চাষীরহাট ইউনিয়ন

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন

চাষীরহাট বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন

চাষীরহাট
ইউনিয়ন
৩নং চাষীরহাট ইউনিয়ন পরিষদ
চাষীরহাট চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চাষীরহাট
চাষীরহাট
চাষীরহাট বাংলাদেশ-এ অবস্থিত
চাষীরহাট
চাষীরহাট
বাংলাদেশে চাষীরহাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩′৪৩″ উত্তর ৯১°৬′২১″ পূর্ব / ২৩.০৬১৯৪° উত্তর ৯১.১০৫৮৩° পূর্ব / 23.06194; 91.10583 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসোনাইমুড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউনিয়ন পরিষদ২৬৮ নোয়াখালী-১
সরকার
 • চেয়ারম্যানমোঃ হানিফ মোল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
আয়তন
 • মোট৬.৫১ বর্গকিমি (২.৫১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৩,৭৪৬
 • জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৩.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮২৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চাষীরহাট ইউনিয়নের আয়তন ৬.৫১ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাষীরহাট ইউনিয়নের জনসংখ্যা ১৩,৭৪৬ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

সোনাইমুড়ি উপজেলার উত্তরাংশে চাষীরহাট ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে নদনা ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে সোনাইমুড়ি পৌরসভা, দক্ষিণে বারগাঁও ইউনিয়ন, পূর্বে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নবিপুলাসার ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

চাষীরহাট ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • কাবিলপুর
  • খোদখাস্তা
  • কৈয়া
  • উত্তর জাহানাবাদ
  • পদুয়া
  • পোরকরা
  • রথী
  • সাহারপার

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাষীরহাট ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৩.২%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়[]

  1. খোদখাস্তা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. রথী গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. সাহারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. পূর্ব কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. চাষীরহাট নুরুল হক প্রাথমিক বিদ্যালয়।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

সোনাইমুড়ী উপজেলা হতে সিএনজি অথবা বাস যোগে উত্তর দিকে আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে। কুমিল্লার দিক থেকে আসতে হলে তাহলে লাকসামের রোডে বাসে যোগে দক্ষিণ দিকে আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।

খাল ও নদী

সম্পাদনা

খাল ও নদীর তালিকা[]

  • চাষীরহাট-সোনাইমুড়ী সংযোগ খাল
  • চাষীরহাট-ছাতারপাইয়া সংযোগ খাল
  • কৈয়া-পাচতুফা-খোদখাস্তা-সাহারপাড় সংযোগ খাল

হাট-বাজার

সম্পাদনা

হাট-বাজারের তালিকা

  • ভুঁইয়ার বাজার
  • চাষীরহাট নতুন বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • পোরকরা ভুঁইয়া বাড়ী জামে মসজিদ
  • পোরকরা শহীদি জামে মসজিদ

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান পরিষদ[]

নাম পদবি নির্বাচিত এলাকা দল
মোঃ হানিফ[] চেয়ারম্যান
মোঃ ময়নামুল হক সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
আলমগীর হোসেন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোঃ মহসিন সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ আবুল কাশেম সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোবারক উল্যাহ সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
রফিকুল ইসলাম সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোহাম্মদ এনায়েত উল্যাহ সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মুহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ নুরু নবী সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
ছালেহা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
কামরুন নাহার সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
সামছুর নাহার সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, চাষীরহাট ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  3. "খাল ও নদী, চাষীরহাট ইউনিয়ন"chashirhatup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  4. "বর্তমান পরিষদ, চাষীরহাট ইউনিয়ন" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  5. "চেয়ারম্যান, চাষীরহাট ইউনিয়ন"chashirhatup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 

বহিঃসংযোগ

সম্পাদনা