কী অ্যান্ড কা

হিন্দি ভাষার চলচ্চিত্র
(কি অ্যান্ড কা থেকে পুনর্নির্দেশিত)

কী অ্যান্ড কা (হিন্দি: की एंड का) হল ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র। ছবিটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক ছিলেন আর. বালকি। এই ছবিতে দেখা যায় এক তরুণ বিবাহিত যুগলকে, যাঁরা ভারতীয় সমাজে নারী ও পুরুষের উপর আরোপিত লিঙ্গভিত্তিক ভূমিকা পরিবর্তন করে পুরুষটি "স্ত্রী" ও তার গৃহিনী "স্বামী"র ভূমিকা গ্রহণ করেছেন। উক্ত স্ত্রী ও তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করেন কারিনা কাপুরঅর্জুন কপূর[৩][৪][৫][৬] ২০১৬ সালের ১ এপ্রিল ছবিটি সারা বিশ্বে মুক্তিলাভ করে। ২০ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল ১০২ কোটি টাকারও বেশি।

কী অ্যান্ড কা
প্রেক্ষাগৃহের পোস্টার
পরিচালকআর. বালকি
প্রযোজকআর. বালকি
আর কে দামানি
রাকেশ ঝুনঝুনওয়ালা
সুনীল লুল্লা
রচয়িতাআর. বালকি
শ্রেষ্ঠাংশেকারিনা কাপুর
অর্জুন কপূর
সুরকারমিত ব্রাদার্স
ইলাইয়ারাজা
মিঠুন
ইয়ো ইয়ো হানি সিং
চিত্রগ্রাহকপি. সি. শ্রীরাম
সম্পাদকচন্দন আরোরা
প্রযোজনা
কোম্পানি
ইরোস ইন্টারন্যাশানাল
হোপ প্রোডাকশনস
পরিবেশকইরোস ইন্টারন্যাশানাল
মুক্তি
  • ১ এপ্রিল ২০১৬ (2016-04-01)
স্থিতিকাল১২৬ মিনিট[১]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়২০ কোটি টাকা[২]
আয়১০২.৩৩ কোটি টাকা[২]

কাহিনি-সারাংশ সম্পাদনা

কলাকুশলী সম্পাদনা

প্রযোজনা সম্পাদনা

ক্রমোন্নতি সম্পাদনা

২০১৫ সালের জুলাই মাসেই বালকি চিত্রনাট্য রচনার কাজ শেষ করে ফেলেন। ছবির শিরোনামটির উৎস হিন্দি ভাষায় "লড়কা" ("ছেলে") ও "লড়কী" ("মেয়ে") শব্দ দু-টির ভাষাগত লিঙ্গ বিভাজন থেকে। বালকি বলেন, "হিন্দিতে শুধু মানুষের লিঙ্গ হয় না, জড় পদার্থগুলিরও হয়। প্রত্যেককে এবং প্রত্যেকটি বস্তুকে নির্দিষ্ট শ্রেণিতে ফেলা হয়। কিন্তু এই ছবিটি [কিয়া ও কবীরের] বিয়ের মতোই দেখিয়ে দেয় যে, কী অ্যান্ড কা-এর ক্ষেত্রে লিঙ্গ কোনও গুরুতর বিষয়ই নয়।"[৪]

মুক্তি সম্পাদনা

সাউন্ডট্র্যাক সম্পাদনা

কী অ্যান্ড কা
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২৫ ফেব্রুয়ারি, ২০১৬
শব্দধারণের সময়মিত ব্রাদার্স রেকর্ডিং স্টুডিও, মুম্বই
প্রসাদ স্টুডিও, চেন্নাই
ঘরানাচলচ্চিত্র সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য২৪:০৩
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
কী অ্যান্ড কা থেকে একক গান
  1. "হাই হিলস"
    মুক্তির তারিখ: ২১ ফেব্রুয়ারি, ২০১৬

ছবির সাউন্ডট্র্যাক অ্যালবামের গানগুলিতে টি-সিরিজের লেবেলে মিত ব্রাদার্স সুরারোপ করেন।[৭] এছাড়া একটি গানে সুরারোপ করেন বালকি পরিচালিত ছবিগুলির নিয়মিত সুরকার ইলাইয়ারাজা। তিনিই ছবির নেপথ্য সংগীত রচনা করেন।

গান রচনা করেন কুমার, অমিতাভ ভট্টাচার্যসয়ীদ কাদরি[৮] ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি ছবির সাউন্ডট্র্যাক মুক্তি পায়।[৯]

নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পী(বৃন্দ)দৈর্ঘ্য
১."হাই হিলস"কুমার, ইয়ো ইয়ো হানি সিংমিত ব্রাদার্স, ইয়ো ইয়ো হানি সিংবিশাল দাদলানি, ইয়ো ইয়ো হানি সিং, অদিতি সিং শর্মা০৩:৩২
২."জি হুজুরি"সয়ীদ কাদরিমিঠুনমিঠুন, দীপালি সাঠে, (নেপথ্য কণ্ঠে) আলিবিনয়াহিয়াজাইদি০৫:২৬
৩."মোস্ট ওয়ান্টেড মুন্না"কুমারমিত ব্রাদার্সমিত ব্রাদার্স, আর্ল এডগার, দেব নেগি০৩:২৮
৪."ফুলিশক"অমিতাভ ভট্টাচার্যইলাইয়ারাজাশ্রেয়া ঘোষাল, আরমান মালিক, অরিজিৎ সিং০৪:২৯
৫."পাম্প ইট (দ্য ওয়ার্কআউট সং)"কুমারমিত ব্রাদার্সমিত ব্রাদার্স, নেহা কক্কর, নাকাশ আজিজ০৩:৫৯
৬."কবীর মোস্ট ওয়ান্টেড মুন্না"কুমারমিত ব্রাদার্সমিত ব্রাদার্স, পাপন, অর্জুন কপূর, নীতি মোহন০৩:১০
মোট দৈর্ঘ্য:২৪:০৩

সমালোচকদের প্রতিক্রিয়া সম্পাদনা

প্রাপ্ত মনোনয়ন ও পুরস্কার সম্পাদনা

পুরস্কার অনুষ্ঠানের তারিখ বিভাগ প্রাপক ও মনোনীত ফলাফল তথ্যসূত্র
বিফোরইউ ভিউয়ার্স চয়েস পুরস্কার ২০১৭ শ্রেষ্ঠ অভিনেত্রী করিনা কপূর বিজয়ী [১০]
লাক্স গোল্ডেন রোজ পুরস্কার ২০১৭ গ্ল্যামারাস ডিভা অফ দ্য ইয়ার করিনা কপূর বিজয়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "KI & KA (12A)"British Board of Film Classification। ২৯ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬ 
  2. "Box Office: Worldwide Collections of Ki & Ka"Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬ 
  3. "Genders don't matter in 'Ki and Ka', says R Balki"Times of India 
  4. "Bridging The Gender Gap"Mumbai Mirror 
  5. "Not 'Ka & Ki', Kareena Kapoor-Arjun Kapoor's film titled 'Ki And Ka'"। DNA India। 
  6. "Amitabh Bachchan to make special appearance in R Balki's next"The Indian Express 
  7. "Ilayaraja's sense of music is unmatched: R Balki"deccanchronicle.com 
  8. "Ki and Ka music looks and sounds very appetizing"। Bollywood Hungama। ১৮ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ 
  9. "Ki & Ka Movie All Mp3 Songs (Original Motion Picture Soundtrack) - EP by Mithoon, Yo Yo Honey Singh, Ilaiyaraaja & Meet Bros on SenSongs"Itunes Store। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৯ টেমপ্লেট:Date=May 2017
  10. "62nd Filmfare Awards 2017: Complete winners' list - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা