খেলাঘর (চলচ্চিত্র)

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র

খেলাঘর এটি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র[][] খ্যাতিমান চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম নির্মাণ করেছেন চলচ্চিত্রটি, এটি মূলত মাহমুদুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনির খেলাঘর উপন্যাস অবলম্বনে নির্মিত চিরন্তন প্রেমের এই ছবি।[] ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, সোহানা সাবা, আরমান পারভেজ মুরাদ, গাজী রাকায়েত, আবুল হায়াত

খেলাঘর: dollhouse
ভিসিডি কভার
পরিচালকমোরশেদুল ইসলাম
প্রযোজককনা রেজা
মোঃ মোখলেছুর রহমান
হুমায়ুন কবির শিল্পী
কাজী জাহিদ হাসান
রচয়িতামাহমুদুল হক
শ্রেষ্ঠাংশেরিয়াজ
সোহানা সাবা
আরমান পারভেজ মুরাদ
গাজী রাকায়েত
আবুল হায়াত
সুরকার[[ইমন সাহা ]]
চিত্রগ্রাহকএল. অপু রোজারিও
সম্পাদকরতন পাল
পরিবেশকমমন চলচ্চিত্র
মুক্তি২০০৬
স্থিতিকাল১২৩ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

কাহিনি সংক্ষেপ

সম্পাদনা

১৯৭১ সাল । বাংলদেশের প্রত্যন্ত একটি গ্রাম । বর্ষাকাল। ইয়াকুব (রিয়াজ) আর মুকুল (আরমান পারভেজ মুরাদ) দুই বন্ধু । ইয়াকুব ঢাকা থেকে উচ্চ শিক্ষা লাভ করেছে, এখন গ্রামের কলেজে শিক্ষকতা করছে । মুকুল গ্রামেই পড়াশোনা করে এখন গ্রামেই শিক্ষকের পেশা বেছে নিয়েছে । ইয়াকুব একটু ভীরু প্রকৃতির, দেশের প্রতি ভালবাসার কোন অভাব না থাকলেও ব্যক্তিগত দ্বিধা ও সাহসের অভাবে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া ওর পক্ষে সম্ভব হয়নি । মুকুল সরাসরি যুদ্ধে যোগ না দিলেও যুদ্ধের সাথে জড়িত হয়ে গেছে । মুক্তিযুদ্ধাদের সক্রিয়ভাবে সহযোগিতা করাই প্রধান কাজ । দুই বন্ধুর দিন কেটে যেত অনেকটা নিস্তরঙ্গভাবে, যুদ্ধের ডামাডোল আর দুর্গম গ্রামে অবস্হানের নিরাপত্তার মাঝে । এমনি সময় শহর থেকে একদল শরণার্থীর সাথে গ্রামে আসে রেহানা (সোহানা সাবা) । রেহানা ইয়াকুবের বন্ধুর বোন , কিন্ত কখনও দেখা হয়নি ওদের । বন্ধুর অনুরোধ, আশ্রয় দিতে হবে রেহানাকে, ক’দিনের জন্য । রেহানা হাসিখুশি চঞ্চল মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, ২৫শে মার্চে ছিল রোকেয়া হলে । মাঝে মাঝেই কেমন বিমর্ষ হয়ে যায় ও, কেমন অস্বাভাবিক আচরণ করতে থাকে, কি এক গোপন ব্যথা যেন সবসময় তাড়িয়ে বেড়ায় ওকে, ভেঙ্গে দিতে চায় ওর সুন্দর, স্বপ্নময় জীবনটাকে । রেহানাকে আশ্রয় দেয়া নিয়ে বিপদে পড়ে দুই বন্ধু । অবশেষে গ্রামের এক প্রান্তে অবস্হিত পরিত্যক্ত জমিদার বাড়ীতে রেহানাকে নিয়ে আশ্রয় নেয় ইয়াকুব । চারিদিকে বর্ষার জল, গাছপালা আর বনজঙ্গলে ঘেরা বহুকালের পুরনো, জীর্ণ বাড়ীতে এক তরুণ-তরুণীর হৃদয়ের রক্তখরণ আর ভালবাসার গল্প রচিত হয় দু’দিনের খেলাঘরে । রেহনা যেন বাংলাদেশের প্রতিকৃতি । এক বুক ভালবাসা দিয়ে কীভাবে আগলে রাখবে ইয়াকুব?

-যুদ্ধ আর ভালবাসার চিরন্তন কাহিনি নিয়েই তাই রচিত হয় “খেলাঘর” ।

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ

সম্পাদনা

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা

বক্স অফিস

সম্পাদনা

ভিসিডি ও ডিভিডি পরিকল্পনায় বক্স অফিস বাংলাদেশ।

ভিসিডি ও ডিভিডি সত্ব ক্রয় করে বাজারজাত করেছে লেজার ভিশন বাংলাদেশ।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা