আল্-কুতুব্ আল্ আর্বঽঅঃ (আরবি: ٱلْكُتُب ٱلْأَرْبَعَة, প্রতিবর্ণীকৃত: al-Kutub al-ʾArbaʿah) বা আল্-উষূল্ আল্-আর্বঽঅঃ (আরবি: ٱلأصُوُل ٱلْأَرْبَعَة, প্রতিবর্ণীকৃত: al-Uṣūl al-ʾArbaʿah) হল দ্বাদশী শিয়া ইসলামের সর্বাধিক প্রসিদ্ধ চারটি হাদিস সংকলন:

নাম সংগ্রাহক হাদিস সংখ্যা
কিতাব আল-কাফী [ক] মুহম্মদ ইবনে ইয়াকুব আল-কুলায়নী ১৬,১৯৯
মান লা ইয়াহদুরুহু আল-ফকীহ শেখ সদুক ৯,০৪৪
তহজীব আল-আহকাম শেখ তুসী ১৩,৫৯০
আল-ইস্তিবসার শেখ তুসী ৫,৫১১

শিয়া মুসলমানেরা সুন্নি মুসলমানদের ছ’টি প্রসিদ্ধ হাদিস সংগ্রহ কুতুব আল-সিত্তাহ থেকে ভিন্ন হাদিস সংকলন ব্যবহার করে থাকে। শিয়া পণ্ডিতগণ অনেক সুন্নি হাদিস বর্ণনাকারীদের নির্ভরযোগ্য মনে করেন না কারণ তাদের অনেকেই আলীনবীপরিবারের সদস্যদের পক্ষে না থেকে আবু বকর, উমর ইবনুল খাত্তাবউসমান ইবন আফফানের পক্ষাবলম্বন করেছিলেন এবং সুন্নি হাদিসসমূহের অধিকাংশ বর্ণনাকারী আহল আল-বাইতের বিরুদ্ধাচারণ করেছিলেন বা তাদের শত্রুদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। যেমন: আয়িশা উটের যুদ্ধে এবং মুয়াবিয়া সিফফিনের যুদ্ধে আলীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ মহানবীর দৌহিত্র ও আলীর পুত্র হোসাইন ইবনে আলীকে কারবালার যুদ্ধে হত্যা করেছিলেন।[১] শিয়ারা কেবল নবীবংশীয় ইমামদের দ্বারা বর্ণিত হাদিসে আস্থা রাখে।[২]

শিয়া ধর্মীয় পণ্ডিতেরা কিতাব আল-আরবাহের ভূয়সী প্রশংসা করে থাকেন। যেমন:

  • আব্দুল হোসেন শরফুদ্দীন আল-মুসাওয়ী বলেন: “আল-কাফী, আল-ইস্তিবসার, আত-তাহজীব এবং মান লা ইয়াহদুরুহু আল-ফকীহ হল মুতাওয়াতিরাহ ও সহীহ। এর মধ্যে আল-কাফী সর্বাধিক প্রাচীন, মহান, উত্তম ও নির্ভুল গ্রন্থ।” [কিতাব আল-মুরাজা‘আত (একটি শিয়া-সুন্নি কথোপকথন), মুরাজা‘আহ নং ১১০]
  • আল-তাবারসী বলেন: “চার গ্রন্থের মধ্যে আল-কাফী হল তারকাদের মধ্যকার সূর্যের মতো।” [মুস্তাদরাক আল-ওয়াসাইল, ৩য় খণ্ড, পৃষ্ঠা ৫৩২]

পাদটীকা সম্পাদনা

  1. উসূল আল-কাফী, ফুরূ আল-কাফীরওদাত আল-কাফী অংশে বিভক্ত

তথ্যসূত্র সম্পাদনা

  1. Momen, Moojan, Introduction to Shi'i Islam, Yale University Press, 1985, p.28-31
  2. Momen, Moojan, Introduction to Shi'i Islam, Yale University Press, 1985, p.174