কারিনা কাপুর

ভারতীয় অভিনেত্রী
(কারিনা কাপুর খান থেকে পুনর্নির্দেশিত)

কারিনা কাপুর (হিন্দি: करीना कपूर; উচ্চারিত [kəˈriːnaː kəˈpuːr]; জন্ম: (১৯৮০-০৯-২১)২১ সেপ্টেম্বর ১৯৮০; বিবাহোত্তর কারিনা কাপুর খান নামে পরিচিত) হলেন একজন ভারতীয় বলিউড অভিনেত্রী।[] তিনি অভিনেতা রণধীর কাপুরববিতা শিবদাসানির কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন। প্রায়ই তাকে ঘরোয়াভাবে বেবো বলা হয়,[] অভিনয় জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

কারিনা কাপুর
करीना कपूर
২০১৮ সালে ভিরে দি ওয়েডিং চলচ্চিত্রের এক অনুষ্ঠানে কারিনা
জন্ম
কারিনা কাপুর

(1980-09-21) ২১ সেপ্টেম্বর ১৯৮০ (বয়স ৪৪)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামকারিনা কাপুর খান
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০০– বর্তমান
উচ্চতা১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীসাইফ আলি খান (বি. ২০১২)
পিতা-মাতা
আত্মীয়দেখুন কাপুর পরিবার
ওয়েবসাইটkareenakapoor.me

২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ঐতিহাসিক নাট্যধর্মী অশোক এবং মেলোড্রামাধর্মী ব্লকব্লাস্টার কভি খুশি কভি গম... চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেন। শুরুর সাফল্যের পর তার কয়েকটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং নেতিবাচক সমালোচনা অর্জন করে। ২০০৪ সাল ছিল তার ঘুরে দাঁড়ানোর সময়। এই বছর তিনি নাট্যধর্মী চামেলি চলচ্চিত্রে একজন যৌনকর্মীর ভূমিকায় এবং দেব চলচ্চিত্রে দাঙ্গা কবলিত এক নারী আলিয়া ভূমিকায় অভিনয় করেন। ২০০৬ সালে তিনি উইলিয়াম শেকসপিয়র রচিত ওথেলো নাটকের ছায়া অবলম্বনে নির্মিত ওমরকার চলচ্চিত্রে মূল নাটকের ডেসডিমোনা চরিত্রের সংকলিত ডলি মিশ্রা ভূমিকায় অভিনয় করেন। তার এই ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার লাভ করেন। তিনি ২০০৭ সালের জব উই মেট চলচ্চিত্রে গীত চরিত্রে অভিনয়ের জন্য জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এবং ২০১০ সালের উই আর ফ্যামিলি চলচ্চিত্রে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। কাপুর বলিউডের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্র হাস্যরসাত্মক নাট্যধর্মী থ্রি ইডিয়টস (২০০৯) এবং সামাজিক নাট্যধর্মী বজরঙ্গী ভাইজান (২০১৫) চলচ্চিত্রে প্রধান নারী ভূমিকায় করে সাফল্য লাভ করেন। এছাড়া তার অভিনীত ২০০৯ সালে থ্রিলারধর্মী কুরবান এবং ২০১২ সালে হিরোইন চলচ্চিত্র দুটি সমালোচকদের প্রশংসা অর্জন করে।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা
 
এক ছবিতে মা ববিতা ও বোন কারিশমার সঙ্গে কারিনা।[]

১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেন তিনি। পরিবারিকভাবে তাকে "বেবো" নামে ডাকা হয়।[] তার পিতা অভিনেতা রণধীর কাপুর এবং মাতা অভিনেত্রী ববিতা শিবদাসানি। তার বড় বোন অভিনেত্রী কারিশমা কাপুর। তার পিতামহ ছিলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর, অন্যদিকে তার মাতামহ ছিলেন অভিনেতা হরি শিবদাসানি। তার প্র-পিতামহ ছিলেন অভিনেতা পৃথ্বীরাজ। অভিনেতা ঋষি কাপুররাজীব কাপুর তার চাচা এবং অভিনেত্রী নীতু সিং ও উদ্যোক্তা রিতু নন্দা তার চাচী। তার চাচাতো ভাই অভিনেতা রণবীর কাপুর, আরমান জৈন ও আদর জৈন এবং ব্যবসায়ী নিখিল নন্দ। অভিনেতা শাম্মী কাপুরশশী কাপুর তার পিতামহের ভাই এবং অভিনেত্রী সাধনা শিবদাসানি তার মায়ের ফুফু। কারিনার মতে, তার নাম আন্না কারেনিনা বই থেকে নেয়া হয়েছে, তার মাতা যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন তিনি এই বইটি পড়ছিলেন।[] কাপুর তার পিতার দিক থেকে হিন্দু পাঞ্জাবি বংশোদ্ভূত[] এবং মাতার দিক থেকে সিন্ধি ও ব্রিটিশ বংশোদ্ভূত। [] ছোটবেলায় কারিনা পারিবারিক কারণে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মের আবহে বেড়ে উঠেন।[] কারিনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি।[]

কর্মজীবন

সম্পাদনা

২০০০ সালে রিফিউজিতে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেকের সাথে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল।এরপর তিনি ৩১ টি অন্যান্য হিন্দি সিনেমাতে উপস্থিত হয়েছিলেন । এছাড়া তিনি 'তাশান', 'লাজ্জো', 'কিসমত টকিজ'-এ হাজির হন।

 
২০১৪ সালে কারিনা কাপুর

২০১৩ সালে কারিনা ও অজয় দেবগন সত্যগ্রহ চলচ্চিত্রে চতুর্থবারের মত একসাথে কাজ করেন। প্রকাশ ঝা পরিচালিত তারকাবহুল সামাজিক-রাজনৈতিক নাট্যধর্মী চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেন অমিতাভ বচ্চন, অর্জুন রামপাল, মনোজ বাজপেয়ীঅমৃতা রাও। এটি ২০১১ সালে সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম থেকে অনুপ্রাণিত।[১০] চলচ্চিত্রটি সমালোচকদের নিকট থেকে অল্প প্রশংসা অর্জন করে এবং বক্স অফিসে ₹৬৭৫ মিলিয়ন আয় করে।[১১] ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস-এর এক পর্যালোচনায় উল্লেখ করা হয় যে প্রতিবেদক ইয়াসমিন আহমেদ চরিত্রে কাপুরের ভূমিকা "কয়েকটি উল্লেখযোগ্য সংলাপ বলা এবং প্রধান অভিনেত্রীর মত কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যে উপস্থিত থাকার মধ্য সীমাবদ্ধ ছিল।"[১০] এরপর প্রণয়ধর্মী হাস্যরসাত্মক গোরি তেরে প্যায়ার মেঁ চলচ্চিত্রে অভিনয়ের পর বৈবাহিক জীবন ও পরিবারের প্রতি দৃষ্টি দিতে গিয়ে তিনি পরবর্তী দুই বছর কাজ কমিয়ে দেন।[১২] এই সময়ে তিনি ২০১১ সালের সিংহাম চলচ্চিত্রের অনুবর্তী পর্ব মারপিটধর্মী সিংহাম রিটার্নস (২০১৪) চলচ্চিত্রে অজয় দেবগনের বিপরীতে এবং নাট্যধর্মী বজরঙ্গি ভাইজান (২০১৫) চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে তাদের প্রেমিকার চরিত্রে ছোট অংশে কাজ করেন। সিংহাম রিটার্নস ছবিটিতে পরিচালক রোহিত শেঠী কারিনার চরিত্রটি বিশেষ করে তার জন্যই লিখেছিলেন এবং এটি ছিল তাদের একসাথে তৃতীয় কাজ।[১৩] চলচ্চিত্রটি মিশ্র প্রতিক্রিয়া লাভ করে এবং কারিনা অল্প গুরুত্বের চরিত্রে অভিনয়ের জন্য সমালোচিত হন।[১৪] তবে চলচ্চিত্রটি বক্স অফিসে সফলতা অর্জন করে এবং ₹১.৪ বিলিয়নের অধিক আয় করে।[১৫] মোট ₹৩.২০ বিলিয়ন আয় করা কবির খানের বজরঙ্গি ভাইজান চলচ্চিত্রটি সেই বছরের ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।[১৬] এছাড়া চলচ্চিত্রটি ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সুস্থ্য বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[১৭]

২০১৬ সালে কারিনা অর্জুন কাপুরের বিপরীতে প্রণয়ধর্মী হাস্যরসাত্মক কি অ্যান্ড কা চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে কাজ করেন। লেখক-পরিচালক আর. বালকির চলচ্চিত্রটি গৎবাঁধা লৈঙ্গিক ধারণা নিয়ে নির্মিত, যেখানে তিনি উচ্চাকাঙ্ক্ষী কিয়া বনসল চরিত্রে অভিনয় করেন। সমালোচকগণ ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রকার মতামত প্রদান করেন,[১৮] কিন্তু চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং বিশ্বব্যাপী ₹১ বিলিয়ন আয় করে।[১৯] একই বছর তিনি অভিষেক চৌবের সমাদৃত উড়তা পাঞ্জাব চলচ্চিত্রে ডাক্তার প্রীত সহনি চরিত্রে অভিনয় করেন। এটি ভারতের পাঞ্জাব রাজ্যে মাদকের ব্যবহার নিয়ে নির্মিত অপরাধ নাট্য চলচ্চিত্র, যাতে তার সহশিল্পী ছিলেন শাহিদ কাপুর, আলিয়া ভাটদিলজিৎ দোসাঞ্ঝ। কারিনা শুরুতে চলচ্চিত্রটিতে তার চরিত্রের দৈর্ঘ্যের জন্য কাজ করতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু পরে পুরো গল্পটি পড়ে এতে কাজ করতে সম্মত হন এবং তার পারিশ্রমিকও কমিয়ে নিয়ে আসেন।[২০][২১] এই কাজের জন্য কারিনা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারজি সিনে পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২২][২৩]

 
কারিনা কাপুর এবং সাইফ আলি খান

তিনি সাইফ আলি খান কে বিয়ে করেন। কারিনা কাপুর খানের ২য় স্ত্রী।

ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই দ্বিতীয়বার মা হবেন করিনা কাপুর খান। ব্যাস অপেক্ষার অবসান! চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই করিনা ও সাইফের ঘরে আসবে পরবর্তী সদস্য। ফের একবার দাদু হতে চলার জন্য উচ্ছ্বসিত রণধীর কাপুর জানান, “চিকিৎসকরা করিনাকে ১৫ ফেব্রুয়ারি ডেট দিয়েছেন।” [২৪][২৫]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্রের নাম চরিত্র টুকিটাকি
২০০০ রিফিউজি নাজনীন "নাজ" আহমেদ ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার
২০০১ মুঝে কুচ কেহেনা হ্যায় পূজা সাক্সেনা
ইয়াদে ইশা সিং পুরি
আজনবী প্রিয়া মালোত্রা
অশোকা কৌরকি মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
কাভি খুশি কাভি গাম... পূজা "পূ" শর্মা মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার
২০০২ মুঝসে দোস্তি কারোগি! টিনা কাপুর
জীনা স্রিফ মেরে লিয়ে পূজা / পিংকি
২০০৩ তালাশ: দ্য হান্ট বিগিনস... টিনা
খুশি খুশি সিং (লালি)
ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ সানজানা
এলওসি কারগিল সিমরান
২০০৪ চামেলী চামেলী ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার
যুবা মীরা
দেব আলিয়া ফিল্মফেয়ার সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
ফিদা নেহা মেহরা
এইত্‌রাজ প্রিয়া সাক্সেনা / মালোত্রা
হালচাল আঞ্জলী
২০০৫ বেওয়াফা আঞ্জলী সাহা
কিউ কি ড. তানভী খুরানা
দোস্তি: ফ্রেন্ডস ফরেভার আঞ্জলী
২০০৬ ৩৬ চায়না টাউন প্রিয়া
চুপ চুপ কে শ্রুতি
ওমকারা ডলি মিশ্রা ফিল্মফেয়ার সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
ডন: দ্যা চেজ বিগিনস এগেইন কামিনী বিশেষ উপস্থিতি
২০০৭ কেয়া লাভ স্টোরি হ্যায় নিজ "ইট'স রকিং" গানে বিশেষ উপস্থিতি
যাব উই মেট গীত ধীলন ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
২০০৮ হালা বোল নিজ বিশেষ উপস্থিতি
তাশান পূজা সিং
রোডসাইড রোমিও লায়লা কণ্ঠ
গোলমাল রিটার্নস একতা
২০০৯ লাক বাই চান্স নিজ বিশেষ উপস্থিতি
বিল্লু নিজ "মার্জানি" গানে বিশেষ উপস্থিতি
কমবখ্‌ত ইশ্‌ক সিমরিতা রায়
ম্যায় অর মিসেস খান্না রায়না খান্না
কুরবান অবন্তিকা আহুজা / খান মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
থ্রি ইডিয়টস প্রিয়া সাহাস্ত্রবুদ্ধে মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
২০১০ মিলেঙ্গে মিলেঙ্গে প্রিয়া মালোত্রা
উই আর ফ্যামিলি শ্রেয়া অরোরা ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার
গোলমাল ৩ ডাবু মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
২০১১ বডিগার্ড দিব্যা
রা.ওয়ান সোনিয়া শেখার সুব্রামানিউম
২০১২ এক ম্যায় অর এক তু রিয়ানা ব্রাগাঞ্জা
এজেন্ট বিনোদ ইরাম পারভীন বিলাল /
ড. রুবি মেন্ডিস
রাউডি রাথোর নিজ "চিতা তা" গানে বিশেষ উপস্থিতি
হিরোইন মাহি অরোরা
তালাশ রোজি / সিম্‌রান
দাবাং ২ নিজ "ফেভিকল সে" গানে বিশেষ উপস্থিতি
২০১৩ বোম্বে টকিজ নিজ "আপ্‌না বোম্বে টকিজ" গানে বিশেষ উপস্থিতি
সত্যাগ্রহ ইয়াসমিন আহমেদ
গোরি তেরে পেয়ার মে দিয়া শর্মা
২০১৪ সিংগাম রিটার্নস
হ্যাপি এন্ডিং বিশেষ উপস্থিতি
২০১৫ গাব্বার ইজ ব্যাক 'তেরি মেরি কাহানি' গানে বিশেষ উপস্থিতি
ব্রাদার্স নিজ ভূমিকায় (কারিনা কাপুর) মেরি নাম মেরি হে' গানে বিশেষ উপস্থিতি
২০১৬ কি এন্ড কা কিয়া বনসল / কি
উড়তা পাঞ্জাব প্রীত সাহানি -

সম্মাননা

সম্পাদনা

রিফিউজি(২০০০), চামেলি (২০০৩), দেব (২০০৪) এবং ওমকার (২০০৬) এ অভিনয়ের জন্য তিনি এখন পর্যন্ত চারটি পুরস্কার জিতেছেন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Star of The Week-Kareena Kapoor"রেডিফ.কম। ২০০২-১০-৩০। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-২৪ 
  2. বর্মা, সুকন্যা (২০০২-১০-৩০)। "'She is just a little girl trying to find her way'"রেডিফ.কম। ২০১০-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-১৬ 
  3. Kapoor, Kareena (Actress) (১০ সেপ্টেম্বর ২০০৮)। People take advantage of me: KareenaMumbai, India: Metacafe। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১০ 
  4. Verma, Sukanya (৩০ অক্টোবর ২০০২)। "'She is just a little girl trying to find her way'"। Rediff.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০০৮ 
  5. IndiaFM News Bureau (২৯ ডিসেম্বর ২০০৪)। "What's a book got to do with Kareena?"। Bollywood Hungama। ২৯ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০০৭ 
  6. Dhawan, M. L. (৮ জানুয়ারি ২০০৬)। "Punjabi colours of Bollywood"The Tribune। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১০ 
  7. "Kareena-Rajkumar Hirani Hum Sindhi hain"Hindustan Times। ১৬ অক্টোবর ২০১০। ১৪ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১০ 
  8. "Sajid beats Saif to the altar - After civil marriage, a suspense at play"The Telegraph। ১৬ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৪ 
  9. "ছোট হয়েও বড় যারা"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭ 
  10. সেনগর, রেশম (৩০ আগস্ট ২০১৩)। "'Satyagraha' review: A mission left unaccomplished"ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস (ইংরেজি ভাষায়)। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  11. "Box-Office Verdicts Of Major Bollywood Releases Of 2013" (ইংরেজি ভাষায়)। কইমই। ৩ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  12. চৌধুরী, মোহিনী (২৫ মার্চ ২০১৬)। "Role reversal"বিজনেস লাইন (ইংরেজি ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  13. পাঠক, অঙ্কুর (৮ ফেব্রুয়ারি ২০১৪)। "I wrote Singham 2 for Kareena: Rohit Shetty"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  14. কুমার, অনুজ (১৫ আগস্ট ২০১৪)। "Ms. Sunshine"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ২৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  15. রক্ষিত, নয়নদীপ (২৬ ডিসেম্বর ২০১৪)। "Box office blockbusters of 2014: 'PK', 'Kick', 'Happy New Year', 'Bang Bang' and 'Singham Returns'"ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস (ইংরেজি ভাষায়)। ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  16. Jha, Lata (৪ জানুয়ারি ২০১৬)। "Top ten Bollywood grossers of 2015"মিন্ট (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  17. "Proud to be a part of National Award winning film 'Bajrangi Bhaijaan': Kareena Kapoor"দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। Indo-Asian News Service। ২৮ মার্চ ২০১৬। ১৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  18. "Third biggest opening for Ki & Ka"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ৯ এপ্রিল ২০১৬। ২৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  19. "Box Office: Worldwide Collections of Ki & Ka" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। ২ এপ্রিল ২০১৬। ২১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  20. শেঠী-সাহা, শুভা (১৬ জুন ২০১৬)। "Kareena Kapoor Khan: I get scared by negative reactions"মিড ডে (ইংরেজি ভাষায়)। ২১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  21. ঝা, সুভাষ কে (২৮ এপ্রিল ২০১৬)। "Udta Punjab actors slash fees by half"ডেকান ক্রনিকল (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  22. "Nominations for the 62nd Jio Filmfare Awards" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। ১০ জানুয়ারি ২০১৭। ১৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  23. "Nominations for Zee Cine Awards 2017" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। ২ মার্চ ২০১৭। ১২ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  24. "সেইফ পরিবারে আসতে চলেছে নতুন সদস্য"। ৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১ 
  25. "সেইফ পরিবারে আসতে চলেছে নতুন সদস্য"। ৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

সম্পাদনা