সোনাইমুড়ি পৌরসভা

নোয়াখালী জেলার একটি পৌরসভা

সোনাইমুড়ি পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা

সোনাইমুড়ি
পৌরসভা
সোনাইমুড়ি পৌরসভা
সোনাইমুড়ি বাংলাদেশ-এ অবস্থিত
সোনাইমুড়ি
সোনাইমুড়ি
বাংলাদেশে সোনাইমুড়ি পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২′১২″ উত্তর ৯১°৬′১০″ পূর্ব / ২৩.০৩৬৬৭° উত্তর ৯১.১০২৭৮° পূর্ব / 23.03667; 91.10278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসোনাইমুড়ি উপজেলা
সরকার
 • পৌর মেয়রনুরুল হক চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৩.১৩ বর্গকিমি (৫.০৭ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৪,২০০
 • জনঘনত্ব২,৬০০/বর্গকিমি (৬,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬২.০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮২৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন সম্পাদনা

সোনাইমুড়ি পৌরসভার আয়তন ১৩.১৩ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাইমুড়ি পৌরসভার জনসংখ্যা ৩৪,২০০ জন।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

সোনাইমুড়ি উপজেলার মধ্যাংশে সোনাইমুড়ি পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে চাষীরহাট ইউনিয়ন, পশ্চিমে নদনা ইউনিয়ন, দক্ষিণে বজরা ইউনিয়ন এবং পূর্বে বারগাঁও ইউনিয়নচাষীরহাট ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

সোনাইমুড়ি পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এটি একটি শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক সোনাইমুড়ি পৌরসভার এলাকাসমূহ হল:

ওয়ার্ড নং অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
১নং ওয়ার্ড চন্দ্রপুর, কৌশল্যারবাগ
২নং ওয়ার্ড শিমুলিয়া
৩নং ওয়ার্ড পাপুয়া
৪নং ওয়ার্ড ভানুয়াই
৫নং ওয়ার্ড আলোক পাড়া, পশ্চিম সোনাইমুড়ি
৬নং ওয়ার্ড কাড়রপাড়, পূর্ব সোনাইমুড়ি, বাট্রা (আংশিক)
৭নং ওয়ার্ড বরলা, দুঃশ্বিম পাড়া, নাওতোলা
৮নং ওয়ার্ড কাঁঠালী, ছোট বিজয়নগর
৯নং ওয়ার্ড উত্তর গোবিন্দপুর, উত্তর রামপুর, কৈয়া (আংশিক)

প্রতিষ্ঠাকাল সম্পাদনা

২০০৩ সালে সোনাইমুড়ি পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাইমুড়ি পৌরসভার স্বাক্ষরতার হার ৬২.০%।[১] এ পৌরসভায় ২টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ[২]

  1. সোনাইমুড়ি সরকারি কলেজ
  2. ইস্টার্ন কলেজ

মাধ্যমিক বিদ্যালয়[৩]

  1. সোনাইমুড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়
  2. সোনাইমুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়
  3. লাইফ শাইন স্কুল
  4. আতাউর রহমান ভূঁইয়া স্কুল ও কলেজ

প্রাথমিক বিদ্যালয়[৪]

  1. কৌশল্যারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. পাপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. সোনাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. সোনাইমুড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. বাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. মকিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. উত্তর সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

সড়ক পথে ঢাকা-নোয়াখালী মহাসড়কে ১৪০ কিলোমিটার। চট্টগ্রাম-নোয়াখালী মহাসড়কে ১৩৪ কিলোমিটার। ঢাকা থেকে সপ্তাহে বুধবার বাদে আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস দিয়ে রেলপথে যাতায়াত করা যায়।

অর্থনীতি সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান পরিষদ[৫]

নাম পদবি নির্বাচিত এলাকা
নুরুল হক চৌধুরী[৬] মেয়র
মোঃ কামাল হোসেন কাউন্সিলর ০১নং ওয়ার্ড
মোঃ জাকির কাউন্সিলর ০২নং ওয়ার্ড
মোঃ জামাল উদ্দিন কাউন্সিলর ০৩নং ওয়ার্ড
মোঃ জহিরুল ইসলাম ভুঁইয়া কাউন্সিলর ০৪নং ওয়ার্ড
জসিম উদ্দিন কাউন্সিলর ০৫নং ওয়ার্ড
তাজুল ইসলাম কাউন্সিলর ০৬নং ওয়ার্ড
খোকন খান কাউন্সিলর ০৭নং ওয়ার্ড
কাউন্সিলর ০৮নং ওয়ার্ড
মাইন উদ্দিন কাউন্সিলর ০৯নং ওয়ার্ড
আমেনা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
খুরশিদা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "কলেজ, সোনাইমুড়ি পৌরসভা"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "মাধ্যমিক বিদ্যালয়, সোনাইমুড়ি পৌরসভা"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "প্রাথমিক বিদ্যালয়, সোনাইমুড়ি পৌরসভা"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "বর্তমান পরিষদ, সোনাইমুড়ি পৌরসভা" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  6. "মেয়র, সোনাইমুড়ি পৌরসভা"sonaimuri.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা