জয়পুরহাট-১

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

জয়পুরহাট-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জয়পুরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩৪ নং আসন।

জয়পুরহাট-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাজয়পুরহাট জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার
  • ৪,৪৩,৭২৭ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ২,২১,০৪৪
  • নারী ভোটার: ২,২২,৬৭৭
  • হিজড়া ভোটার: ৬
বর্তমান নির্বাচনী এলাকা
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদসামছুল আলম দুদু

সীমানা সম্পাদনা

জয়পুরহাট-১ আসনটি জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর উপজেলাপাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদ সম্পাদনা

নির্বাচন সদস্য দল
১৯৮৬ আব্বাস আলী মন্ডল বাংলাদেশ আওয়ামী লীগ[৩]
১৯৮৮ খন্দকার অলিউজ্জামান আলম জাতীয় পার্টি[৪]
১৯৯১ গোলাম রাব্বানী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ গোলাম রাব্বানী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আব্দুল আলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ আব্দুল আলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ মোজাহার আলী প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ সামছুল আলম দুদু বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ সামছুল আলম দুদু বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ সামছুল আলম দুদু বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সামছুল আলম দুদু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]

২০০০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০০৮: জয়পুরহাট-১[৬][৭]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোজাহার আলী প্রধান ১,৬৪,৮২০ ৫৫.৩ -৮.৫
আওয়ামী লীগ খাজা শামসুল আলম ১,৩০,৫২৯ ৪৩.৮ +১১.৫
ইসলামী আন্দোলন দেওয়ান মুহাম্মদ জহুরুল ইসলাম ১,১৯৩ ০.৪ প্র/না
বাসদ ওয়াজেদ পারভেজ ৭১৫ ০.২ প্র/না
কমিউনিস্ট পার্টি দেওয়ান বদিউজ্জামান ৬৫৯ ০.২ -০.১
স্বতন্ত্র আব্দুল আজিজ মোল্লাহ ১৫৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৪,২৯১ ১১.৫ -২০.০
ভোটার উপস্থিতি ২,৯৮,০৭৪ ৯০.৯ +৫.৮
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: জয়পুরহাট-১[৮]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আব্দুল আলিম ১,৫৯,৮৩০ ৬৩.৮ +২০.৭
আওয়ামী লীগ আব্বাস আলী মন্ডল ৮০,৯০০ ৩২.৩ +৩.৪
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আবুল কালাম আজাদ ৮,০৭৪ ৩.২ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) ওয়াজেদ পারভেজ ৮৫৩ ০.৩ প্র/না
কমিউনিস্ট পার্টি দেওয়ান বদিউজ্জামান ৬৭৭ ০.৩ +০.২
জাসদ জলিলুর রহমান জিল্লু ১৮০ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭৮,৯৩০ ৩১.৫ +১৭.৩
ভোটার উপস্থিতি ২,৫০,৫১৪ ৮৫.১ +১.৫
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: জয়পুরহাট-১[৮]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আব্দুল আলিম ৯০,৭১৩ ৪৩.১ +১২.১
আওয়ামী লীগ আব্বাস আলী মন্ডল ৬০,৭৬৮ ২৮.৯ -২.০
জামায়াতে ইসলামী মোঃ আব্বাস আলী খান ৩৭,৭১৩ ১৭.৯ -৯.৯
জাতীয় পার্টি মোঃ আব্দুল হাকিম মন্ডল ২০,৪১৫ ৯.৭ +৮.৭
কমিউনিস্ট পার্টি মোঃ বদরুজ্জামান ৩০২ ০.১ -১.১
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) ওয়াজেদ পারভেজ ২৭৭ ০.১ প্র/না
জাকের পার্টি মোঃ বুলবুল চৌধুরী ২১২ ০.১ -০.১
সংখ্যাগরিষ্ঠতা ২৯,৯৪৫ ১৪.২ +১৪.১
ভোটার উপস্থিতি ২,১০,৪০০ ৮৩.৬ +১৬.৯
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: জয়পুরহাট-১[৮]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি গোলাম রব্বানি ৪৮,১৬৭ ৩১.০
আওয়ামী লীগ আব্বাস আলী মন্ডল ৪৮,০৯১ ৩০.৯
জামায়াতে ইসলামী আব্বাস আলী খান ৪৩,৩০৮ ২৭.৮
জাতীয় ঐক্য ফ্রন্ট আব্দুল আলিম ১০,৯০৭ ৭.০
কমিউনিস্ট পার্টি মোঃ আমিনুল হক ১,৮৯২ ১.২
জাতীয় পার্টি খন্দকার অলিউজ্জামান আলম ১,৫৯২ ১.০
ইসলামী সমাজতান্ত্রিক দল মোঃ মকসেদুর রহমান ৬০৬ ০.৪
ইসলামী ঐক্য জোট মোঃ মুকিম উদ্দিন ৪৩৯ ০.৩
জাকের পার্টি মোঃ বুলবুল চৌধুরী ৩৪৫ ০.২
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) মোঃ জাইবর আলী আকন্দ ১৭১ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৭৬ ০.০
ভোটার উপস্থিতি ১,৫৫,৫১৮ ৬৬.৭
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জয়পুরহাট-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা