্ত সম্পাদনা
ভারতের ২০11 সালের আদমশুমারি অনুসারে বাঁকুড়া শহরের জনসংখ্যা হল ১89,674 জন।[৩] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮১% এবং নারীদের মধ্যে এই হার ৬৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে বাঁকুড়া এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।
পরিবহন সম্পাদনা
বাঁকুড়া জংশন হল বাঁকুড়া জেলার একটি প্রধান রেল স্টেশন। দক্ষিণ -পূর্ব রেলের খড়গপুর-আর্দ্রা শাখায় এই স্টেশন অবস্থিত। সরকার অধিগৃহিত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি ডিপো শহরের একপ্রান্তে অবস্থিত, যদিও সরকারি বাসের সংখ্যা তুলনামূলক ভাবে কম। জেলার বিভিন্ন প্রান্তে ও অন্য জেলায় যাতায়াতের জন্য মূলত বেসরকারি বাস ব্যবহৃত হয়। শহরের মধ্যে যাতায়াতের জন্য রিক্সা এবং ই-রিকসা।
শিক্ষা সম্পাদনা
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ চিকিত্সা সেবা প্রদান ও পঠনপাঠনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ২০১৪ সালে বাঁকুড়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে।
কলেজ সম্পাদনা
- বাঁকুড়া খৃস্টান কলেজ
- বাঁকুড়া সাম্মিলনি কলেজ
- বাঁকুড়া সাম্মিলনি মেডিকেল কলেজ
- বাঁকুড়া উন্নয়নি ইন্সিটিউট অফ ইঞ্জিনিয়ারিং
- বড়জোড়া কলেজ
- সাল্ডিহা কলেজ
- কে জি ইঞ্জিনিয়ারিং ইন্সিটিউট
- সোনামুখি কলেজ
- খাতরা আদিবাসী কলেজ
- পাচমুডা কলেজ
- মল্লভূম ইন্সিটিউট অফ টেকনোলজি
- রাইপুর সরকারি পলিটেকনিক
- বাঁকুড়া জেলা সারাদামনি মহিলা মহাবিদ্যাপিঠ
- রামানন্দ কলেজ
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Bankura City"।
- ↑ "Bankura"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬।
পশ্চিমবঙ্গের অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |