বীরে দি ওয়েডিং
বীরে দি ওয়েডিং (হিন্দি: वीरे दी वेडिंग; বাংলা: বন্ধুর বিয়ে) হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটি কয়েকজন মেয়েবন্ধুর জীবন কাহিনী নিয়ে। চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন শশাঙ্ক ঘোষ। চলচ্চিত্রটি মোট পাঁচজন মানুষ প্রযোজনা করেন যাদের মধ্যে অভিনেতা অনিল কাপুরও ছিলেন। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া অভিনয় করেন চারজন ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে।
বীরে দি ওয়েডিং | |
---|---|
পরিচালক | শশাঙ্ক ঘোষ |
প্রযোজক |
|
রচয়িতা |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার |
|
চিত্রগ্রাহক | সুধাকর রেডি ইয়াকন্তি |
সম্পাদক | শ্বেতা ভেঙ্কট ম্যাথু |
প্রযোজনা কোম্পানি |
|
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹42 crore[১] |
আয় | ₹138.80 crore[২] |
ভিরে দি ওয়েডিং চলচ্চিত্রটি মুক্তি পায় ১ জুন ২০১৮ তারিখে এবং সমালোচকদের দ্বারা মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়।[৩][৪][৫] চলচ্চিত্রটি বানানো হয়েছিলো ৪২ কোটি রূপী দ্বারা এবং এটি প্রায় ১৩৮ কোটি রূপীর ওপরে আয় করেছিলো; নারী চরিত্র মুখ্য ভূমিকায় থাকা কোনো ভারতীয় চলচ্চিত্রের জন্য এই অর্জন ছিলো যুগান্তকারী।[২][৬] ২০০৮ সালের মার্কিন চলচ্চিত্র সেক্স এ্যান্ড দ্যা সিটির কাহিনী থেকে এই ভিরে দি ওয়েডিং এর কাহিনী অনুপ্রাণিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Veere Di Wedding"। Box Office India। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮।
- ↑ ক খ "Box Office: Worldwide Collections and Day wise breakup of Veere Di Wedding"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৮।
- ↑ "My Grandmom Also Saw Veere Di Wedding & Here's What She Had to Say"।
- ↑ "Veere Di Wedding packs solid punch at Box Office, becomes 5th biggest grosser of 2018"। ৮ জুন ২০১৮।
- ↑ Nathan, Archana। "Swara Bhasker on *that* 'Veere Di Wedding' scene: 'You go wow, woah woah but it isn't disgusting'"।
- ↑ "Veere Di Wedding Second Monday Business"। Box Office India। ১২ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৮।